নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কেবল ধাঁধাপাগলাদের জন্য

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫১

করোনার কালে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, কৈতুক এবং গান নিয়ে অনেক পোস্ট দেয়া হয়েছে। ধাঁধার পোস্ট সর্বশেষ কবে দেয়া হয়েছিল, ভুলে গেছি। আজকের বিনোদন হলো এই ধাঁধা :)

ধাঁধাটি সমাধানের জন্য আপনি কতটুকু/কতখানি সময় নিলেন, সেটিও বলতে পারেন।

ধাঁধা

সমান আকৃতির ১০টি সোনার চাকতি আপনার সামনে। ৯টি খাঁটি এবং একই ওজনের; অপরটিতে খাদ মেশানো যার ওজন অন্যগুলোর চাইতে ভিন্নতর (কম বা বেশি)। আপনাকে একটি নিক্তি দেয়া হলো, যাতে 'ফের' নেই (অর্থাৎ, নিক্তির উভয় পাশ সমান থাকে)।

নিক্তি ব্যবহার করতে হবে এবং সর্বাধিক ৩ বার ব্যবহার করে আপনাকে বলতে হবে খাদমেশানো চাকতি কোন্‌টি।

এই ধাঁধাটি কমপোজ করার সময়ে কমপোজারের মনে আর্কিমিডিসের সূত্র খেলা করছিল। তাই বলে এ ধাঁধাটি সমাধানের জন্য আপনি পানি ব্যবহার করতে পারবেন না; নিক্তিই আপনার একামত্র সম্বল ও অবলম্বন।

ব্যাখ্যা করুন খাদমেশানো চাকতিটি বের করার পদ্ধতি :) :)




সবগুলো ধাঁধা ও কুইজের লিংক :

স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা

একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা

বাচ্চাদের পাজ্‌ল; বড়রা কতোটুকু পারদর্শী?

জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ

এবার একটা ক্রিকেটিয় কুইজ

অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক

একটি পাটিগণিতীয় ধাঁধা

তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা

একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে

এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য

গোলক ধাঁধা

ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন

স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল

এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)

আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ

একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ

বুদ্ধিমানদের জন্য ধাঁধা

সবগুলো ধাঁধা ও কুইজ

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন:




ধুলো, ধাঁধার আনন্দ মাটি করে দেই ???
ধুলো মাত্র কিছুদিন আগে এটা লিংক দিয়েছিল ।
ইস আমার হাত এখন নিশপিশ করছে ওখান থেকে উত্তরটা কপি পেস্ট করে দিতে :)
লেখার এনার্জি নেই ।
How can I control :)

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কপি-পেস্ট করে উত্তর দিলে লাভ হবে না। কারণ, ঐ উত্তর থেকে আমি যে-প্রশ্নটা করবো, তা নিজে থেকেই বের করতে হবে, ওটা ঐ পোস্টে দেয়া নেই :)

২| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: ধাঁধা দিয়ে বাঁধা?

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ধাঁধা দিয়েছিল দাদার দাদা
১ টাকা করে যদি দিই চাঁদা
তিন কুড়ি মিলে কত চাঁদা হয়?
এতেই জ্ঞানের হবে পরিচয় :)

৩| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:



উত্তর দিলাম না, কি হবে, দেবো না উত্তর :)
সেখানেও ধুলোর এতোগুলো প্রশ্ন আর উত্তরকারির এতোগুলো উত্তর আছে ।
সব কপি পেস্ট করে দিবো । হা হা হা...

আমি লাস্ট ওয়ান উইক রাতে ঘুমাইনি । নট ফর এ সিঙ্গেল মিনিট । ভোর হোলে এক দের ঘণ্টা ঘুমিয়ে অফিস করি । আমার মাথা অলরেডি বন বন । ধাঁধা নিয়ে ব্রেইনে আর প্রেশার না দেই ।

ওকে ধুলো কিপ প্ল্যেইং এন্ড হ্যাভ ফান :)

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একই অবস্থা আমারও। ধাঁধা সামনে পেলে এটা সলভ না করা পর্যন্ত আমার ঘুম হয় না। ঘুমের ভেতরেও ধাঁধা আমার মাথায় বন বন করতে থাকে। অনেক সহজ ধাঁধাও মাথায় একবার আটকে গেলে আর ছুটাইতে পারি না। তবে, সলভ করে ফেললেই শান্তি পাই।

