নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বড়াই

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : এখানে ক্লিক করুন - বড়াই কইরো না রে মানুষ

লিরিক

বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না

একজন ধনী ব্যক্তি ছিলেন
ছিল বিরাট জমিদারি
মাটিতে তার পা পড়তো না
ছিলেন এমন অহঙ্কারী
একবার নদী ভাঙন শুরু হইল
ঘটলো বিপদ তার
নদী সবই খেয়ে ফেললো
খেয়ে ফেললো অহঙ্কার
এমনকি, নদী তার অহঙ্কারও
সাফ করে খেয়ে ফেললো
তখন বড়াই করার জন্য
তার আর কিছুই থাকলো না
তখন তার কোনো বড়াই
থাকলো না
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না

একজন মূর্খ জ্ঞানী ছিলেন
বলতেন করিয়া বড়াই
কারো থেকে আমার কোনো
বুদ্ধির দরকার নাই
একদিন, কঠিন একটা ব্যাধি তারে
ধরলো যমের মতো
এখন, কবিরাজের বুদ্ধি ছাড়া
চলবার কোনো উপায় নাই
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না

তুমি বংশের বড়াই করো
তুমি শক্তির বড়াই করো
শান শৌকতের বড়াই এবং
মানের বড়াই করো
একদিন তোমার সকল বড়াই
ধরাশায়ী হবে
মাটির ঘরে শুইবা যেদিন
কোনো বড়াই থাকবে না
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না

২০ জানুয়ারি ২০২২




মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০১

শায়মা বলেছেন: বেশি বড়াই করলে পতন হয়।

অহংকার পতনের মূল ছোট থেকেই পড়েছি। :(

২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অহঙ্কার পতনের মূল - এ কবিতার ভাবার্থ সেটাই।

পড়ার জন্য ধন্যবাদ আপু।

২| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৯

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সোনার খনির সোনা :)
তবে অনেকেই বড়াই করে বলে, "আমি বড়াই করি না!" :(
তাদেরও শিক্ষা নেওয়া দরকার বলে মনে করি।
জটিলবাদ প্রিয় সোনা ভাই :)

২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তবে অনেকেই বড়াই করে বলে, "আমি বড়াই করি না!"

ভালো বলেছেন।

বড়াইয়ের অপর নাম অহঙ্কার। অহঙ্কার পতনের মূল। 'সকালবেলা বাদশাহ রে ভাই, ফকির সন্ধ্যাবেলা।' নিয়তির এই বিধান মনে রাখলেই মনের ভিতর থেকে অহঙ্কার সমূলে দূর হয়ে যাবে।

ধন্যবাদ জটিল ভাই।

৩| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০৮

সোবুজ বলেছেন: মানুষ যত দিন আধুনিক না হবে বড়াই বড়াই খেলা চলতেই থাকবে।এখানে কেউ করো উপর ব্ড়াই করে না।সামাজিক ভাবে সবাই সমান।আইনের দৃষ্টিতেও সবাই সমান।

২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ সোবুজ ভাই। শুভেচ্ছা।

৪| ২১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি প্রথম দিকেই ভেবেছি এটা গান হবে! এখন ভিডিও লিংক দেওয়ায় ভালোই হল। গান ভালোই হয়েছে। প্লাস +++

"একজন মূর্খ জ্ঞানী ছিলেন"
উনি কীভাবে ছিলেন সেটাই আমার কৌতূহল দাদা? একই সাথে এমন একজন দুই দায়িত্ব কেমনে আঞ্জাম দিলেন!
এখানে শব্দগুলো এভাবেই থাকবে?

আসলে দাদা, আমরা প্রায় প্রত্যেকেই চেষ্টা করি যেন আমরা অহংকার, বড়াই থেকে বিরত থাকতে পারি! কিন্তু আমাদের চেষ্টার পরেও অজান্তে কিছু ক্ষেত্রে আমাদের অহংকার থেকেই যায়। তবু এই যে চেষ্টা করন, এটাই কিন্তু আমাদের মূল সংশোধনের রাস্তা। যাই হোক, যারা চেষ্টা থেকে বঞ্চিত তাদের চেষ্টা করার সুবুদ্ধি উদয় হোক।

