নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আধুনিক কবিতার প্যাটার্ন

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮

আধুনিক কবিতার প্যাটার্ন কীরূপ হবে, সে ব্যাপারে আপনাদেরকে
কিছু জ্ঞানগর্ভ পরামর্শ দিচ্ছি। আপনারা অনেকেই হয়ত জানেন,
আগের দিনে কবিতার লাইনগুলো সমান থাকতো, কিংবা
দুই লাইন, বা তিন, চার লাইন পর পর
একটা নির্দিষ্ট প্যাটার্নে লাইনগুলো সাজানো হতো। কিন্তু
অধুনা, মানে আধুনিক কবিতায় লাইনগুলো সচরাচর সমান থাকে না।
যদিও এটাও কোনো সুনির্দিষ্ট স্টেটমেন্ট না, তবু মূল কথা যেটা
তা হলো, যারা কবিতা পড়েন, তারা কোনো একটা লেখা পড়ার আগে
প্যাটার্ন দেখেই বুঝতে পারেন, এটা কবিতা, কিংবা গদ্য।

একটা কবিতা কখন কীভাবে সার্থক কবিতা হয়ে গেল, তা বলা মুশকিল
কোনটা সার্থক কবিতা, তা নিয়েও অনেক বিতর্ক বা আলোচনা
হতে পারে। ধরুন, আমার এই বিশ্ববিখ্যাত কবিতাটা
আজ যদি বিশ্ব সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল হয়ে যায়, তবে এটা একটা কালজয়ী কোবতে হয়ে যাবে।
বিশ্বকবি খলিল মাহ্‌মুদের নাম তখন আকাশে বাতাসে
আছাড় খাইতে খাইতে পাতাল পর্যন্ত ছড়াইয়া পড়িবে।
'চারদিকে একি শুনি, সোনাবীজের জয়ধ্বনি' শ্লোগানে পৃথিবী
প্রকম্পিত হবে। তখন আবার একদল অবশ্যই বের হয়ে এসে
অপবাদ দিয়া বলবে- 'ভুয়া বিশ্বকবির আবির্ভাব, ফুটানি বেশি, ভাবের অভাব'।

বর্তমানে বাংলাদেশে কোনো উঁচু মানের কবি নাই। তাই, কিছু
উঁচু মানের কবি সৃষ্টি করিবার উদ্দেশ্যেই এই গাইডলাইন প্রণয়ন
করে জনস্বার্থে ফেইসবুক ও ব্লগে প্রকাশ করিলাম। আপনারা পড়িবামাত্র
৪২০জনকে শেয়ার দিন। যারা শেয়ার দিবেন, তারা হাতে হাতে ফল
পাইবেন। যারা অবিশ্বাস করে ইহা অবহেলা করিবেন, তারা হাতে হাতে
ফল পাইবেন না। শুধু ঘুম থেকে ওঠার পর দেখবেন আপনার
ঘুম ভেঙে গেছে। এবার কবিতা লিখুন। প্রয়োজনে পরামর্শের জন্য
০১২৩৪৫৬৭৮৯০১১ মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।

এটাকে যারা রম্য কোবতে হিসাবে ট্রিট করবেন, তাদের জন্য এবারে
কিছু সুগভীর বার্তা জুড়ে দিতে হচ্ছে। জীবনে কখনো গালি, অর্থাৎ বকা,
অর্থাৎ, শুদ্ধ ভাষায় ‘ভর্ৎসনা’ খাবার অভ্যাস গড়ে তুলবেন না। কেউ
আপনাকে একটা বকা দিলে আপনার শরীর জ্বলে যায় যদি, তবেই
আপনি মানুষ। কারণ, কেন বকা খেলেন, ভবিষ্যতে যাতে আর বকা
না খেতে হয়, আপনি তখন সেভাবেই নিজেকে গড়ে তুলবেন। অন্যদিকে,
বকা খাওয়াকে যদি নিত্যনৈমিত্তিক অভ্যাস মনে করেন,
তাহলে আপনি একটা ইডিয়ট। এরকম ইডিয়টরা মসজিদে ছেঁড়া জুতা চুরি
করে গণপিটুনি খেলেও লজ্জা পায় না। লজ্জা না পেতে না পেতে
একসময় তারা বড়োচোর হয়, তারপর হয় ডাকাত, তারপর ধর্ষক হয়;
খুনি হয়; জেলহাজতও তখন তাদের কাছে শাস্তি মনে হয় না।

একজন মানুষ কত বকা খেতে পারে, বলেন তো? কেউ কেউ
দিনের পর দিন বকা খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, তার চোখে কি
একরত্তি লাজলজ্জাও নেই? একটা মানুষ কীভাবে এতটা বেহায়া
এতটা খাটাস হতে পারে?

