নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

নদীর যেমন ঝরনা আছে || প্রিয়াঙ্কা বিশ্বাসের মনোমুগ্ধকর কয়েকটা গান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০



ইউটিউবে প্রিয়াঙ্কা বিশ্বাসের 'নদীর যেমন ঝরনা আছে' কাভার সংটি শুনে আমি অভিভূত হয়েছিলাম। ওটাই তার প্রথম গান আমার শোনা, তার নামের সাথেও ঐ প্রথম পরিচিত হই। ঐ গানটা আরো কয়েকদিন শুনেছি, তবে প্রিয়াঙ্কা বিশ্বাসের পরিচয় ও অন্যান্য গান সম্পর্কে কোনো খোঁজখবর নেয়া হয় নি। করোনার সময়ে এনটিভি'র এক লাইভ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বিশ্বাসের সরব উপস্থিতিতে আকৃষ্ট হই, মুখ চেনা মনে হলেও সাথে সাথেই চিনতে পারি নি তিনি প্রিয়াঙ্কা বিশ্বাস। তাকে 'প্রিয়াঙ্কা' বলে কেউ একজন সম্বোধন করতেই তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হই। তিনি ক্লোজ-আপ ওয়ান থেকে উঠে এসেছেন। তবে, কোন সিজনে ছিলেন, তা জানতে পারি নি।

গত কয়েকদিনে প্রিয়াঙ্কা বিশ্বাসের আরো কিছু গান শুনি ইউটিউবে। তার গানগুলো খুবই মনোমুগ্ধকর। রাগপ্রধান গান তিনি অনেক ভালো গেয়ে থাকেন, বিশেষ করে তার গাওয়া নজরুল সঙ্গীতগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে; কয়েকটা গান আমি নেশাগ্রস্তের মতো শুনেছি।

আজকের পোস্টে ছয়টি গান শেয়ার করা হলো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে তার মৌলিক কোনো গান শেয়ার করার চেষ্টা করবো।


নদীর যেমন ঝরনা আছে - প্রিয়াঙ্কা বিশ্বাস




যখন আমি থাকবো নাকো - প্রিয়াঙ্কা বিশ্বাস, মূল শিল্পী - রুনা লায়লা




জনম জনম গেল আশা পথ চাহি - প্রিয়াঙ্কা বিশ্বাস, নজরুল সঙ্গীত, ভার্সন-১




জনম জনম গেল আশা পথ চাহি - প্রিয়াঙ্কা বিশ্বাস, নজরুল সঙ্গীত, ভার্সন-২




সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে - প্রিয়াঙ্কা বিশ্বাস, নজরুল সঙ্গীত




সাগরের সৈকতে কে যেন দূর হতে - প্রিয়াঙ্কা বিশ্বাস, মূল শিল্পী - শাহ্‌নাজ রহমতউল্লাহ, ছায়াছবি - 'ছুটির ফাঁদে'



ছবি : ইন্টারনেট, ফেইসবুকের বিভিন্ন ফ্যান ক্লাব/গ্রুপ পেইজ

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি যথাসম্ভব শান্তি মিশনে ছিলেন, তাই না?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশ্নের জন্য ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম দুটো ও 4 নম্বরটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ওনার সুন্দর গান শোনানোর জন্য।‌

শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন প্রিয় পদাতিক চৌধুরী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

গান শোনার জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: গান গুলো শুনতে শুরু করলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩০

শেরজা তপন বলেছেন: বেশ ভাল গায় তো! সকালের শুরুটা ভালই হল। ধন্যবাদ শেয়ার করার জন্য

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শোনার জন্য অনেক ধন্যবাদ শেরজা তপন ভাই। শুভেচ্ছা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩১

চাঁদগাজী বলেছেন:



শান্তি মিশনে কি দেখলেন, কি শিখলেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রিয় চাঁদগাজী ভাই।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: অবসরে গান শুনতে শুনতে বই পড়া আর চা পান করা আপনার কি অভ্যাস আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। গান শোনা আর চা খাওয়ার জন্য তো অবসরের দরকার পড়ে না নেওয়াজ আলি ভাই :) চা-পানের নেশা নেই, তবে, সকালে এবং বিকালে আমি চা খেতে ভালোবাসি।

ধন্যবাদ গান শোনার জন্য :)

