নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অয়োময় সুপুরুষ

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:১২

কিছুই নেবে না সে। তার কোনো লোভ নেই।
তার কোনো আবেগ অথবা অনুভূতি নেই।

নিঝুম অন্ধকারে গা ঘেঁষে দাঁড়ালে তার শরীরও নির্জীব অন্ধকার
সে খেলে না আমায় নিয়ে সুলভ অভ্যাসের মতো
আমার অঙ্গে অঙ্গে বিপুল মাৎসর্য্য দাহন
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করি তার জীবন ও সংসার
আমাকে সুখ দেয় অনিন্দ্য রহস্যের প্রেমাপন্ন পাপ

একটা ধারালো তরবারি চোখের সামনে খাপ থেকে খুলে
হাতে নেব তুলে
আর তার নির্জন শয্যায় একটা আগুন শরীর বিছিয়ে দেব
ভেবেছি কতদিন

ও একটা বড্ড সুপুরুষ, সারাবেলা প্রেম দেয়
ও একটা ছা-পোষা কাপুরুষ, নিপাতনে প্রণয় শেখে নি

ও এত ভালো কেন? ও এত পাষণ্ড কেন, জানি না।

আমরা যাই লং ড্রাইভে, রিকশায় সারা শহর
পার্কে, রেস্তরাঁয় ঘুরি; সিনেপ্লেক্সে মুভি দেখি
আলগোছে হাতের আঙুল নাড়ি মুঠো ভরে
তারপর বুকের উপর রোমশ বলিষ্ঠ হাত
‘তামাম পৃথিবী তোর’, ফিশফিশিয়ে বলি, ‘এই নে!
তামাম পৃথিবী তোর!’

মোমের মতো গলতে গলতে হাত নেমে গেলে
অস্ফুট উচ্চারণে বলে, ‘থাক না এসব!’

যার সবই আছে, না চাইতেই সব সে পেয়ে যায়
সব পাওয়া যার নিয়তি, সে কিছুই নেয় না।

কিছুই নেয় না সে। তার কোনো লোভ নেই।
তার কোনো আবেগ অথবা অনুভূতি নেই। ছিল না।
মাটি কিংবা পাথরের শরীর তার।

সে এক পাষাণ সুপুরুষ।

৭ ফেব্রুয়ারি ২০১০

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা যাই লং ড্রাইভে, রিকশায় সারা শহর
পার্কে, রেস্তরাঁয় ঘুরি; সিনেপ্লেক্সে মুভি দেখি
আলগোছে হাতের আঙুল নাড়ি মুঠো ভরে
তারপর বুকের উপর রোমশ বলিষ্ঠ হাত
‘তামাম পৃথিবী তোর’, ফিশফিশিয়ে বলি, ‘এই নে!
তামাম পৃথিবী তোর!’

আমরা বেশীরভাগইতো এই দলে।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমরা বেশীরভাগইতো এই দলে। ঠিক। তবে, কিছু ব্যতিক্রম তো থাকবেই।

কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ পাগলা জগাই ভাই।

২| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫১

ঘরহীন বলেছেন: ধন্যবাদ, একটা কবিতা পড়ানোর জন্য। ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।

কী বলেছিলাম, মনে আছে তো? জলদি একটা ঘর বানাইয়া ফালান

৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৯

ঘরহীন বলেছেন: এহ হে, তার মানে জবাবটা দেখেন নি? :|

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ওটা দেখেছি, হাসিটা বিষণ্ণ ছিল যদিও। কিন্তু আরেকবার বললাম বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। পৃথিবীতে ঘর আর ঘরনি অত্যাশ্যক বস্তু।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দরী নর নারী উভয়ই সাধারনত পাষান হয়।
এমন কি শেক্সপিয়ার পর্যন্ত বলেছেন, সুন্দরী নারীদের মধ্যে সততা আশা করা ভুল।

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো কথাগুলো। ধন্যবাদ রাজীব নুর ভাই।

৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৭

নেওয়াজ আলি বলেছেন: সে নিবে শুধু নিখুঁত ভালোবাসা । লোভহীন এই অপ্সরীর দেখা মিলবে আদৌ কভু।

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলী ভাই।

৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:২১

Rajibrpsoft বলেছেন: ভালো লাগলো ...।তবে সব ক্ষেত্রে কি পুরুষরাই পাষান হয় ?????

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে আনন্দিত। কখনো কখনো কেউ কেউ পাষাণ হয়, সবাই না।

কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৭| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

মিরোরডডল বলেছেন:



কেমন যেনো এন্টেনার ওপর দিয়ে গেলো , আমি বুঝতেই পারলাম না ।
কোনও একজন সুপুরুষের অহংকারকে বোঝানো হয়েছে ? পেয়েও ফিরিয়ে দেয় এরকম কিছু :(

বা না চাইতেই পেয়েছে বলে আত্মদম্ভ !