এজন্য, নিজের উপর মাঝে মাঝে ট্রিক্স খাটাই- ধাঁধার পোস্টে না যাওয়া :)

৪| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রথমে দশটি চাকতিকে দুভাগ করতে হবে।এরপর নিক্তির প্রতি পাশে দুটি করে চাকতি রেখে ওজন করতে হবে।এভাবে প্রতিবারে চারটি চাকতির ওজন পাওয়া যাবে।তিনবারে দশটি চাকতির ওজন করা যাবে এবং ওজনের তারতম্যের ভিত্তিতে খাদ মেশানো চাকতি পাওয়া যাবে।

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দু ভাগে ভাগ করলে এক ভাগে ৫টা করে পড়বে।

১ম ৫টাকে ২টা করে নিলাম। ঐ দুইটা সমান হইল। তারপর কী করবেন?

আপনার ব্যাখ্যা দ্বারা কিছুই বোঝা যায় না। বিস্তারিত বলতে হবে। শুধু এটুকু বলতে পারি, আপনি সঠিক পথে নেই

আরো ট্রাই করুন

৫| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বিস্তারিত বলছি তাহলে,
প্রথমে প্রতি ভাগে ৫ টি করে রেখে দুভাগ করবো দশটি চাকতিকে। এই ভাগ দুটি এখনই নিক্তিতে তুলবো না।
এরপর নিক্তিতে আলাদা কোনও বাটখারা ব্যবহার না করে প্রতিভাগ থেকে দুইটি করে চাকতি নিয়ে নিক্তির দুইপাশে রেখে একবারে মোট চারটি চাকতি ওজন করবো।
এভাবে দশটি চাকতি ওজন করতে তিনবার সময় লাগবে।
এই তিনবারের মধ্যেই ওজনের তারতম্যের কারণে খাদ মেশানো চাকতি বের হয়ে আসবে।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এই তিনবারের মধ্যেই ওজনের তারতম্যের কারণে খাদ মেশানো চাকতি বের হয়ে আসবে। ঐ তারতম্যটা কীভাবে ধরতে পারবেন, উত্তরটা সেখানেই নিহিত, এজন্য ওটা ব্যাখ্যা করতে না পারলে জবাব হবে না। আর, এভাবে আপনি ৩বারে পারবেন না, কমপক্ষে ৪বার লাগবে। আর যদি সঠিক ভাবে না এগোতে পারেন, তাহলে আরো বেশি লাগবে। কিন্তু, আপনাকে সমাধান করতে হবে ৩বার নিক্তি ইউজ করে।

৬| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, ৫ টি ৫ টি ওজন করাতে, ৫ টি মধ্যে খারাপটি পাওয়া গেল
২, ৫ টিকে,২:২:১ । একদিকে ২ টাঅন্য দিকে২ টা।এই বার সমান হয়ে গেলে বাকিটা খারাপ,আর সমান না হলে তৃতীয় বারে বের হয়ে যাবে।পড়াও শেষ বের করাও শেষ,লিখতে অনেক সময় লেগে গেল।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। ৫টি করে নিলে খারাপ কোনটিতে? বুঝলেন কীভাবে ওটা খারাপ?

৭| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



আপনার ধাঁধাঁ'র কন্ডিশনে "কম/বেশী", ২টিই রাখায়, উহা ৩ বারে সমাধান করা সম্ভব হবে না।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাদ মেশানো চাকতিটার ওজন খাঁটি চাকতির চাইতে কম বা বেশি হবে, এটা বলে না দিলে ওজন থেকে খাঁটি সোনা আর খাদমেশানো সোনার চাকতি আলাদা করা যাবে না। নইলে তো মেশিন বা কেমিকেল ইউজ করতে হবে, ভার্চুয়াল সিস্টেমে ওটা সম্ভব না :)

আর এটা ৩বারে সম্ভব বলেই ধাঁধাটা দেয়া হয়েছে।

চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন :)

৮| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯

ঢুকিচেপা বলেছেন: শিখে নিবেন বলে বললাম না।
তয় সোনা বলে কথা!! মাপার কি দরকার, এ্যাসিড মারেন, কষ্ঠি পাথরে ঘষা দেন।
অথবা
আপনে বুঝলেন কেমনে যে একটা খাদ মেশানো ? আপনার উচিৎ ছিল জেনে আসা কোনটাতে খাদ আছে, সোনা তো পাবেই না, মিছামিছি এত লোক হয়রান।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালো বলেছেন তো!


