নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
‘একদিন তো মরেই যাবা
মরার আগে কী কী খাবা?’
জানতে তুমি চাইছিলা।
বিশেষ বিশেষ সেই খাবার
লিস্টি করে দেই আবার
ছোট্টকালে তুমিও তা খাইছিলা।
আমায় তুমি পারবা দিতে
উস্তা ভাজি যা নয় তিতে?
পারবা দিতে পাকা মরিচ
যেগুলো হয় মিষ্টি,
খুব বেশি নয়, বিশটি?
যে ইলিশে হয় না কাঁটা
খামচি ছাড়া কচুর ডাঁটা
দুধের সরে তেঁতুল বাঁটা
পারবা, এসব পারবা কি?
কেকা খালার দোহাই দিয়া
ফাইনালে হাল ছাড়বা কি?
আমার এসব বায়না শুনে
চোখ কি তোমার হচ্ছে ছানাবড়া
তাইলে ওসব বাদ
পারবা দিতে আইট্টা কলা, পাকা গাব আর
গ্রাম বাংলার খেজুর কয়েক ছড়া?
এবার আমি দেখবো তোমার শক্তি
আমার প্রতি কীরূপ তোমার ভক্তি
৩ সেপ্টেম্বর ২০১৮
একদিন তো মরেই যাব
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'হাসলেই আয়ু বাড়ে। আয়ু বাড়লে ব্লগিং করার নেশা বাড়ে। নেশা বাড়লে মানুষের আয়ু কমে যায়।' এই অমর বাণীটি দান করেছেন রবীন্দ্রনাথের গুরু, মহান দার্শনিক ও চিত্রকর দমুহ্মা ললিখ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭
ল বলেছেন: খুব হাস্যকর---
কিন্তু চিন্তাশীল লেখা
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ভালো বলেছেন।
'হাস্যকর'
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... মজা পেয়েছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পাওয়ার জন্য দোয়া রইল
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২
মোছাব্বিরুল হক বলেছেন: আমার যে উস্তা ভাজি চাই যা খুবই তিতে। এখন কি করি?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইলে সারছে।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫
চাঁদগাজী বলেছেন:
খাই খাই করলে আয়ু কমে; ছড়া ভালো হয়েছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ছড়াটায় খুবই ছোট্ট কিন্তু সূক্ষ্ম একটা নস্টালজিয়া আছে। পাতি গাব আর বিলাতি গাব খেয়েছেন কখনো? সর্বশেষ কবে খেয়েছেন? খেতে ইচ্ছে করে? কোন বাজারে পাওয়া যায়?
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
ওমেরা বলেছেন: খাবার তো বেঁচে থাকার জন্য মরে গেলে এত সব খেয়ে কি করবেন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো? মরে গেলে এতসব খেয়ে কী করবো?
থাক, খাবার দাবার বন্ধ
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৬
সৈয়দ ইসলাম বলেছেন: ছড়ার মধ্যে একধরণের ঝনঝনানির আওয়াজ শুনলাম। শব্দের নৃত্যের এ আওয়াজই ছড়ার সার্থকতা।
ভাল লেগেছে ছড়াটি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ার মধ্যে একধরণের ঝনঝনানির আওয়াজ শুনলাম। শব্দের নৃত্যের এ আওয়াজই ছড়ার সার্থকতা। প্রশংসার জন্য ধন্যবাদ।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪১
আশাবাদী অধম বলেছেন: মহান দার্শনিক ও চিত্রকর দমুহ্মা ললিখ।
হ্যা ওই দার্শনিককে আমি চিনিতো। ছোটবেলায় পড়া না পারার কারণে আমার হাতে কত যে কানমলা খাইছে তার ইয়ত্তা নেই। এখনো আমাকে দেখলে দৌড়ে এসে পা ছুঁয়ে সালাম করে আর বলে, "স্যার আমার জীবনে যা কিছু অর্জন তাতো আপনাদের মতো গুরুজনদের দোয়ার বদৌলতেই"। শুনেছি ও নাকি কবিতাও বেশ ভালো লিখে। তবে সমস্যা একটাই। আমার স্নেহের এই দমুহ্মা ললিখ আবার কন্যা রাশি কিনা। তাই সবসময় আশঙ্কায় থাকি কোথায় কি অঘটন ঘটিয়ে বদনাম। তখন তো আমাদের মত গুরুজনদেরও বদনাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামান্য একটু ভুল করেছেন। আপনি যার কথা বলছেন উনি আরেক জন, উনারে আমিও চিনি। উনার দাদা আমার ছাত্র ছিল। আমি বলেছি যার নাম তিনি রবিকাকার গুরু ছিলেন
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪২
চাঙ্কু বলেছেন: আপনার কবিতা পড়ে পাকা গাবের কথা মনে পড়ল! কত দিন খাই না
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাকা গাবের সাথে তো 'পাকা গাব কাঁচা গাব------ পাকা বাপ কাঁচা বাপ'-ও মনে পড়ে গেলো
যাই হোক, আফসোস না কইরা গাব খান
পাতি গাব
বিলাতি গাব
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent. We should have a balanced diet.