কোনটা সাহসিকতা, আর কোনটা ছ্যাঁচড়ামি- পার্থক্য বুঝতে চেষ্টা করুন।
দূর থেকে, আড়ালে আবডাল থেকে ট্রাম্প আর পুতিনকে গালি দেয়ার নাম,
কিংবা পুলিশ বা আর্মির গায়ে ঢিল ছুঁড়ে মারাকে সাহসিকতা বলে না।
তাদের সামনে গিয়ে দাঁড়ালে আপনার লুঙ্গি ভিজে যায়, এটা সবারই জানা।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াকে সাহসিকতা বলে।
মুখের উপর উচিত কথা বলার নাম সাহসিকতা।
কাউকে অযথা প্রশংসা করবেন না। ইডিয়টদের কখনো প্রোমোট করতে নেই,
তাহলে দেখবেন, সেই ইডিয়টরাই একদিন আপনার মাথায় মুগুড় ভাঙছে।
ইডিয়টরা কখনো নিজের ভুল বুঝতে পারে না। গোয়ার্তুমিকে এরা
আধ্যাত্মিক ধর্ম মনে করে। এদের মুখে কেউ প্রস্রাব করে দিলেও
এরা লজ্জিত হয় না, পরমুহূর্তেই ঘেউ ঘেউ করতে শুরু করে।
কেউ কেউ বড্ড চাটুকারিতা করে বেড়াচ্ছে। এরাও খাটাস।
ওদের টুটি চেপে ধরুন। এসব চাটুকারিতা বা তোষামোদি ইডিয়টদের
লাগামহীন ও বেপরোয়া করে তোলে। কারণ, ইডিয়টরা তোষামোদিকে
সত্যভাষণ মনে করে; অথবা তোষামোদি তারা ভালোবাসে বলে দুধকলা
দিয়ে এদের পোষে।

এই যে, এতক্ষণ যেটা পড়লেন, এটা কবিতাও না, গদ্যও না। তাহলে
এটা কী? রম্য? আমি আর কী বলবো, আপনারাই বলুন এটা কী
হয়েছে, আর এভাবেই লিখতে থাকুন। আর, এ থেকে যদি কোনো নির্যাস
উদ্ধার করতে পারেন, তা কাজে লাগান। শুভেচ্ছা সবার জন্য।

০৩ এপ্রিল ২০২০



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: কবি আমি হতে চাই না।
আমি চাই ভাত।

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার শব্দগুলো কখনো ভাতের কড়কড়ে দানা হয়ে ওঠে। মনে হয়, আকাশে, বাতাসে ভাতের দানারা উড়ে বেড়ায়, রোদের গায়ে জ্বলজ্বল করে ভাতের দানাগুলো। ওগুলো ছোঁয়া যায় না, খাওয়া যায় না। মাটিতে দাগ কেটে তখন ভাতের কথা যিনি লেখেন, তিনি কবি।

২| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল ভাবে চমৎকার উপস্থাপন ।

০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ভেবেছিলে আপনি সত্যিই কিছু দিকনির্দেশনার উদ্দেশ্যে পোস্ট দিয়েছেন।

তবে পোস্ট প্রসঙ্গে,
রবীন্দ্রনাথ যদি গদ্য কবিতা লিখতে পারেন,
তাহলে আপনার বক্তব্যধর্মী আধুনিক সমাজ ব্যবস্থা কেন্দ্রিক পর্যবেক্ষণমূলক অভিব্যক্তিকে কবিতা বলতে আপত্তি দেখিনা। হেহেহে...

০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা- নীচের লাইন পড়ে না হেসে পারা গেলো না এই করোনাবিঘ্নিত বিমর্ষ দিনেও :)

পোস্টে কবিতার ব্যাপারে কোনো দিকনির্দেশনা আদতেও নেই পদাতিক ভাই। তবে, এর ভেতরে কিছু একটা আছে মনে হয় :)

অনেক অনেক শুভ কামনা পদাতিক ভাই। আপনিসহ পৃথিবীবাসীদের নিরাপদ ও সুস্থ জীবন কামনা করছি। আজ আমেরিকায় একটা বাঘ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এটা একটা আশঙ্কার কথা। প্রাণীরাও আক্রান্ত হলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিবে, যা সামলে ওঠা খুব মুশকিল হবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৮

মিরোরডডল বলেছেন: কবিতার লুক আর গদ্যর ভাষা
কিছুটা রম্য আর বাকিটা কথামালা
আমাদের সমাজের দুষ্টচক্রকে নিয়ে

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার লুক আর গদ্যর ভাষা - বিষয়টা মোটামুটি তাই :)

আমাদের সমাজের দুষ্টচক্রকে নিয়ে - সমাজ তো অনেক বড়ো ও বিস্তৃত :)

ধুলোর পক্ষ থেকে ডুলুকে অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

ইমরান নিলয় বলেছেন: ব্যাপক গাইডলাইন। :D

শব্দের ঠ্যাং ভেঙে দিয়া যদি একটা নীরবতা তৈয়ার করা যায়
ঐটাই কবিতা
কে যেন বলছিলো একবার

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শব্দের ঠ্যাং ভেঙে দিয়া যদি একটা নীরবতা তৈয়ার করা যায়
ঐটাই কবিতা
যেই বলুক, খারাপ বলে নাই। কবিতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আমি যেটাকে কবিতা মনে করবো, ওটাই কবিতা :)

কিন্তু এ লেখাটার একটা উদ্দেশ্য ছিল- To whom it may concern

শুভ নববর্ষ।

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭

বিজন রয় বলেছেন: কবিতার শব্দ যেন ঝলসানো রুটি।

আশাকরি ভাল আছেন।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার শব্দ যেন ঝলসানো রুটি। :)

হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। সুস্থ থাকুন। শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.