৯| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এবার বহু কষ্ট করে বের করেছি। এবার না হলে ক্ষমা চাচ্ছি।

১. (ক)প্রথমে নিক্তির দুই পাশে তিনটি করে চাকতি নিয়ে ওজন করব।যদি ওজন সমান হয় তাহলে ৬ টি আসল চাকতি পাওয়া যাবে।

১.(খ)ওজন করে অসমান পাওয়া গেল।

২.(ক) (১ক) থেকে তিনটি চাকতি নিয়ে ওজন না করা আরও তিনটি চাকতি ওজন করি।যদি সমান হয় তো নয়টি আসল চাকতি পাওয়া যাবে। তাহলে দশম চাকতিটি ভেজাল। এতে আর তৃতীয়বার ওজন করার প্রয়োজন পড়বে না।

২.(খ) (১খ) অনুসারে অসমান পাওয়া গেল। তাহলে দুইপাশে দুইটি করে মোট চারটি চাকতি নিতে হবে (১খ) এর।যদি তারা সমান হয় তাহলে চারটি আসল চাকতি পাওয়া যাবে। অবশিষ্ট দুটির মধ্যে একটি আসল এবং একটি ভেজাল থাকবে।

২.(গ) দুইটি করে নিয়ে আসমান পাওয়া গেল। যেহেতু ভেজালটার ওজন কম না বেশি সেটা নির্ধারিত করা নেই সেহেতু দুইটি করে নিয়ে অসমান পাওয়া গেলে তিনবার ওজন করে ভেজাল পাওয়া যাবে না।চারবার করতে হবে।

৩. ২(খ) এর অবশিষ্ট দুটির মধ্যে একটি নিয়ে ২(খ) থেকে প্রাপ্ত চারটি চাকতির যেকোনও একটির সাথে ওজন করি।যদি ২(খ) এর চাকতির সাথে মিলে যায়। তাহলে ওজন না করা চাকতিটা ভেজাল। আর যদি না মেলে তাহলে ওজন করাটা ভেজাল।

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বুঝেছি, আপনি জেনুইন ধাঁধাপাগলা। মাথায় পোকা ঢুকলে আর বের হইতে চায় না।

২(ক) পর্যন্ত ঠিক আছে। ঐ পর্যন্ত অভিনন্দন। বাকিটা আবার চেক করে দেখছি হয়েছে কিনা।

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি তমাল ভাই, পরের অংশটুকু হয় নি। আপনি ৪বারে চলে গেছেন :( ৩ বারেই হবে। আরো চিন্তা কাল কইরেন, আজ মাথা থেকে এটা ঝেড়ে ফেলুন, নইলে ঘুমাইতে পারবেন না :)

১০| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১

এস এম মামুন অর রশীদ বলেছেন: A really good one. :)

২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ম্যাভেরিক ভাই :)

১১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: খাদ মেশানো চাকতিটার ওজন খাঁটি চাকতির চাইতে কম বা বেশি হবে, এটা বলে না দিলে ওজন থেকে খাঁটি সোনা আর খাদমেশানো সোনার চাকতি আলাদা করা যাবে না। নইলে তো মেশিন বা কেমিকেল ইউজ করতে হবে, ভার্চুয়াল সিস্টেমে ওটা সম্ভব না ।

-মনে হয়, খাদপুর্ণ চাকতির ওজন কম, কিংবা বেশী, সেটা নিদ্দিষ্ট করে দিতে হবে; আপনার কন্ডিশনে অনুযাৈি উহা কম হতে, পারে, অথবা বেশী হতে পারে।

২৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: -মনে হয়, খাদপুর্ণ চাকতির ওজন কম, কিংবা বেশী, সেটা নিদ্দিষ্ট করে দিতে হবে; - না চাঁদগাজী ভাই, ওটা উহ্যই থাকবে এবং তাতেই সমাধান আসবে। অলরেডি একজন এগিয়ে আছেন :)

১২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৫ টাক মধ্যে একটা খারাপ থাকতেই হবে,কারন মোট আছে ১০ টা।৫+৫
৫=২+২+১
পাল্লার একদিকে দুইটা অন্য দিকে দুইটা।এইবার পাল্লা যদি সমান সমান হয় তে বাকিটা খারাপ আর যদি সমান সমান না হয় তবে দুইটার মধ্যে একটা খারাপ
তৃতীয় বার ,এই দইটাকে দুই পাললায় রাখলেই খারাপটা পাওয়া যাবে

