নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আলেয়া আপুর পা ছুঁয়ে যেদিন বললে, ‘আমাকে তোমার সঙ্গিনী করো, দিদি’,
আপু হাসলেন। তারপর তোমার চোখে কালোফ্রেম চশমা, লালপেড়ে সাদা শাড়ি
পরনে, বুকের কাছে বই - একদিন আলেয়া আপুকে ছাড়িয়ে হয়ে উঠলে
‘বেগম রোকেয়া’।
তোমার ছুঁচো প্রেমিক সরদার মাখন সাত খোপ কবুতর খেয়ে বৈষ্ণব হয়েছে,
বিয়ে করেছে বেপারি বাড়ির নায়লাকে। তারা গাড়ি চড়ে, এরোপ্লেনে
দেশ-বিদেশে ঘোরে।
ক্লাসের সুন্দরী মেয়েরা সুদর্শন বর পেয়ে উড়ে যায় সীমান্ত পেরিয়ে। আমাদের
অলাস্যময়ী দরিদ্র বুবুদের কানাখোঁড়াও যখন জোটে না, তাঁরা চিরকেলে
সুমহান শিক্ষিকা-ব্রতেই অবশেষে যৌবন সম্প্রদান করেন।
তোমার চরণকমলে এ আমার হাত; সহস্র কদমবুচি। আমার হৃদয় তোমাতেই
সমর্পিত, ওহে অস্পৃশ্যা, পূজনীয়া।
৭ নভেম্বর ২০১২
২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়ে আপনার মন ভরে গেলো বলে খুব ভালো লাগলো প্রিয় সনেট কবি। শুভেচ্ছা রইল।
২| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮
কাইকর বলেছেন: শব্দচয়ন গুলো মন কেড়েছে। লিখে যান, এগিয়ে যান। ভালবাসা রইলো।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাদের ভালো লাগা পেলে এগিয়ে যাওয়ার শক্তি পাব। ধন্যবাদ কাইকর।
৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪১
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর, খুবই ভাললাগলো শব্দের গাঁথুনি।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ।
৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: আহা কি আবেগ !!!
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবেগ ছাড়া কি মন হয়?
৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অলাস্যময়ী দরিদ্র বুবুদের কানাখোঁড়াও যখন জোটে না, তাঁরা চিরকেলে
শিক্ষিকা-ব্রতেই অবশেষে যৌবন সম্প্রদান করেন। এমনিতেই একটা কথা আছে-
যার নাই কোন গতি, সেই করে পন্ডিতি'।
কবিতা ভাল লেগেছে ।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটার কোর পয়েন্টেই আপনার চোখ পড়েছে দেখে ভালো লাগলো। কবিতা ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো। ধন্যবাদ লেখক সাহেব।
৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার সুন্দর একটি কবিতা।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।
৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮
ওমেরা বলেছেন: মানুষ গড়ার কারিগর হল শিক্ষক । আমার আব্বু ছিলেন শিক্ষক আমারও স্বপ্ন ছিল শিক্ষকতাকে পেশা হিসাবে নেব যদিও এটা আমার জন্য এখন একটু কঠিন হবে তবু আশা ছাড়ি নাই ,স্বপ্ন দেখেই যাচ্ছি ।
অলাস্যময়ী দরিদ্র বুবুদের কানাখোঁড়াও যখন জোটে না, তাঁরা চিরকেলে
শিক্ষিকা-ব্রতেই অবশেষে যৌবন সম্প্রদান করেন।
তাই বলে,এই ক্যাটাগরিতে কিন্ত পরি না !
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্যাটাগরি যাই হোক না কেন, শিক্ষকতা একটা মহান পেশা। এ পেশার মানুষ আমার অনেক শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।
৮| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
শিখা রহমান বলেছেন: কবিতার মোহময় ইন্দ্রজালে কঠিন বাস্তবতা। মুগ্ধতা, ভালোলাগা ও কষ্ট!!
অপূর্ব কবিতাটা। শুভকামনা।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মোহময় ইন্দ্রজালে কঠিন বাস্তবতা। মুগ্ধতা, ভালোলাগা ও কষ্ট!! এক লাইনে সবখানি বলে দিলেন! অসাধারণ বিশ্লেষণ।
ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ২০ শে মে, ২০১৮ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
কোন কারণে আপনার মন খারাপ হয়েছিল?
১০| ২১ শে মে, ২০১৮ রাত ১:৪৬
কাইকর বলেছেন: অতি সুন্দর লেখা। মন কেড়েছে
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লেখা আপনার মন কেড়েছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।
১১| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:৪৭
উম্মে সায়মা বলেছেন: এমন হয় বুঝি ছাই ভাই?
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমনটা যে হয় না, তা নয় কিন্তু। অহরহই হচ্ছে। ধন্যবাদ পড়ার জন্য। শুভেচ্ছা।
১২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯
বৃষ্টি বিন্দু বলেছেন: বাহ, চমৎকার!
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বৃষ্টি বিন্দু।
১৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫১
জোকস বলেছেন: কবতে কম বুঝি তাই অল্প অল্প ভালো লেগেছে। সবাই যখন ভালো বলছে তাই লাইকেও একটা গুতা দিছি ।
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোবতে কম বোঝা সত্ত্বেও যে কোবতেখানি পড়েছেন সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাকে ধন্যবাদ।
১৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওহ্! অসম্ভব সুন্দর!!
২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল। শুভেচ্ছা।
১৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: আপনার নিক টা দারুন লেগেছে "সোনাবীজ অথবা ধুলোবালি ছাই"। লেখা ও চমৎকার।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম প্রথম আমাকে অনেকেই মেয়ে মনে করতেন। জানি না, নামটাতে মেয়েলি কোনো টাচ আছে কিনা। তবে, এই নিকের প্রশংসা পেয়েছি অনেক।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
১৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছু সত্য বাস্তবতা তুলে ধরেছেন কাব্যরসে। ভালো লাগলো, বুবুদের জন্য শুভকামনা সবসময়
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম ভাই। ভালো থাকবেন।
১৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ভাইয়া।
২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।
১৮| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
জাহিদ অনিক বলেছেন:
কবিতার ভাব চমৎকার। সম্প্রদান কারক; একেবারে যেন নিঃশেষে দান।
২৯ শে মে, ২০১৮ রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। হ্যাঁ, ভাবটা ঠিকই বলে দিয়েছেন।
১৯| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:১২
সোহানী বলেছেন: হুম কেমন যেন সুনীল সুনীল ভাব কবিতায় ..............
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার লেখায় সুনীলের প্রভাব সুস্পষ্ট।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৭
সনেট কবি বলেছেন: কবিতা পড়ে মনটা ভরে গেল। খুব সুন্দর সুখ পাঠ্য।