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সাজ্জাদ ভাই। শুভেচ্ছা নেবেন।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর। ভালো লাগা জানিয়ে গেলাম। শুভ কামনা নিরন্তর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ। শুভেচ্ছা আপনাকেও।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: মরার আগে শুধু খাওয়া আর খাওয়া।
খাওয়ার কথা না বলে যদি বলতেন মরার আগে দেশের জন্য ভালো ভালো কাজ করে যেতে চাই। তাহলে খুব ভালো হতো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আবদুল হাই
করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে
কিছু খাই নাই।
লাউ খায় শিম খায়
খেয়ে মাথা চুলকায়
ধুলো খায়
মুলো খায়
মুড়ি সবগুলো খায়
লতা খায় পাতা খায়
বাছে না সে যা-তা খায়
থেকে থেকে খাবি খায়
কত হাবিজাবি খায়
সেদ্ধ ও ভাজি খায়
খেয়ে ডিগবাজী খায়
বকুনি ও গালি খায়
থামে না সে খালি খায়।
গরু খায় খাসি খায়
টাটকা ও বাসি খায়
আম খায়
জাম খায়
টিভি প্রোগ্রাম খায়।
খোলা মাঠে হাওয়া খায়
পুলিশের ধাওয়া খায়
ফুটবল কিক খায়
রক মিউজিক খায়
মিষ্টির হাঁড়ি খায়
জামদানি শাড়ি খায়
ভাত তরকারি খায়
টাকা কাঁড়ি কাঁড়ি খায়।
চকোলেট টফি খায়
শরবত কফি খায়
ঘটি খায় বাটি খায়
চিমটি ও চাঁটি খায়।
হাসি খায় খুশি খায়
ভূষি খায়
ঘুষি খায়
ট্যাংরা ও তিমি খায়
কোল্ড্রিংকস মিমি খায়
বেঞ্চি ও টুল খায়
বিরিয়ানি ফুল খায়
স্বর্ণের দুল খায়
খেয়ে ক্যাপসুল খায়।
গাড়ি খায় বাড়ি খায়
পুলিশের ফাঁড়ি খায়।
গুতো খায়
জুতো খায়
সুঁই খায় সুতো খায়।
তরতাজা হাতি খায়
শরীফের ছাতি খায়
মাঝে মাঝে লাথি খায়।
যা দেখে সে তাই খায়
অ্যাশট্রে ও ছাই খায়
খেতে খেতে খেতে খেতে
পেট হলো ঢোল
তবু তার মুখে সেই
পুরাতন বোল-
কী যে অসুবিধে
খালি পায় খিদে।
আবদুল হাই
করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে
কিছু খাই নাই!
খিদে : লুৎফর রহমান রিটন
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
জম্পেশ ছড়ায় কমবেশ ইচ্ছা
এমন হলে গিন্নী
দৌঁড় দেবে খিইচ্চা ।
তারচে' কন , মনার মা !
দিবাই যখন দাও
গরম গরম - "উম্মা.."
( হঠাৎ কি হলো আপনার ? )
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহমেদ জী এস ভাই, হঠাৎ আমার কিছুই হয় নাই। ঘটনাটা এইখান থেকেই শুরু
এমন হলে গিন্নী
দৌঁড় দেবে খিইচ্চা। হাহাহা। এমন একজন গিন্নীর ছবি কল্পনা করছিলাম। হাতের কাছে পাওয়া গেলো না।
এইটা ভালো হইছে
তারচে' কন , মনার মা !
দিবাই যখন দাও
গরম গরম - "উম্মা.."