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাল্লার একদিকে দুইটা অন্য দিকে দুইটা।এইবার পাল্লা যদি সমান সমান হয় তে বাকিটা খারাপ । নাহ্‌। একদিকের ৫টাই ভালো থাকতে পারে। কাজেই, ৫ নাম্বারটাও সেই ক্ষেত্রে ভালো চাকতি। এই অপশনে এটা হবে না।

এইভাবে পারা যাবে না। অন্য অপশন চিন্তা করতে পারেন।

১৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪২

ডার্ক ম্যান বলেছেন: এই ধাঁধার উত্তর খুজতে গিয়ে গাধার খাটুনি খাটতে হবে , আমি এইসবে নাই ।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, সোনার চাকতি বাদ। নীচের ছড়াটার সারমর্ম লিখুন। পূর্ণমান ১০

গাধার পাল

একটা দড়ির দুদিক থেকে দশটি গাধা টানছিল
সবার মাথায় টাক ছিল আর খাট্ট ওদের কান ছিল
একটি আবাল ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল
মগডালে এক বানর বসে ধুমছে তামাক খাচ্ছিল
চায়ের কাপে বাচাল বাবা ভিন কাহিনি ফাঁদছিল
মওকা পেয়েই কেটে পড়ি, ঘরে আমার কাজ ছিল

১২ ডিসেম্বর ২০১৮

১৪| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পাল্লার একদিকে ৫টা অন্য দিকে অন্য দিকে ৫টা এভাবে ৫টা পাবো ।যেটা খারাপ সেটাকে এক পাল্লায় উঠতেই হবে

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, পাল্লাটা তখন একদিক ভারী (নীচে থাকবে), অন্যদিক হালকা (উপরে থাকবে)। আপনি বুঝবেন কীভাবে কোনদিকে খাদমেশানো চাকতিটা রয়েছে? খাদমেশানো চাকতিটা ওজনে ভারীও হতে পারে, হালকাও হতে পারে। এজন্য ১০টাকে ২ ভাগ করলে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে, আপনি যে জেনুইন ধাঁধাপাগলা, এটা বুঝে গেছি :) ধাঁধা থেকে ছুটতে পারছেন না :) আমারও এমন হয়। যান, আজকে রেস্ট করুন। মাথা থেকে ছেঁটে ফেলে ঘুমান। আবার কালকে আসুন :)

১৫| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০২

ডার্ক ম্যান বলেছেন: গাধা ইঙ্গিত কি আমারে করলেন

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ নো!!!! কিছুটা ক্লু দিই। নইলে তো আবার মাইন্ড করতে পারেন। একটা দড়িকে একটা ভূ-খণ্ড হিসাবে কল্পনা করুন। এ কমেন্টটা আমি মুছে ফেলবো আপনি পড়ার পর। পড়ে একটা লাইক দিন কমেন্টে

১৬| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: আমি একজন বুদ্ধিহীণ মানুষ।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি প্রতিভাবান একজন ব্লগার। ব্লগার নাম্বার-১

১৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: অতি সহজ ধাঁধার উত্তরও আমি পারি না।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও, অনেক সময়ই খুবই সিম্পল একটা ধাঁধার সমাধান বের করতে পারি না। তখন আমার অবস্থা হইয়া যায় কীয়েক্টাবস্তার মতো

১৮| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: তিন দেশের ৩ জন প্রতিযোগীতা লেগেছে কে কত দ্রুত টিভি বানাতে পারে।

জাপানী বললো আমার ১ সপ্তাহ লাগবে।
চাইনিজ বলে আমার ৩ দিন লাগবে।
জিনজিরার একজন বলে আমার ১মিনিট লাগবে।
সবাই তো অবাক, কি ভাবে সম্ভব!!!

জিনজিরার লোক বলে আপনারা বানানোর পর শুধু “মেড ইন বাংলাদেশ” স্টিকার লাগায়া দিমু।

আমি এসেছিলাম দেখি স্টিকার লাগানো যায় কিনা!!!!

