নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জগতে আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ - তোমার জন্মবার্ষিকীতে তোমারে নিবেদিত তোমারই গান

০৯ ই মে, ২০২০ রাত ১:০৯


ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে - রেজওয়ানা চৌধুরী বন্যা


তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে - বন্যা


শাওন গগনে ঘোর ঘন ঘটা - বন্যা


গহন কুসুম কুঞ্জ মাঝে


মনে কী দ্বিধা রেখে গেলে চলে - বন্যা


যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে - বন্যা


যদি বারণ করো তবে গাহিব না - বন্যা


যে ছিল আমার স্বপনচারিনী - বন্যা


ঐ মালতী লতা দোলে - বন্যা

১০
আমার ভাঙা পথের রাঙা ধুলায় - বন্যা

১১
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ - বন্যা

১২
আমি শুধু রইনু বাকি - অজয় চক্রবর্তী

১৩
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে - সাহানা বাজপেয়ী

১৪
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা - অদিতি মহসিন

১৫
ডাকবো না ডাকবো না - অদিতি মহসিন

১৬
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - অদিতি মহসিন

১৭
আমার ভাঙা পথের রাঙা ধুলায় - অদিতি মহসিন

১৮
ডাকবো না ডাকবো না (ভার্সন-২) - অদিতি মহসিন

১৯
কৃষ্ণকলি আমি তারেই বলি - সুচিত্রা মিত্র

২০
ডাকবো না ডাকবো না - সাগর সেন

২১
আমার মন মানে না - সাগর সেন

২২
এরা সুখের লাগি চাহে প্রেম - সাগর সেন

২৩
আমার জীবন পাত্র উচ্ছলিয়া তোমারে করেছি দান - চিন্ময় চট্টোপাধ্যায়

২৪
সুন্দর বটে তব অঙ্গদখানি - চিন্ময়

২৫
তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই - চিন্ময়

২৬
তুমি সন্ধ্যার মেঘমালা - চিন্ময়

২৭
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা - কলাবরিষ্ঠা ব্লগার শায়মা হক :)

ক। আরো রবীন্দ্রসঙ্গীতের জন্য এখানে ক্লিক করে প্লে-লিস্টে যেতে পারেন- প্লিজ ক্লিক করুন

খ। এরপরও এই লিংকে ক্লিক করে দ্বিতীয় প্লে-লিস্টে যেতে পারেন - প্লিজ ক্লিক করুন


বোনাস

যদি বারণ করো তবে গাহিব না


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ রাত ১:১৬

চাঙ্কু বলেছেন: আহ! অনেকগুলো প্রিয় রবীন্দ্রসঙ্গীত এর লিঙ্ক দিলেন! অনেক বন্যবাদ :)

১০ ই মে, ২০২০ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মিস্টার চাঙ্কু। ভালো লাগছে এটা দেখে যে, আপনি মাঝে মাঝেই ব্লগে ঢুঁ মারিতেছেন

ঘরের ভেতর সুখে থাকুন, নিরাপদ আনন্দে থাকুন

নাকি লকডাউন শ্যাষ?

২| ০৯ ই মে, ২০২০ রাত ১:১৮

ডার্ক ম্যান বলেছেন: ২৭ নং এ ভাল হয় নি

১০ ই মে, ২০২০ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ভিডিওটা ভালো হয় নাই, তবে কলাবরিষ্ঠা দারুণ গেয়েছেন।

৩| ০৯ ই মে, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: গান গুলো শুনতে শুরু করলাম।

১০ ই মে, ২০২০ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি গানগুলো শুনলে গানগুলো খুশি হয়
শোনার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই

৪| ০৯ ই মে, ২০২০ রাত ২:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬২সালে যখন চীন ভারত যুদ্ধ হয় তখন রেডিও খুললে যে গানটা ভেসে আসত ত হলো,”যদি তোর ডাক শুনে কেউ না আসে”শুনতে শুনতে গানটা খুব প্রিয় হয়ে যায়।এখনো প্রিয় আছে

১০ ই মে, ২০২০ রাত ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মাথা ঘুরতেছে। আমি ঠিক দেখতেছি তো? নাকি আপনি ভুল লিখিয়াছেন? ১৯৬২ সালে আপনি এই গান শুনিয়া থাকিলে আপনার বয়স তখন কত? আমার বড়ো ছেলের দাদা আর আপনি কি তাহলে সমপবয়সী? শুধু আপনার বয়সটা বলে যাইয়েন প্রিয় নাইমুল ভাই

আপনার জন্য তাহলে দিতেই হলো একটা

৫| ০৯ ই মে, ২০২০ রাত ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অনেকগুলি ভালো গান। শুনিতে হয়

১০ ই মে, ২০২০ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি কিছু গান শুনেছেন। ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব

৬| ০৯ ই মে, ২০২০ ভোর ৫:৫৯

শের শায়রী বলেছেন: সোনাবীজ ভাই একটা ছাড়া সব গুলো শোনা, কিন্তু আমার একটা প্রিয় গান বাদ পরে গেছে বেয়াদপি না নিলে এখানে দিয়ে গেলাম আপনার সমীপেঃ

১০ ই মে, ২০২০ রাত ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এটা লিস্টে নাই। ইন্দ্রাণী সেনের কণ্ঠে ভালো হয়েছে এটা। বন্যা'র কণ্ঠেও শুনে দেখতে পারেন





শের শায়রই ভাই, লিংকের জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই মে, ২০২০ দুপুর ১২:১৪

মিরোরডডল বলেছেন: ধুলোর পুরনো পোষ্ট যখন পড়ি ওখানে দেখি মন্তব্যের বন্যা বয়ে যেত । এখন কেনো না । কারণটা কি এটা যে ধুলো মন্তব্যের রিপ্লাই করেনা বা অনেক বেশী লেইটে করে !!! তাই পাঠক পোষ্ট পড়েও আর মন্তব্য করেনা ।

যাই হোক , ধুলো দেখি অনেক অনেক প্রিয় গানের সম্ভার নিয়ে আসছে । বোনাস গানটাও ভালো লাগলো । ধুলোর জন্য আমার প্রিয় দুটা গান ।

এতো ভালোবাসি এতো যারে চাই
মনে হয়নাতো সে যে কাছে নাই

কে জানে কাহার তরে
মন কেমন করে

১০ ই মে, ২০২০ রাত ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিটোল ও নিখুঁত সুরের জন্য চিন্ময়, সাগর সেন, হেমন্ত ও রেজওয়ানা চৌধুরী বন্যা হলেন স্ট্যান্ডার্ড। দিবসও রজনী গানটা মনোময়ের কণ্ঠে বেশ ক্র্যাক আছে। এটা হেমন্তের কণ্ঠে শুনেছেন কিনা জানি না, না শুনে থাকলে এখানে যেতে পারেন- হেমন্ত

সেই সাথে অসাধারণ অদিতি মহসিনের কণ্ঠেও শুনে দেখতে পারেন- অদিতি

এ ছাড়াও গেয়েছেন সন্ধ্যা, শ্রাবণী সেনসহ আরো অনেক পুরোনো ও লিজেন্ডরা।

ফাহমিদা নবী, সাদী মহম্মদ, এঁদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ওঠে না, যদিও এঁরা রবীন্দ্রসঙ্গীত গান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.