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১

নীল আকাশ বলেছেন: গান শুনা হয় না এখন। দেখি প্রথমটা একবার শুনে দেখবো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ যুনাইদ ভাই। ভালো থাকবেন। শুভেচ্ছা।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১

ঢুকিচেপা বলেছেন: বর্তমান সময়ে খুব ভাল গান করছেন এই প্রিয়াঙ্কা । গলার কাজ দারুণ।
আরেক জন আছেন প্রিয়াঙ্কা গোপ। দুজনার কন্ঠই অসাধারণ।

জনম জনম গানের ক্ষেত্রে ফেরদৌস আরা’র গায়কীতে আলাদা একটা মাদকতা আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠ নজরুল সঙ্গীতের জন্য সেরা, যদিও তিনি সব ধরনের গানই গেয়ে থাকেন। 'নদীর যেমন ঝরনা আছে' গানটা আমার কাছে আরতি মুখার্জির চাইতেই প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে বেশি ভালো লেগেছে।

প্রিয়াঙ্কা গোপের একটা গান আমার সংগ্রহে আছে। তবে, প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠ একটু বেশি পরিণত ও নিখুঁত মনে হয়েছে আমার কাছে।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

মিরোরডডল বলেছেন:



আমার কেনো জানি মনে হচ্ছে ধুলো এই গায়িকার গুনের চেয়েও রূপে বেশী মুগ্ধ কারণ সে অতীব রূপবতী :P

কাভারগুলো সুন্দর গেয়েছে, ভোকালও সুন্দর কিন্তু এখানে কিছু গান অন্য শিল্পীদের ভোকালে বেশী প্রিয় ।
প্রিয়াঙ্কার মৌলিক গান শুনিনি ।

ধুলো এই গানটা শুনবে ।
কথা, সূর, ভোকাল, ভিডিও সবই সুন্দর ।







০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখানে কিছু গান অন্য শিল্পীদের ভোকালে বেশী প্রিয়। কোন গানগুলো? শিল্পীদের নাম ও গানের লিংক দিন। আমি ভালো গানগুলোই খুঁজছি।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মিরোরডডল বলেছেন:



অরিজিনালটাই সবচেয়ে ভালো লাগে




এই গানটা ধুলোর লাস্ট পোষ্টে ছিল , ফেরদৌস আরার কণ্ঠে অনেক সুন্দর ।




ডেফিনিটলি রুনারটা বেস্ট ।



ক্লোজআপ ওয়ানের লিজার কণ্ঠে ভালো লেগেছে । চ্যানেল আইয়ের লুইপার কণ্ঠেও অনেক আবেগ ছিলো ।




পাঁচ নং সুরে ও বীণায় এটা প্রিয়াঙ্কার কণ্ঠেই ভালো লেগেছে ।
পিয়ালি বসুও খুব সুন্দর গায় এটা ।


০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি প্রায়ই একটা কথা বলি, গানে আমি সর্বভুক (অবশ্যই বাংলা গান)। অতি প্রাচীন ও অতি নবীন, সব শিল্পীর গানেই আমার অ্যাক্সেস থাকে। নবীন শিল্পীদের মধ্যে সোনিয়া, সিঁথি সাহা, নিশীথা রায়, লিজা, পড়শিসহ আরো অনেক শিল্পী আছেন, যারা দেখতে সুশ্রী। কিন্তু এদের সবার গান আমার ইউটিউব লিস্টে নাই, শুধু সিঁথি সাহার ৪টা গান আমি ফটোমিক্স করেছি। রূপ একটা ফ্যাক্টর বটে, এটা কেউ অস্বীকার বা অ্যাভয়েড করতে পারবেন না; তবে, কণ্ঠের কাছে রূপ ম্লান হয়ে যায়। এজন্য লতা মঙ্গেশকর, আশা ভোস্‌লে, সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভিন, ফিরোজা বেগম, শুভমিতার গান টপলিস্টে উঠে আসে। আবার আমি পুরুষ হওয়া সত্ত্বেও আব্দুল জব্বার, অজয়, সাগর, চিন্ময়, সুবীর নন্দী, আব্দুল হাদী, শ্যামল মিত্র, মোহাম্মদ রাফির গানও সংগ্রহে থাকে।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

মিরোরডডল বলেছেন:

Oops! সুরে ও বানীর হবে কথাটা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয়াঙ্কার আরো বেশ কিছু নজরুল সঙ্গীত ও অন্যান্য ক্যাটাগরির গান শুনেছি। কিন্তু যে-কটা সেরা মনে হয়েছে, কেবল সে-কটাই আমার সংগ্রহে আনা হয়েছে।

