নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একটা জ্বলন্ত মানচিত্র আমাকে কেবলই উদ্ভ্রান্ত করে
আমি পল্লীর মাটি থেকে উঠে এসেছি। আমার ভালো লাগে
পল্লীর গান- ভাওয়াইয়া ও ভাটিয়ালি।
আমার গতরে কাদার গন্ধ। রোদে পুড়ে যাওয়া চামড়ায়
ধান ও পাটের অনার্য ছায়ারা মায়ার স্পর্শ মাখে।
আমার রক্তে গঙ্গারিডাই- পদ্মার ধারা; আমার দু চোখে
আড়িয়াল বিল- অতীত ও আগামী।
আমার বক্ষে নূর হোসেনের গৌরব। আমাকে আন্দোলিত করে
১১ বালকের তীব্র জয়োল্লাস।
হায়রে সোনার দেশ, এখন দিনভর আমার চোখে
বিশ্বজিৎকে কুপিয়ে মারার দগদগে স্মৃতি,
আমাকে প্রকম্পিত করে, এবং আতঙ্কিত; একটা জ্বলন্ত মানচিত্র
আমাকে কেবলই উদ্ভ্রান্ত করে প্রতিদিন।
১১ ডিসেম্বর ২০১২
তদন্ত
হয়ত তুমি আদর করে
সোহামণির গাল দিয়েছ চুমি
অমনি দেখো দুর্মুখেরা
রটিয়ে দিল রগ কেটেছ তুমি
আলতো করে হয়ত দিলে
নরম হাতে একটুখানি চড়
অমনি তোমার পদ চলে যায়
হঠাৎ তখন সব হয়ে যায় পর
হয়ত তুমি রগ কেটেছ
একটু কষে চড় দিয়েছ হয়ত
এসব খুবই তুচ্ছ বিষয়
আহামরি বিরাট কিছু নয়ত
রগ কাটো বা লাত্থি মারো
হকিস্টিকে দাও ফাটিয়ে মাথা
তদন্তে ঠিক দেখতে পাবে
তুমি একটা ধোয়া তুলসী পাতা
১৩ এপ্রিল ২০১৮
আহা! আমার বাংলাদেশ!
আহা, আমার বাংলাদেশ!
৩০ লাখ শহীদের বাংলাদেশ
২ লাখ বীরাঙ্গনার বাংলাদেশ
রক্তের প্লাবনে ভেসে যাওয়া বাংলাদেশ
তোমার শিক্ষকের গায়ে
‘সোনার’ ছেলেদের দর্পিত হাত-
মাথায় ‘মল’ ঢেলে দেন পদলোভী ‘মহান’ প্রভুরা-
তোমার সন্তানকে কে তুলে দেবে
ভবিষ্যতের সুবর্ণ সোপানে?
ঐ কুলাঙ্গারদের বুকে কে যোগায়
এ দুঃসাহসিক শক্তি, হে আমার বাংলাদেশ
ঐ দুঃশিষ্ট কুলাঙ্গারদের
হাত পা মাথা গুঁড়িয়ে কবে তুমি
ধুলায় মিশিয়ে দেবে, বঙ্গবন্ধুর বাংলাদেশ?
কবে তোমার তর্জনী তুলে সহুংকারে বলবে,
যারা প্রকাশ্যে পায়ের রগ কাটে
আর যারা এই রগ-কাটাদের পুষ্পমাল্যে পুরস্কৃত করে
জনসমক্ষে তাদের বুকে বেয়নেট খোঁচানো হোক,
যতক্ষণ না তাদের মৃত্যু হয়
২১ এপ্রিল /১৫ মে ২০১৮
কী আশ্চর্য আমাদের মুখ!
বড্ড অদ্ভুত আমাদের সোশ্যাল মিডিয়া। আনাচে-কানাচে
ঘটে যাওয়ার প্রতিটা খুন আর ধর্ষণের খবর
তৎক্ষণাৎ বাতাসের আগে ভূ-ময় ছড়িয়ে পড়ে।
আগে কিন্তু এর চাইতেও অধিক খুন ও ধর্ষণ হতো।
অন্য দলের লোকেরা তো দলীয় ভাবে ধর্ষণ করতো। তখন
ফেইসবুক ছিল না বলেই তাদের কুকীর্তির খবর
কখনো রাষ্ট্র হতো না। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন,
অতীতের যে-কোনো সময়ের চাইতে
দেশে এখন খুন ও ধর্ষণের সংখ্যা ন্যূনতম। দেশে এখন
রেকর্ড মাত্রার শান্তি বিদ্যমান, শৃঙ্খলার মান
রিখটার স্কেলে ‘শূন্য দশমিক শূন্য’।
তবে, খুন ধর্ষণ কিন্তু সব দেশেই হচ্ছে, আরো বেশি
ও ব্যাপক। তারা কিন্তু এত লাফাচ্ছে না। তারা শান্তিপ্রিয়
মানুষ, এসব তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করার বেল নাই তাদের
এসব কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি, ভোদাই
জনগণও গোগ্রাসে গিলে খায়। আত্মপ্রসাদে গদগদ হয়ে উঠি।
কী আশ্চর্য আমাদের মুখ!
