নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অনিকেত শহর। আমার তখন
দু চোখে গনগনে সূর্য আর
বিরাণ পা জুড়ে হাজারমণী পাথর।
আমারে হয়ত ‘দু দণ্ড শান্তি’ দেবে
কাজল পরা কবিতার মেয়ে।
সে আমায় কবিতা শুনিয়েছিল
অধীত অতীতের হেমখনি খুঁড়ে
আজও সেই পঙ্ক্তির ভেতর থেকে
স্রোতস্বিনীরা স্নিগ্ধ ভিজিয়ে দেবে।
নিগূঢ় বাসনায় উদ্ভ্রান্ত হেঁটে চলি
কবিতার অন্বেষণে।
দরজায় কড়া নাড়তেই চোখে পড়ে
দরজা বন্ধ। কে জানে, কতকাল আগে
স্ব-ভূমে ফিরে গেছে কবিতার মেয়ে
আর কোনোদিনই ফিরবে না বলে।
আকাশ ভেঙে খান খান, সূর্যরা গলে পড়ে।
‘আমারে দু’ দণ্ড শান্তি’ কোথায় কে দেবে?
১৯ এপ্রিল ২০১৮
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। শুভেচ্ছা রইল।
২| ৩০ শে মে, ২০১৮ রাত ১:৩২
সামু পাগলা০০৭ বলেছেন: যুগ পাল্টালো, বহু কবি এলো গেলো, কিন্তু কাব্যে দু দণ্ড শান্তির খোঁজ এখনো ফুরোয়নি!
অসাধারণ! কবিতায় লাইক।
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় শান্তির খোঁজ ফুরাইয়া গেলে তো কবিতা লেখাও শেষ হইয়া যাইব
যাই হোক, কবিতায় লাইক দেয়ার জন্য ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০১৮ ভোর ৬:০৯
উম্মে সায়মা বলেছেন: সামুপাগলার মন্তব্যে লাইক।
এখনো দুদন্ড শান্তির খোঁজে কবি মন!
কবিতায় ভালোলাগা!
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শান্তির কোনো উর্ধ্বমাত্রা নেই, তাই এর অন্বেষণ আজীবন চলতেই থাকবে
ধন্যবাদ উম্মে সায়মা।
৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ৭:৪১
অলিভিয়া আভা বলেছেন: যেন সেই বনলতস সেন থেকেই দু দণ্ড শান্তির খোজ চলে আসছে। বনলতা যুগ আমরা এখনো পার হতে পারিনি হয়ত। এখনো বুঁদ হয়ে আছি সেই অমীয় শান্তির সুধার আসায়। আসলেই কি সে শান্তি নাকি ভ্রান্তি!
কবিতা ভালো লেগেছে।
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'দু দণ্ড শান্তি' একটা বহু পুরোনো ও প্রচলিত কথা। সেই পুরোনো কথাটিই জীবন বাবু কবিতায় নিয়েছেন। আমার অশিক্ষিত দাদি আজ থেকে ৪৫ বছর আগেও কথায় কথায় বলতেন- আমারে দুইডা দণ্ড শান্তি দিলি না তরা। আমার মাও কথায় কথায় এই বলে আমাদের বকতেন। তো, এটা বলা ঠিক হবে না যে আমরা বনলতা যুগ পার হতে পারি নি। কেউ বলে বসতে পারেন এ কথাটা জীবন বাবুর, তাই আগেভাগেই ডিফেন্স নিয়ে ওটাকে ইনভার্টেড কমা'য় বন্দি করে দিয়েছি।
শান্তি মনে হয় একটা ভ্রান্তিকর বিষয়ই। কোথায়, কীভাবে মানুষের শান্তি হবে, মানুষ নিজেও হয়ত তা জানে না।
অনেক কথা হয়ে গেলো সকাল সকাল। ভালো থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।
৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক ফোটা জলে তিয়াস, হাতের কাছে ভরা কলস তৃষ্না না মেটা, দু দন্ড শান্তি!
মানব মনের সহজাত পূর্ন প্রশান্তি সন্ধানী কাহাবত!
চাহাত। আকাঙ্খা!
চাহাত শেষ হয়ে গেলে তো সৃস্টির বিনাশ সময়ের ব্যাপার মাত্র! তাই এ অন্তহীন! চলছে চলবেই!
কেউ কেউ পান করবে প্রশান্তির এক ফৌটা মেটাবে তিয়াস!
পাওয়া না পাওয়ায় আপেক্ষিকতায় চলবে সময়!!!!
++++
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! বাহ! কমেন্টে গলে গেলাম বিদ্রোহী ভৃগু। লালন মরলো জল পিপাসায়, থাকতে নদী মেঘনা; হাতের কাছে ভরা কলশ তৃষ্ণা মিটে না।
আমাদের শান্তির তৃষ্ণা কোনোদিনই মিটবে না। শান্তির পেছনে ছোটা মানে একটা স্বপ্নের পেছনেও ছোটা। স্বপ্ন শেষ হয়ে গেলে তো জীবনেরও ইতি ঘটে যায়
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: ঘুমাতে যাওয়ার আগেই লিখেছেন?