নদীর যেমন ঝরনা আছে - প্রিয়াঙ্কার কণ্ঠে অনেক ভালো লেগেছে।

যখন থামবে কোলাহল- লিজার গাওয়া এ গানটা আগে শুনি নি, আজ শুনেছি। তবে, প্রিয়াঙ্কার কণ্ঠে আমার কাছে বেশি ভালো লেগেছে।

জনম জনম গেলো, - ব্যাকরণগত কিছু ত্রুটি হয়ত আছে প্রিয়াঙ্কার কণ্ঠে, কিন্তু ফেরদৌস আর ও ফিরোজা বেগমের চাইতে প্রিয়াঙ্কার কণ্ঠে আমার বেশি ভালো লেগেছে।

সুরে ও বাণীর মালা দিয়ে তুমি - অজয় চক্রবর্তীর কণ্ঠে এটা আমার কাছে সেরা মনে হয়। প্রিয়াঙ্কা বিশ্বাসও অনেক ভালো গেয়েছেন।

পিয়ালি বসুর কোনো গান শুনি নাই এখনো, ইন ফ্যাক্ট নামটাও আজ প্রথম শুনলাম।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

মিরোরডডল বলেছেন:

ধুলোটা মনে হয় মাইন্ড খেয়েছে । আমিতো মজা করে কতো কথাই বলি :|
অবশ্যই একমত “কণ্ঠের কাছে রূপ ম্লান হয়ে যায়"।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সামিনা নবী, অল্প বয়সেই গানে চমক সৃষ্টি করেছিলেন। প্রিয়াঙ্কা বিশ্বাসও প্রতিষ্ঠিত শিল্পীদের চাইতে কোনো কোনো গান ভালো গাইতে পারেন।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন: গানগুলো ভালোলাগার।
প্রায় শুনি।

শু্ভেচ্ছা জানবেন, জনাব।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম। জেনে খুশি হলাম যে গানগুলো প্রায়ই শোনেন। শুভেচ্ছা।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩

কল্পদ্রুম বলেছেন: সবগুলো গানই আলাদা করে শোনা হয়েছে।তবে প্রথম গানটা বেশি পছন্দের।প্রিয়াঙ্কা বিশ্বাসের গলায় ঐ একটাই শুনেছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম গানটা শ্রেয়া ঘোষালও কাভার করেছেন।





আর এই নিন মূল শিল্পীর কণ্ঠে।





ধন্যবাদ কল্পদ্রুম গানের উপর কমেন্ট করার জন্য।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩

কল্পদ্রুম বলেছেন: গানটা এমনিতেই মিষ্টি। তার উপর শ্রেয়া ঘোষালের গায়কী।গান শুনবার সময়ে চিনি ছাড়া চাও মিষ্টি লাগবে।মূল শিল্পি তো অপ্রতিদ্বন্দ্বী নিঃসন্দেহে।গানের সাথে ছবি চয়েস মানানসই লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানটা সম্পর্কে এবং এর শিল্পীদের সম্পর্কে আপনার মতামত খুবই ভালো লাগলো। গানের সাথে ছবি সংযোজনের ব্যাপারে আপনার কমেন্টে ইস্পায়ার্ড হয়েছি। ধন্যবাদ।

ফেইসবুকে থেকে থাকলে এ গল্পটা পড়ে দেখুন।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪

জাহিদ হাসান বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গানগুলো শোনার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

গান আমার প্রান।
সপ্তাহে একদিন আমি সারাদিন গান শুনি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


গান আমার প্রান।
সপ্তাহে একদিন আমি সারাদিন গান শুনি।
এ কথাটা আমার খুবই ভালো লাগলো। সেই দিনটার হয়ত একটা নামও দিয়ে ফেলেছেন - সঙ্গীত দিবস, বা গান দিবস। ব্যাপারটা দারুণ।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৮

এম ইসলাম বলেছেন: সবার সব মন্তব্য মনযোগ দিয়ে পড়লাম। গানগুলোও শুনলাম। ... ঘুরে এলাম "Sonabeej ' ইউ-টিউব চ্যানেলও। ...... খুব যত্ন করে পড়লাম সেই চ্যানেলের বক্তব্য-