২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অ্যান্টেনায় ঠিকই তো ধরা পড়েছে। তবে, কোনো একজনের অহংকার না, তার নির্মোহ ও নির্লোভ বৈশিষ্ট্যকে হাইলাইট করা হয়েছে। এ বৈশিষ্ট্যটাকে অবশ্য 'অহংকার' বলতে পারেন। সে না চাইতেই সবকিছু পেয়ে গেছে, তাই তার মধ্যে একটা নির্লিপ্ততাও থাকতে পারে।

৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,



সুন্দর কবিতা , অয়োময় সুপুরুষের মতো - কবিতাটিও এতো ভালো কেন ?

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অয়োময় সুপুরুষের মতো - কবিতাটিও এতো ভালো কেন ? হাহাহাহা। প্রশ্নটা খুব ভালো ছিল প্রিয় আহমেদ জী এস ভাই, ইনজয় করলাম। ধন্যবাদ দামি প্রশ্নটার জন্য :)

৯| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৪

মিরোরডডল বলেছেন:



অবশ্যই তার এই বৈশিষ্ট্যটাই তার অহংকার ।
না চাইতেই পেলে আসলেই এর মাঝে তৃপ্তি নেই ।
তখন পাওয়া না পাওয়ার ভেদাভেদটাই ধরতে পারেনা ।
অনেক প্রতীক্ষার পর যে প্রাপ্তি সেটাতেই সুখ ।
আর যেখানে না পাওয়ার অতৃপ্তি থেকে যায় , প্রাপ্তি নেই, সেটা মহাসুখ :)


২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যেখানে না পাওয়ার অতৃপ্তি থেকে যায় , প্রাপ্তি নেই, সেটা মহাসুখ :) তাহলে ছ্যাঁকা খাওয়ার উদ্দেশ্য মাথায় রেখেই প্রেমের অভিযাত্রায় বের হতে হবে :)

১০| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন:



আরেহ নাহ , ছ্যাঁকার কথা আসছে কেনো ।
প্রেম থাকবে কিন্তু সেটাকে প্রাপ্তিতে নেয়া যাবেনা ।
সেই অয়োময় সুপুরুষের মতো নির্মোহ ও নির্লোভ :)
পেয়েও না নেয়া , আর্জ থাকবে অনুভূতি থাকবে চরম কিন্তু সেটা কে চেরিশ করলেও, পুরো গ্রহণ করবে না । না পাওয়ার যে একটা ভীষণ পাগলামি আবার পেয়েও না নেয়া , এর মাঝে একটা দারুণ ইন্টেন্সড ফিলিংস আছে :)
ধুস! আর বোঝাতে পারবো না ।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধুস! আর বোঝাতে পারবো না । আর বুঝাইয়াও লাভ নাই, আমি কম বুঝি

১১| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন: অয়োময় সুপুরুষ এই শব্দদুটোর মধ্যেই যেন একটা ব্যাপার আছে।


কবিতা ভীষণ ভালো লেগেছে ভাইয়া।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। 'অয়োময় সুপুরুষ' কথাটা আবিষ্কার করতে পেরে আমি মুগ্ধ হয়েছিলাম :)

ধন্যবাদ পড়ার জন্য।

১২| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৪

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আসলেই, কবিতা প্রতিদিন লেখার দরকার নেই। ভালো কবিতা মাসে-দুই মাসে একটা লিখলেই চলে। দারুণ।

৩১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন, কবিতা সব সময় লেখার দরকার নেই। কবিতার সময় আছে, সবসময় এরা আসেও না, অন্তত আমার জন্য এটা প্রযোজ্য। তবে কবিতা যখন আসবে, তখন তাকে তুলে ফেলতে হবে।

কবিতা পড়ার জন্য ধন্যবাদ সিদ্ধাচার্য লুইপা। শুভেচ্ছা।

১৩| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটিও যেন সুপুরুষ পাঠ করতে করতে তার সৌন্দর্য উপভোগ করলাম।+++

৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সক্কালে পুরোনো পোস্টে আপনার কমেন্টে যুগপৎ অবাক হলাম ও প্রভূত আনন্দ অনুভব করলাম। অনেক ধন্যবাদ প্রিয় মাইদুল সরকার ভাই।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৭

রেজাউল করিম সাগর বলেছেন: পড়ে মুগ্ধ হলাম। ভালোমন্দ, জৈবিক আর মানবিক বৈশিষ্ট্য মিলেমিশে একাকার।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.