০৫ অক্টোবর ২০২০
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একবার ১৬০ টাকা দিয়ে একডজন কলা কিনে বাসায় ভর্ৎসনা শুনতে হলো- আমি কলার দাম ভুল করেছি, অথবা বেশি দিয়ে কিনেছি। আমি বোঝাতে ব্যর্থ হলাম যে, ১৮০ টাকা থেকে কমাইতে কমাইতে ১৬০-এ এসে ঠেকেছিল, যার নীচে আর আসে নাই।
পেঁয়াজের কথাটা কীভাবে আপনি বাদ দিলেন, বুঝলাম না!
পোস্টের জন্য যোগ্য কমেন্ট। ধন্যবাদ হাসান ভাই।
২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা । সহজ সরল মানুষ, সহজ সরল জীবন যেন মাটির মানুষ ।
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।
৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১২
ঢুকিচেপা বলেছেন: “ তদন্তে ঠিক দেখতে পাবে
তুমি একটা ধোয়া তুলসী পাতা”
এটাই এখন বাস্তবতা, এই কারণেই “ রিখটার স্কেলে ‘শূন্য দশমিক শূন্য’।”
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা। এ ছড়াটার গহিনে একটা ইতিহাস আছে। রচনা তারিখ দেখে দেশে ঐ সময়ে চলমান ঘটনাটি বের করলেই বুঝতে পারবেন কী ঘটেছিল।
ভালো থাকবেন।
৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কবিতাগুলোতে দেশের ভয়াবহ পরিস্থিতি, হত্যা,ধর্ষণ,অস্থিতিশীলতা,শাসক শ্রেণির মিথ্যাচার্,স্বেচ্ছাচারীতা,জনমনের অসন্তোষ প্রকাশিত। পুরোপুরি দেশের বাস্তবতা উঠে এসেছে।একটা ভয়াবহ সময় পার করছি আমরা।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর এবং যথাযথ কমেন্ট করেছেন তমাল ভাই। কবিতা হলো সময়ের সাক্ষী এবং প্রতিটা কবিতাই ইতিহাসের অংশ। পোস্টের কবিতাগুলোর রচনাকাল খেয়াল করলে বোঝা যাবে, ঐসব তারিখে দেশ কোনো না কোনো ঘটনা নিয়ে উত্তাল ছিল।
ভালো থাকবেন।
৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন। আবেগ আছে, ভালোবাসা আছে।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্ট। আবেগ আছে, ভালোবাসা আছে কমেন্টে। ভালো থাকবেন রাজীব ভাই। ধন্যবাদ।
৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: একদিন পুবের আকাশ লাল হয়ে সূর্য উঠবে সেই দিনের অপেক্ষায়।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নুরুল ইসলাম ভাই। শুভেচ্ছা।
৭| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
মোছাব্বিরুল হক বলেছেন: সত্যি তদন্ত বাংলাদেশের মানুষের জন্য খুবই অদ্ভুত একটি শব্দ। স্থান কাল পাত্র ভেদে এর অর্থ ভিন্ন।
চমৎকার লিখেছেন।
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোছাব্বিরুল ভাই। সত্যিই তদন্ত একটা অদ্ভুত জিনিস
৮| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২২
ডার্ক ম্যান বলেছেন: আহেন বিপ্লব করি
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অভিনন্দন আমাদের ক্লাবে যুক্ত হওয়ার জন্য
৯| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৭
Rajibrpsoft বলেছেন: আমরা আসলে বাংগালী হিসেবে কি চাই আমরা নিজেরাই বুঝি না ....সুধু বুঝি নিজের ১৬ আনা এটাই আমরা
২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩
নীলসাধু বলেছেন: আপনি সব কাজই নিখুঁতভাবে করার সর্বোচ্চ চেষ্টা করেন সোনাবীজ ভাই, এটা বোঝা যায় খুব।
এই কবিতাগুলো পড়লেও এটা টের পাওয়া যায়।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৭
মা.হাসান বলেছেন: দেশে ইলিশের বাম্পার ফলন। একটা দুটা না, সকলে হালির নিচে কিনছে না। চল্লিশ টাকা ডজন কলা। জাতীয় গড় মাথা পিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে গেছে। চির শান্তি। রিখটার স্কেলে শূন্য দশমিক শূন্য শূন্য ..