" আমি গান খুব ভালোবাসি। সবসময় গান শুনতে ভালো লাগে। শুধু গানের ভেতর ডুবে থাকতে সাধ হয়। ফটোমিক্স-ভিডিওমিক্স মিউজিক ভিডিও নির্মাণ আমার খুব প্রিয় শখের একটা। বস্তুত, এটা আমার নেশার মতো। এ কাজটি আমাকে ক্রিয়েটিভিটির নির্মল আনন্দ দান করে।

এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।

গানের প্রতি আমার দরদ থেকেই এসব করছি। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলোর সাথে গানের কনসেপ্টের মিল রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে; তবে, মাঝে মাঝে নিছক একঘেঁয়ামি এড়ানোর জন্য, কিংবা ফান করার উদ্দেশ্যে এসব ছবি বা ভিডিও যোগ করা হয়েছে। প্রতিটি ভিডিওতে মূল ছবি, শিল্পী, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের নাম উল্লেখ করা হয়েছে। সবকিছুর কৃতিত্ব ও কপিরাইট মূল নির্মাতাদের। "

...... সবকিছু ঠিক আছে। ....সোনাবীজ অথবা ধূলোবালিছাই -এর উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা ভালো লেগেছে। তার সামনের যাত্রা শুভ হোক। ...... তবে শুধু একটা অনুরোধ রাখবো, কখনোই ভুলেও কোনদিন কোন মূল গানের অরিজিন্যাল শিল্পীকে হেয় প্রতিপন্ন করে তার গানের রিমেক করা শিল্পীর গান 'অপেক্ষাকৃত বেশী ভালো লাগলেও' এটা বলবেন না যে, এই গানটি 'তিনি' মূল গানের শিল্পীর চাইতেও ভালো গেয়েছেন। ....মূল গান Always Supreme - সবসময়ই সেরা। তার সাথে অন্য কোন কিছুর তুলনা চলেনা। ...... এটি এদেশের সঙ্গীতমহলে বহু আগে থেকেই চালু হওয়া একটি অলিখিত Ethics, যা অনেকেই ফলো করেন .....। আশাকরি আপনি বিষয়টি বুঝতে পারবেন এবং বিবেচনায় রাখবেন। ... ধন্যবাদ আপনাকে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিস্তৃত কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। মূল শিল্পীদের প্রতি আপনার ভালো লাগা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। আমিও আপনার মতোই ব্যাপারটা উপলব্ধি করি, হয়ত এক-আধটু আবেগের জন্য এ পোস্টে কিছু অতিরঞ্জন করেছি।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২

সাগর শরীফ বলেছেন: তাহলে গানগুলো শোনা দরকার তো!

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, প্লিজ শুনে দেখবেন। শুভেচ্ছা।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০০

সোহানী বলেছেন: আরে গায়িকার গান আগে না শুনলেও খুব ভালো লাগলো। আর প্রতিটা গানই আমার খুব প্রিয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু গানগুলো শোনার জন্য। শুভেচ্ছা নিয়েন।

২১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

মিরোরডডল বলেছেন:

এই পোষ্টে ধুলোকে Engelbert এর একটা অসাধারণ গান দিয়েছিলাম ।
ভোকাল, সুর, লিরিক ভিডিও সবই সুন্দর । ধুলো ওটা দেখেনি :(

১১ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: How I love you গানটা এখন শুনলাম। ওয়ান্ডারফুল গানটা। কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি বলেই হয়ত বেশি ভালো লেগেছে। ভয়েসটা, বিশেষ করে সুরের আপস অ্যান্ড ডাউন, এবং ইমোশনাল এক্সপ্রেশন (ভয়েসের এক্সপ্রেশনের কথা বলছি। ভিডিওটা কোনো এক সায়েন্স ফিকশন মুভির মনে হয়) ভালো লেগেছে।

২২| ১১ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মিরোরডডল বলেছেন:



হ্যাঁ ধুলো ভোকাল এক্সপ্রেশন অদ্ভুত সুন্দর !
২ মিন ৪২ সেকেন্ডে the meaning of my life এটা যখন বলে স্পেশালি meaning ওয়ার্ডটা যেভাবে এক্সপ্রেস করে, ওহ ধুলো আমার মাথা নষ্ট হয়ে গেছে ওটা শুনে ।

এ কথাটা গানে কয়েকবার বলে কিন্তু ওই সময়ের যে এক্সপ্রেশন, I can listen it again and again and again……..


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.