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুব সুন্দর লিখেন। শুভ কামনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লজ্জা পাইলাম সাজ্জাদ ভাই। বাট, আপনি খুব ভালো লেখেন।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: সুকুমার রায়ের অবাক জলপান আমাদের সকলের পড়া। আজ আপনি দিলেন আরেক অবাক খাবার। দারুণ ফ্লেভার আছে খাবরের। আমি বরং এক এক করে খাবারগুলির সন্ধানে যাই। প্রথমে খোঁজে যাই মিঠা উচ্ছের......
ছড়ায় একরাশ মুগ্ধতা সঙ্গে বিনম্র শ্রদ্ধা ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চৌধুরি ভাই, ধন্যবাদ আপনার নিয়মিত উপস্থিতির জন্য।
এগুলো আসলে সুকুমারের লেখা ননসেন্স রাইম ক্যাটাগরির মধ্যেই পড়ে। এগুলোর কোনো অর্থ হয় না, যদিও সুকুমারের সব ছড়াই তাৎপর্যপূর্ণ।
আবোল তাবোল আমরা অনেক কিছুই ডিমান্ড করি, বা খাইতে চাই। মরিচ পাকলে লাল হয়, কিন্তু মিষ্টি হয় না। কচুতে এসিড থাকবেই যা আমাদের গলা চুলকাবে। মাছেও থাকবে কাঁটা। ইত্যাদি নানান টাল বাহানা করে ওসব খাবার খেতে চাই, যদিও জানি ওগুলো পাওয়া সম্ভব না।
সেই যে ছোটোবেলায় আইট্টা কলা খেয়েছি, ঝাঁ ঝাঁ দুপুরে গাব গাছে গেছোমেছো খেলেছি, পাকা গাবের সন্ধানে হন্যে হয়েছি, মাঘের শেষে খেজুর গাছ থেকে খেজুর পেরেছি, আরো কত কী করেছি- আমার ডিমান্ড মতো খাবার না দিতে পারো আপত্তি নাই, আমার সেই শৈশব দিতে পারবে কি?
লেখাটা কৌতুককর, যার উৎপত্তিস্থল এইখানে- একদিন তো মরেই যাব
ভালো থাকবেন।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: কত কি খাওয়ার ইচ্ছা আমার মনে হয়না আপনার ইচ্ছা পূরণ হইবেক
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়। আমারও অনেক ইচ্ছে অপূর্ণ থেকে যাবে।
আমি ছোটোবেলায় খুব ঘুড়ি উড়াতাম। গ্রামশ্রুতি আছে আমাকে ঘুড়ি উড়িয়ে নিয়ে গিয়েছিল তো, আমার এখন আবার ঘুড়ি আর ধাউস উড়াইতে ইচ্ছে করে। এ ইচ্ছে নিয়েই মরতে হবে। এমন অনেক ইচ্ছেই গোপনে রয়ে গেছে
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা দারুণ ইচ্ছে। খুবই মজার ছড়া।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ তারেক _মাহমুদ।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
মোছাব্বিরুল হক বলেছেন: আপনি মরতে চান না, এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বললেন। কিন্তু চাইলেও মৃত্যু আসবে, না চাইলেও মৃত্যু আসবে। তাই প্রচন্ড তিতি খেতে চাই। যেন মনে হয় এর চেয়ে মরাই ভালো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা কৌতুক মনে পড়লো। কোড বলি, মনে করে একচোট হেসে নিন। কোনো বিপদ আসলেই ভদ্রলোক পকেট থেকে নিজের বউয়ের ছবি দেখতেন তবে, আপনার আইডিয়াটা অসাধারণ তিতা খাইলে মরাটা সহজই হবে বৈকি।
মহান দার্শনি ও চিত্রকর দমুহ্মা ললিখ বলেছেনঃ
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
নারীদের মাঝে আমি বাঁচিবার চাহি
যা কিছু মাধুর্য মেলে তাঁহাদের সনে
এমন অমৃত-সুখ স্বরগেও নাহি।
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