৩০ শে জুলাই, ২০২০ সকাল ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। ভালো বলেছেন। স্টিকার কি লাগিয়েছেন? :)

১৯| ৩০ শে জুলাই, ২০২০ সকাল ১০:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক চিন্তা করেছি মাথায় আর ধরছেনা এবার আপনি উত্তর দিন।

৩০ শে জুলাই, ২০২০ সকাল ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক চিন্তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দেশ প্রেমিক বাঙালী। শুভেচ্ছা রইল।

২০| ৩০ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৯

পুলক ঢালী বলেছেন: আপনার সমাধান কিভাবে লেখা আছে জানিনা তবে আমি যেভাবে ভাবছি প্রথম মাপেই ৫টি খাঁটী মুদ্রা পৃথক হয়ে যায়।
এখন দ্বিতীয় মাপে বাকী ৫টি একবার মাপলেই সমাধান হবে ভাগ্য ভাল হলে। ভাগ্য ভাল না হলে দুবার মাপতে হবে তাহলে সাকুল্যে ৩বারেই কেল্লা ফতে।
ব্যাখ্যাঃ ৫টির মধ্যে ২টি করে দু পাল্লায় উঠানো হল সমান হলে দু পাল্লায় ৪টি খাঁটি পাওয়া গেল। তাহলে যে ১টি রয়ে গেল মাপা হয়নি সেটি ভেজাল। এক্ষেত্রে মাত্র ২বার মেপে সমাধান হলো ভাগ্যের জোরে।
কিন্তু যদি ভাগ্য খারাপ হয় তাহলে ২টি করে ৪টি মেপে অসমান মাপ পাওয়া গেল ।
যে দুটিতে অসমান পাওয়া গেল সে ২টি স্প্লীট আপ করে ১টি করে দু পাল্লায় দুটি চড়ালেই ৩য় বার মেপে সমাধান হয়ে যায়। :D

আমার ২০ নং মন্তব্যটি মুছে ফেলুন ওটাতে বুঝতে অসুবিধা হতে পারে।

মজাদার পোষ্ট ভাল লাগলো। ভাল থাকুন

৩০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রথম মাপেই ৫টি খাঁটী মুদ্রা পৃথক হল। কীভাবে নিশ্চিত হলেন এই ৫টাই খাঁটি সোনার চাকতি?

ব্যাখ্যাঃ ৫টির মধ্যে ২টি করে দু পাল্লায় উঠানো হল সমান হলে দু পাল্লায় ৪টি খাঁটি পাওয়া গেল তাহলে যেটি রয়ে গেল, মাপা হয়নি সেটি ভেজাল। যেটি রয়ে গেল সেটি যে ভেজাল, তা বুঝলেন কীভাবে?

এভাবে সলিস্যুশন হবে না পুলক ঢালী ভাই। অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন।

উপরে একটা কমেন্টে লিখেছি, আবারও বলছি। ৫টি করে দুইভাগ করলে যে-কোনো ১ভাগে ভেজাল চাকতিটা থাকবেই। কিন্তু, ভেজাল কোন ভাগে আছে, সেটা বুঝবেন কীভাবে? ভেজালটা খাঁটি চাকতির চাইতে ওজনে ভারী হতে পারে, আবার হালকাও হতে পারে।

২১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাবনার জন্য এতো এনার্জি পাব কোথায় ?

৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা ঠিক, ধাঁধার জন্য অনেক ধৈর্য এবং এনার্জির দরকার। কারণ, ধাঁধা আপনাকে এর ভেতরে এমন ভাবে টেনে নিবে যে, আপনাকে দাদার দাদার নাম ভুলিয়ে ছাড়বে

২২| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১

পুলক ঢালী বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই আপনি ঠিকই বলেছেন।

ভেজালটা খাঁটি চাকতির চাইতে ওজনে ভারী হতে পারে, আবার হালকাও হতে পারে।
এখানে দুটো অপশন থাকায় জটিল হয়ে গেছে। :D

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পুলক ঢালী ভাই আবার এসে বিষয়টা নিশ্চিত করার জন্য।

২৩| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: ক(৩) খ(৩) গ(৩) ঘ(১)

ক খ এবং খ গ এভাবে দুই ধাপ অগ্রসর হলে কাজ হতে পারে... :)

৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার সলিয়্যুশনে ৩টা ৩টা করেই মাপা হয়, যা ৯ নম্বর কমেন্টে একজন উল্লেখ করেছেন। তার একটা অপশন ঠিক হয়েছে। এরপর আরো কিছু কন্টিঞ্জেন্সি আছে, যেগুলো তার হয় নি।

ধন্যবাদ ম্যাভেরিক ভাই আবার আসার জন্য।

২৪| ১০ ই জুন, ২০২১ সকাল ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ধাঁধাটির উত্তর দেখুন এই পোস্টে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.