২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তাজুল ভাই, শুরুতেই ধন্যবাদ এ চমৎকার মন্তব্যের জন্য। আপনার প্রশ্নটা বোধহয় এরকম ছিল, "উনি কীভাবে মূর্খ জ্ঞানী ছিলেন সেটাই আমার কৌতূহল দাদা?" ভালো জায়গায় আপনার চোখ পড়েছে। শব্দটা নিয়ে অনেক ভেবেছি। ওটা জ্ঞানী-মূর্খও হতে পারতো, কিন্তু 'মূর্খ'তার উপর জোর দেয়ার জন্য মূর্খ শব্দটা আগে বসানো হয়েছে। তার অনেক জ্ঞান আছে সত্য, কিন্তু তিনি বুদ্ধিমান নন, মূর্খ। তিনি জানতেন না যে, পৃথিবীর প্রতিটা মানুষকেই কোনো না কোনো জ্ঞানের জন্য অন্যের কাছে মুখাপেক্ষী হতে হয়, কারণ, একজন মানুষ কখনোই পৃথিবীর তাবৎ জ্ঞানের অধিকারী হতে পারেন না। যদু কী বোঝে, মধু কী বোঝে, আমার সদরুলের কাছ থেকে কোনো বুদ্ধি নেয়ার দরকার নাই - জ্ঞানের বড়াইওয়ালারা এভাবেই বড়াই করে থাকেন।

এই শব্দটাতেই আপনার দৃষ্টি পড়ায় যেমন অবাক হলাম, আপনার প্রশংসাও না করে পারলাম না।

আসলে দাদা, আমরা প্রায় প্রত্যেকেই চেষ্টা করি যেন আমরা অহংকার, বড়াই থেকে বিরত থাকতে পারি! কিন্তু আমাদের চেষ্টার পরেও অজান্তে কিছু ক্ষেত্রে আমাদের অহংকার থেকেই যায়। তবু এই যে চেষ্টা করন, এটাই কিন্তু আমাদের মূল সংশোধনের রাস্তা।
-- চমৎকার বলেছেন এ অংশে। এত বিনয়ের পরও না জানি কোথায় আমার অহংকার প্রকাশ পাচ্ছে, তা নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত থাকি।

শুভেচ্ছা তাজুল ভাই। ভালো থাকবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫০

জুল ভার্ন বলেছেন: কবিতার ছন্দে ছন্দে গল্প বলা হয়েছে। চমৎকার।

২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।

৬| ২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

ইসিয়াক বলেছেন: মানুষের মনে ইচ্ছা অনিচ্ছায় অহংকার বা বড়াই চলেই আসে কোন না কোন সময়। আমাদের সবসময় সচেতন থাকতে হবে। অহংকার করা যাবে না।
অহংকার সর্বদাই পতনের মূল।

ভালো লাগলো।
শুভ কামনা রইলো।

২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কথাগুলোও ভালো লাগলো ইসিয়াক ভাই। শুভেচ্ছা। ভালো থাকবেন।

৭| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে সৃষ্টির বিশালতা নিয়ে একটু ভাবতে বসলে নিজের ক্ষুদ্রতা ও নগণ্যতা চোখে এসে ধরা পড়ে। তখন আর বড়াই করার মনোভাব থাকে না, কিছুটা সময়ের জন্যে হলেও। এজন্য স্রষ্টা বলেছেন তার সৃষ্টি নিয়ে ভাবতে।

কবিতাটি পাঠকের জন্য এবং গানটি শ্রোতাদের জন্য একটি সময়োপযোগী স্মরণিকা। করোনার মারণ ছোবলে অস্থির এ বর্তমান বিশ্বে গানটি বিশেষ তাৎপর্য বহন করে। জীবনটাই যেখানে 'পদ্ম পাতায় জল', সেখানে আবার বড়াই কিসের?

দরাজ কণ্ঠে যন্ত্রশব্দহীন গানটি আবেদনময় হয়েছে, ভালো লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মাঝে মাঝে সৃষ্টির বিশালতা নিয়ে একটু ভাবতে বসলে নিজের ক্ষুদ্রতা ও নগণ্যতা চোখে এসে ধরা পড়ে। তখন আর বড়াই করার মনোভাব থাকে না, কিছুটা সময়ের জন্যে হলেও। এজন্য স্রষ্টা বলেছেন তার সৃষ্টি নিয়ে ভাবতে। প্রণিধানযোগ্য অসাধারণ কথা। আমরা সব সময় নিজের বিশালতা নিয়ে ভাবতে এবং জাহির করতেই ব্যস্ত এবং এটাই আমাদের বড়াই বা অহঙ্কার। কিন্তু এই বিশালতা যে কত ঠুনকো, ক্ষণস্থায়ী এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে যে কত নস্যি ও নগণ্য, তা আমরা ভুলে যাই, কখনো ভাববার ফুরসতও হয় না।

আমরা যখন নীচের মানুষগুলোর দিকে তাকিয়ে বড়াই করি, তখন একটু উপরে তাকাতে হবে, তাহলেই বোঝা যাবে, আমার চাইতেও বড়ো বা অধিক শক্তিশালী কেউ আছে।

মূল্যবান কমেন্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্যার। শুভেচ্ছা নিবেন।

৮| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।
তবে মানুষ কিছুটা বড়াই করতেই পারে। কারন সে সৃষ্টির সেরা জীব।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.