নীল আকাশ বলেছেন: আপনি তো দেখছি ছড়ার যাদুকর খুব ভাল লেগেছে। এত সুন্দর ছড়া লেখেন কিভাবে ? নাহ, জীবনে আরো কত কিছু শেখার আছে! সামু ব্লগে আপনি সব চেয়ে সুন্দর ছন্দে ছড়া লেখেন । ++++++++++++++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে বিরাট বড়ো ধন্যবাদ আপনার বিনয় আর ঔদার্যের জন্য। এই ব্লগে আরো অনেকেই আমার চাইতে আরো অনেক ভালো ছড়া লেখেন। বি এম বরকত উল্লাহ, লুৎফর মুকুল খুব ভালো ছড়া লেখেন। আমি তাদের ফ্যান। আরো অনেকেই আছেন। ছড়া লেখা একটা নেশার মতো। সব ছড়ার অর্থ থাকে না, থাকে শুধু ছন্দ আর হাস্যরস। তবে দৈবাত তাতে কিছু গভীর রহস্য ঢুকে যেতে পারে, ছড়াকারে জ্ঞাতসারে, এমনকি অজ্ঞাতে বা অবচেতনেও। যখন মনের ভেতর একটা পোকা কামড় দেয়, তখনই হয়ত একটা ছড়ার বীজ খোসা ঝেড়ে উঁকি দেয়। সেটা আর কারো ভালো লাগুক বা নাই লাগুক, ছড়াকারের অবশ্যই ভালো লাগে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা, দারুন লিখেছেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। আপনার জন্যও অনেকগুলো হাহাহাহাহাহাহাহাহাহহা
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: আপনার গ্রামের বাড়ি কোথায়?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মাঝিদের বাড়ি, তাঁতীদের বাড়ি
গোয়ালার বাড়ি, চাষাদের বাড়ি
সবগুলো বাড়ি গলাগলি ধরে
বসে আছে সারি সারি
কোথাও শাবুক মেঘুলা-দোহার
কোথাও বা চর পদ্মার পার
সবচেয়ে বড় জয়পাড়া হাট-
চৌধুরীদের বাড়ি
পশ্চিমে বহে পদ্মা জননী
পুবে আড়িয়াল বিল
দোহারবাসীকে ধন্য করেছে
জীবনেরে গতিশীল
৩০ অক্টোবর ২০১২
আপনার জন্য দোহারের বিশ্ববিখ্যাত আমিত্তি ও খেজুর।
২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সুমন কর বলেছেন: হাহাহাহা............না হেসে, পারা গেল না !! কবিতা পড়ে চোখ ছানাবড়া হয়ে গেছে !!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়ে চোখ ছানাবড়া হয়ে গেছে !! হাহাহাহা। আমিও না হেসে পারলাম না সুমন ভাই
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
সনেট কবি বলেছেন: ছড়া ভালো হয়েছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই।
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫
শাফ্ক্বাত বলেছেন: বহুদিন পর ব্লগে এসে আপনার এই লেখা পড়ে খুব হাসলাম। নামটা বদলে ফেলেছেন দেখতে পারছি। লেখার সাথে লিঙ্ক ফলো করে বাকি লেখাটাও পড়ে হাসলাম আবার। ভালোলাগা রেখে গেলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন বাদে আপনাকে ব্লগে দেখে আমিও হাসলাম, এবং স্মৃতিকাতরও হলাম। এ ব্যাপারটা খুব মজার। যারা শুরুর দিকে ব্লগে ছিলেন, তারপর হারিয়ে গেলেন, বহুদিন পর ব্লগে এসে দেখেন সবাই নতুন এবং অচেনা, ঠিক ঐ সময়ে পুরোনো পরিচিত কাউকে পেলে নস্টালজিয়ায় পেয়ে বসে।
এ নামটা শুরুতে ছিল আমার ছেলের নামে - ফারিহান মাহমুদ। পরে এটা করি। খলিল মাহ্মুদ নামে আমার কতগুলো নিক আছে আমি নিজেও জানি না যেমন অনেক ধনী লোকেরা নিজেরাও জানেন না তাদের কত টাকা আছে
লেখাটা পড়ে হাসলেন বলে আমিও হাসলাম
ভালো লাগা রেখে যাওয়ার জন্য ধন্যবাদ। অনেকদিন বাদে দেখা হওয়াটা সত্যিই আনন্দের।
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা চমৎকার ভাইয়া!!
এবারে প্রমানিত হবে কত ভক্তি ;
তবে পাকাগাব আইট্টা কলা আর খেজুর কয়েক ছরা চাইলেই দেয়া যাবে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, বিপদেই স্ত্রীর ভক্তি পরিমাপ হয়। দেখবো, তেনি কত ভকতিপরায়ণা
তবে পাকাগাব আইট্টা কলা আর খেজুর কয়েক ছরা চাইলেই দেয়া যাবে বলেন কী? সত্যি নাকি?
