|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মামার ছিল হুলো বিড়াল
আমার ছিল পুষি
সুমির ছিল জুতোর ফিতা
রুমির ছিল খুশি।
ওদের ছিল ফুলের ঝুড়ি
রোদের ছিল সাথি
ঘরের ছিল পাটের দড়ি
পরের ছিল হাতি
সবাই গেল নদীর পাড়ে
গদাই কোথা র’লো?
কলার পাতে চড়ুইভাতি
বলার কিছু হলো?
৫ মার্চ ২০১২ রাত ২:৫০
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪০
০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পবন সরকার।
২|  ০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪২
০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪২
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার, ভাল লাগার একটি ছড়া।
  ০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪৩
০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী।
৩|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৩৯
০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর ছড়া। পড়ে ব্যাপক আমোদিত হইলাম। আমাদের দোহারের লেখক , কবি সবাই খুব ভালো লিখেন। আমি প্রাউড ফিল করি।
  ০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:১১
০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই বিনয়ী কমেন্টের জন্য। দোহার আমাদের গর্ব। দোহারে অনেক মনীষীর জন্ম, জাতীয় পর্যায়ে যাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
এই নিন, দোহারের এক অকাল-প্রয়াত কবি, মিজানুর রহমান শমশেরীর একটা কবিতা, যেটি আমার খুব প্রিয়।
তুমি কি আমার কথা ভাবো ?
তুমি কি আমার কথা ভাবো?
কঠিন প্রাচীরে কান পেতে শুনি
মুক্তির দিন একদিন আসবেই
সেইদিন তোমাকে আবারো কাছে পাবো।
যেখানে সূর্যের সোনালি বিচ্ছুরণ
এখনো হোঁচট খায়
পড়ন্ত বিকেলের বসন্ত যৌবনে
যেখানে ধ্বনিত পাখির কাকলি
প্রাচীরের বাঁধ ভেঙে চলে যাবো
তুমি আর আমি পায় পায়
সেই নির্জনতায়।
রাত্রির নিঃসঙ্গতায় একা জেগে আছি
আমার চোখে নেই ঘুম,
চোখের সামনে প্রাচীরের গায়
স্বপ্নের পাখিগুলো ডানা ঝাপটায়
মুক্তির অন্বেষা খুঁজিতেছে পথ
সুপুষ্ট মৌসুম।
এখনো আমার চোখে নেমে আসে
সন্ধ্যার পশ্চিম আকাশ,
পলাশের লাল রঙে রঙিন পদ্মাপার
পারভাঙা তীরে নব কিশলয়ে
পালতোলা নায়ে স্বচ্ছ সলিলে 
গোধূলির সুস্পষ্ট প্রকাশ।
এই নির্জনতায় বসে বসে ভাবি
আবারো তোমায় কাছে পাবো
গানে আর কবিতায় কাটাবো প্রহর
মধুরাত এনে দিবে চাঁদের সুষমা
তারার মালিকা গেঁথে কবরী সাজাবো।
তুমি কি আমার কথা ভাবো? 
আমার কথা কি ভাবো?
৪|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৬
০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!!!  কলার পাতে চড়ুইভাতি । ছন্দময় ছড়াটি  পড়ে ভালো লাগলো। লাইকও দিয়েছি ।  
নিরন্তর শুভেচ্ছা কবিকে।
  ০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৩
০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, আপনিও তবে কলার পাতে চড়ুইভাতি করেছেন/খেয়েছেন? সেইদিন কি আর আছে?
শুভেচ্ছা আপনাকেও।
৫|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৭
০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:০০
০৬ ই জুন, ২০১৮  দুপুর ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৬|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ১০:২৫
০৬ ই জুন, ২০১৮  সকাল ১০:২৫
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
  ০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৯
০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লাবণ্য ২।
৭|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:২৩
০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কলার পাতে চড়ুইভাতির কথা মনে পড়লে এখনও নস্টালজিক হয়ে যাই। খুব সুন্দর লিখেছেন!
  ০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৯
০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কথায় আমিও সাঁই করে আমার বাল্যকালে ফিরে গেলাম। হায়, 'দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানান রঙের দিনগুলি'।
ধন্যবাদ সম্রাট দ্য বেস্ট।
৮|  ০৩ রা জুলাই, ২০১৮  সকাল ১১:২৭
০৩ রা জুলাই, ২০১৮  সকাল ১১:২৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ।
  ০৩ রা জুলাই, ২০১৮  দুপুর ১২:০৯
০৩ রা জুলাই, ২০১৮  দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অনন্য দায়িত্বশীল।
৯|  ০৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
০৫ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে ছড়া। চমৎকার ছন্দ। ভাল লাগা + +
  ২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৮
২৩ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৩৯
০৫ ই জুন, ২০১৮  রাত ১১:৩৯
পবন সরকার বলেছেন: এক কথায় চমৎকার।