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতকল্য নহে, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে না ঘুমিয়েই, অর্থাৎ জাগিয়া থাকিয়াই ইহা লিখিয়াছিনু তো, আপনার কেমন লাগিল?
৭| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
জাহিদ অনিক বলেছেন:
ভালো লাগলো ভাইয়া
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক।
৮| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:২০
ফয়সাল হাওড়ী বলেছেন: অনবদ্য ।
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফয়সাল হাওড়ী।
৯| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:৩১
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো সোনা ভাই।
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ।
১০| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
সোহানী বলেছেন: আপনারা দেখি শুধু শান্তি খোজেঁন নাটোরের বনলতা সেন বা কাজল পড়া কোন মেয়ে ......... হায়রে কপাল!!! অন্য কোনই কি উপায় নেই শান্তি খোজাঁর???? এবার অল্টারনেট চিন্তা করেন কবি ভাইয়েরা। যুগ পাল্টেছে... এখন আর নাটোরের বনলতা সেন বা কাজল পড়া কোন মেয়ের মাঝে শান্তি নেই। ফেইসবুকের ধাক্কায় সব বনলতা সেনরা উর্মিলা সেন হয়ে গেছে
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবিতার কাছে আমার মন পড়ে ছিল। বহুদিন খোঁজ নেই, আমার বা তার। উদ্বাস্তু শহরে পা ফেলতেই বিষণ্ণ বাতাসে কান্নার মতো কী একটা বেদনা ভেসে ওঠে। সবিতার কথা মনে পড়ে। সবিতাকে ভোলা যায় না। সবিতা ছিল কবিতার মতো একটা মেয়ে, অথবা সে নিজেই একটা কবিতা। নৈঃশব্দ্য ছুঁয়ে দিলে সে বৃষ্টি হয়ে ঝরে। সবিতা আমাকে ক্রমাগত টানতে থাকে তার অলোক আলয়ের দিকে। দরজায় আঙুল তুলতেই বুকে ধাক্কা লাগে। দরজায় তালা ঝুলছে।
যোগমায়া আর লাবণ্যদের শূন্যতা ছড়িয়ে বিরাণ শহরের ঘিঞ্জি গলি পার হয়ে সবিতারা ফিরে গেছে প্রাচীন জন্মভূমে। ওরা আর আসবে না।
১১| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
১২| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১০
শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শামচুল হক।
১৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১০
সনেট কবি বলেছেন:
কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাঁই এর ‘দু’ দণ্ড শান্তি’ কবিতায় মন্তব্য
কবি কবিতার মেয়ে খুঁজে হয়রান,
কবিতা কি তবে বুড়িয়ে নিরলে
হারিয়ে গেছেন, যার জীবন বিফলে
মূল্যহীন হয়েগেছে শেষতক আজ।
নাকি কবিতার মেয়ে কবিকে জড়ান
শ্রদ্ধার সেবায় তার। সঠিক কি হলে
হবে কথাখানি কবি? জানি না কি বলে
জবাব দিবেন কবি, কি সে আওয়াজ?
অবশেষে ধরে তাঁরে কষ্ট হতাশায়
কবি ধোঁয়াশায় দেখে শূন্য মরুভুমি
কবিতার মেয়ে নেই তার দোলনায়
কবি মনে প্রশ্ন জাগে কোথা গেলে তুমি?
তথাপি সে এসেগেলে কবি শান্তি পেত
পেতেন সে ক্ষেত্রে কাবি খানিক অমৃত।
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশ্নের জনাব আর কী দেব। শুধু এটুকুই বলবো- আপনার সনেটটি হয়েছে অনবদ্য। আপনার হাত ক্রমাগত শাণিত হচ্ছে।
শুভেচ্ছা।
১৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২২
বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা ভাল লাগলো প্রিয় কবি।
৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বৃষ্টি বিন্দু।
১৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:৩১
উদাস মাঝি বলেছেন: কবিতার নাম দেখে ভেবেছিলাম বনলতা সেনের নতুন কোন ভার্সন হবে বোধয় !
আমি হতাশ
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে নিরাশ করতে মন চাইল না। বনলতা দেবীর নবরূপ দেখুন এই লিংকে- ডাউনলোড করার পরব ছবিটা দেখে হার্টফেল করলে সমস্ত দায়ভার আপনার
১৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮
শায়মা বলেছেন: হায় হায় কবিতার মেয়েরা ফিরে গেলে কেমনে কবিতা হবে!
কবিতার ছেলেরা থাকেনা ভাইয়া???
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার ছেলেরা থাকে কিনা, তাদের স্বরূপ কেমন তা কেবল কবিতার মেয়েরাই কহিতে পারিবে
১৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০১
মাহামুদুল হাসান৯৯ বলেছেন: সুন্দর কবিতা
৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহামুদুল হাসান৯৯।
১৮| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:১৪
শায়মা বলেছেন: তবে কি কবিতার ছেলেরাই কবিতার মেয়েদের কথা বলে!!!!!!!!!
০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'কবিতার ছেলেরা'? ছেলেদের কবিতার সাথে তুলনা করতে খুব লজ্জা হচ্ছে
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লাগল। মুগ্ধতা একরাশ।