একটা ফলের নাম বলি, এটা আঞ্চলিক নাম, শুদ্ধ নাম জানি না। ফলটার নাম - ডঙ্গল আমলকির মতো, তবে অত শক্ত বা তিতা না, অত কষও নাই, সামান্য টক ও খুব সামান্যই মিষ্টি। আমি জীবনে একটা গাছই দেখেছি
২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
মনিরা সুলতানা বলেছেন: খোসা আছে নাকি ভাইয়া !!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না। আমলকির মতোই রসালো খোসা (জীব বিজ্ঞানে কী যেন এই খোসার নাম, ভুলে গেছি)।
বুঝছি, চিনবেন না, মোটামুটি নিশ্চিত। আমার এক ক্লাসমেটদের বাড়িতে এই গাছটা ছিল।
আইট্টা কলা চিনেন? আমরা এটাকে বিচরা কলা বলতাম। বিচি কলা বা আঁটিযুক্ত কলা।
আমরা বলতাম কবরি কলা। চিনেনে?
খেতখামারে, রাস্তার ধারে আরো কত যে বুনো ফলের গাছ ছিল , আজ সেগুলোর নাম ভুলে গেছি।
আপনার জন্য এই কথাগুলো বললাম।
২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
ঘাওড়া মজিদ বলেছেন: সুন্দর ছড়া।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘাওড়া মজিদ বলেন তো,
ঘাড়ের উপর কয় মাথা?
সোজা কথা উলটো হলে
উলটো কথা হয় যা তা
২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
শিখা রহমান বলেছেন: মজার কবিতা। ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাবার দাবার আসলে মজাই লাগে
আপনার মজা লেগেছে জেনে প্রীত হলুম আপু।
২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
শাহারিয়ার ইমন বলেছেন: ছড়াটা সেরা , কিন্তু বুঝবেন কিভাবে কখন মারা যাবেন ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মারা যাওয়ার পরই বুঝতে পারবো কখন মারা গেছি তার আগে বোঝার দরকার আছে কি?
৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
শাহারিয়ার ইমন বলেছেন: তা ঠিক বলেছেন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি
৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
মনিরা সুলতানা বলেছেন: চিনি ভাইয়া আইট্টা কলা , বিচি কলা কে বলে ;
কবরী কলায় বিচি আছে তবে কম ,
আপনার ফলের বর্ণনায় মনে হচ্ছে সেটা আমি চিনেছি ,পুরানো ঢাকায় এখন ও কিনতে পাওয়া যায় , বছর দুয়েক আগে ও দেখেছি।
আমার নানা ফলের বাগানের শখ ছিল, আমার নিজের ও লোকাল ফলে আগ্রহ আছে, নিজের আগ্রহে খুঁজি এসব ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবরি কলা আমাদের বাসায় খুব প্রিয় ছিল। কিন্তু সবাই এটাকে বাংলা কলা বলায় আমি বেশ মর্মাহত কিছুটা তাচ্ছিল্য করেই বলা হয় মনে হয়।
এ নিয়ে একবার একটা স্টেটাস দিছিলাম।
আমিও ডঙ্গল ফলের সন্ধানে আছি।
৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
চিটাগং এক্সপ্রেস বলেছেন: খাইতে খাইতে যায় বেলা
তোমার সনে প্রেম করিব কোন বেলা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে এটা দেখুন
তারপর এখানে গিয়ে ১৫ নম্বর কমেন্ট দেখুন
৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: দেখেছি। আমি প্রায় বছরখানেক পর ব্লগে আসলাম। চাকরির বাইরে আপনি এত কাজ কিভাবে করেন ?
আপনি এই ব্লগের অনেক পুরনো ব্লগার। টানা দশ বছর ব্লগিং করে যাওয়া কঠিন ব্যাপার । শুধুমাত্র লেখালেখির প্রতি অপরিসীম ভালোবাসা থাকলে এই কাজ করা সম্ভব। একদিন আপনাকে নিয়ে কিছু লিখবো ।
ভাল থাকুন সবসময় । তবে মাঝে মাঝে খারাপ থাকবেন, আর তখন আমার কথা মনে করবেন।
৩৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
প্রামানিক বলেছেন: খাবার আইটেম মন্দ নয়। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫
বাকপ্রবাস বলেছেন: হা হা হা মাঝরাইতে হাসান ক্যারে