|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
- প্রেম কারে কয়?
- প্রেম খুব শরমের বিষয়, তয় এইডারও দরকার আছে?
- হ, তরে কইছে, তুই বেশি জানোস?
গান নিয়ে এর আগে প্রচুর পোস্ট দেয়া হয়েছে। দেশের গান, পল্লী, লালন, রবীন্দ্র, আধুনিক, নজরুল, ইত্যাদি সব ধরনের গানই দেয়া হয়েছে, তবে খাঁটি ফান ভিডিও নিকট অতীতে দেয়া হয় নি, ২০১২ সালের পর। আজ কিছু ফানটান দিলাম আর কী। এগুলোতে যে মজা পাবেন, তার কোনো ওয়ারেন্টি বা গুয়ারেন্টি দেয়া গেলো না। অনেকে লজ্জা পেতে পারেন মনে করেও আশা রাখলাম যে, কেউ লজ্জা পাবেন না এই ভিডিওগুলো দেখে  
 
১
ইহা একটি ভিনদেশী ঐতিহাসিক সঙ্গীত ভিডিও যাতে সামহোয়্যারইন ব্লগের রেকর্ডসংখ্যক ব্লগার অভিনয় করেছেন। অভিনয় দুর্দান্ত ও জটিল হইছে
২
বাংলা ছবিতে হিব্রু গান - মাইলফলক ইতিহাস
৩
বাংলাদেশী পপ সিংগার মিলা'র 'বাপুরাম সাপুড়ে' গানের সাথে ঠোঁট মেলালো এলিজি - দারুণ অভিনয়
৪
টেইলর সুইফটের সাড়া জাগানো গানের ফোক ভার্সন - না দেখলেই বিশ্বাস করবেন
৫
ইনি সুর ও কণ্ঠে সবাইকে ছাপিয়ে গেলেন
৬
দয়াল বাবা কলা খাবা - এই ইতিহাস লেখার ক্ষমতা আমার নাই
৭
এটা টেস্ট কেইস
৮
এই হলো আরেকটা ঐতিহাসিক পোস্ট, যেখানে ২০০'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে বানানো এক ঐতিহাসিক সঙ্গীত মিউজিকের কথা বলা হয়েছে। দুঃখিত, তাতে আপনার ছবি থাকার সম্ভাবনা খুব কম, তবে পোস্ট পড়ে কষ্ট পাবেন নিঃসন্দেহে 
ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে বানানো মিউজিক ভিডিও - ২০১২ সাল। 
এই পোস্টটা উৎসর্গ করলাম ব্লগার মিরোরডডলকে, গানের প্রতি যার আগ্রহ আমাকে অবাক ও অনুপ্রাণিত করে
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩১
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব নুর।
২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:১২
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনটা ভাঙ্গা গড়ার খেলা,
মজা করে নাও এই বেলা
........................................................
 
  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩২
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটা কথাই মূল্যবান।
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৮
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৮
মিরোরডডল  বলেছেন: সর্বনাশ !! করেছেন কি!!
ধুলো , man you are crazy :-)
হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা এগুলো দেখে । অনুপ্রেরণার ফলাফল যদি এই হয় , ভাবছি আর অনুপ্রেরনা দেয়া ঠিক হবে কিনা । Just kidding !
আসলেই হাসলাম । thank you so much for your effort to make me laugh :- )
এতো কিছু দিলেন । আপনাকেও কিছু দিতে হয় ।
আমার অনেকি প্রিয় একটি গান । যেটা কখনই একবার শুনলে এনাফ না । enjoy .
say something
শেষের কথাগুলো অসাধারণ 
“and I, will swallow my pride
you're the one that I love
and I'm saying goodbye”
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩২
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা চমৎকার গান শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এ পোস্ট দেখে কতখানি হেসেছেন বা কেঁদেছেন, তা একদিন জানাইয়া যাইয়েন। 
thank you so much for your effort to make me laugh :- ) আপনাকে হাসাতে পেরে আমি হ্যাপি  
 
শুভেচ্ছা নিয়েন
৪|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:০৬
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: 
হুমায়ূন ফরিদি আমার দেখা মজাদার একটি গান, আমার ধারণা আপনার ও ভালো লাগবে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৫
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। এটা একটা ভালো জিনিস। হুমায়ুন ফরিদী ভিলেন হিসাবে এক নতুন মাত্রা যোগ করেছিলেন।
৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৯
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: হুমায়ূন ফরিদি
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৬
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা হলো লুঙ্গি ডান্স। খাসা একটা জিনিস।
ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই, জিনিসগুলো শেয়ার করার জন্য।
৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২২
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১০:২২
সামু পাগলা০০৭ বলেছেন: অনেকদিন পরে ব্লগে গানের পোস্ট। হাজারটা কবিতার ভেতরে ব্যতিক্রমধর্মী কিছু পেয়ে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৭
০২ রা ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, ব্যতিক্রমধর্মী পোস্ট আপনার ভালো লাগছে জেনে আমারও ভালো লাগছে। পাশে পাশেই থাইকেন আর আমার শুভেচ্ছা নিয়েন
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:০৯
০১ লা ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।