নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যত চাই ভুলে যেতে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

প্রেম খুব ভয়ানক ব্যাধি, যার কোনো নিরাময় নেই।

যে-প্রেমিক তাকে প্রেম দিয়েছিল, একদিন সে চলে গেল, কিন্তু প্রেমের যন্ত্রণা রয়েই গেল। সেই প্রেমিককে ভোলার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছে মেয়েটি, কিন্তু যতই ভুলতে চায়, প্রেমিকের কথা তত বেশি করে তার মনে বেদনা জাগায়। বেদনা তাকে কুরে কুরে খায়।

একটা মেয়ের অন্তরের হাহাকার নিয়ে এবারের গানটি।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট

গানের ইউটিউব লিংক : যত চাই ভুলে যেতে





লিরিক

যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

০৪ ফেব্রুয়ারি ২০২২

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সুনীল সমুদ্র বলেছেন: গানটি শুনলাম। ...গানের নেপথ্যে গীটারের মিউজিক তেমন স্পষ্ট পাওয়া গেলনা। .... যাই হোক, গীতিকার হিসাবে আপনার আরও সমৃদ্ধি ঘটুক, এই প্রত্যাশা রইলো ....।

আর একটি জিজ্ঞাসা .... এই স্লাইড-শো ভিডিও তৈরিতে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করেছেন ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি বহুদিন পর ব্লগে উপস্থিতির জন্য। সুস্বাগতম সুনীল সমুদ্র ভাই। এবং আরো ধন্যবাদ গানটি শোনার জন্য।

এবারের পোস্টে অবশ্য কথাটা উহ্য আছে - আমার এ উদ্যোগ আসলে গান গাওয়া নয়, শুধু সুরটাকে ধরে রাখা। মূলত এটাই লক্ষ্য, সেই সাথে গাওয়ার আনন্দ তো থাকবেই, কিন্তু সেটা গায়ক বা শিল্পী হিসাবে মোটেও না। আমার সুরগুলো তৈরি হয় শিস্‌ থেকে, কারণ, গুন গুন করা ও শিস্‌ বাজানো আমার মুদ্রাদোষের মতো হয়ে গেছে। একটা সুর ধরা পড়ামাত্র ওটা প্রথমেই মোবাইলে রেকর্ড করে ফেলি। এরপর ওটার উপর লিরিক বসাই। তারপর গান গাই। খালি গলায়ই গেয়ে থাকি। বাসায় আবার দুই ছেলের গান গাওয়ার বিরাট যন্ত্রপাতি ও গোষ্ঠি আছে :) ওরা ফ্রি থাকলে জাস্ট ১০ মিনিটের জন্য ডাকি শুধু ফিলার হিসাবে টুং টাং বাজানোর জন্য :) এটা প্রকৃত টিউন না। আমার এ কারসাজি অনেকেই জানেন, যারা আমার গানগুলো শোনেন বা দেখেন।

ভিডিও বানানোর জন্য আমি ইউজ করি ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার। আগে ইউজ করতাম ইউলিড মিডিয়া প্লাস। এর চাইতেও ভালো সফ্‌টওয়ার আছে, যেমন এফ এল স্টুডিয়ো। ইউটিউবে সার্চ দিলে এগুলোর সন্ধান পাওয়া যাবে।

ভালো থাকবেন। আবারো শুভেচ্ছা।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



প্রেম মানুষের একটি রোমান্চকর মানবিক অনুভবতা, ইহাকে 'ব্যাধি' বলাটা সঠিক প্রকাশ নয়; ইহার 'নিরাময়' থাকবে কেন? সাহিত্যে মানব মনের সঠিক ব্যাখ্যা থাকলে, সাহিত্য অর্থপুর্ণ হয়ে উঠে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই আমার ব্লগে নতুন বেশে স্বাগত জানাচ্ছি।

আপনার মন্তব্য ভালো লেগেছে। "প্রেম মানুষের একটি রোমান্চকর মানবিক অনুভবতা।" শাশ্বত সত্য বাণী। প্রেমের কারণেই দুনিয়া সৃষ্টি। আর প্রেমের কারণেই যুদ্ধ ও শান্তি। প্রেম ছাড়া বাঁচা যায় না। প্রেম ছাড়া কিছুই নাই পৃথিবীতে। প্রাণের উৎস প্রেম। প্রেমে মানুষ এমন আষ্ট্রেপৃষ্ঠে আটকা পড়ে যায়/থাকে যে, প্রেম কখনো মানুষকে অন্ধও করে ফেলে।

যাই হোক, প্রেম ছাড়া বাঁচা যায় না বলেই কখনো কখনো প্রেম একটা ব্যাধি, এমনকি মানসিক ব্যাধিরূপেও প্রতিভাত হয়ে ওঠে। আর এই ব্যাধিটা আসলে অন্যান্য রোগব্যাধি না, বাগধারা বা সাহিত্যের একটা স্যাটায়ারিক বা ব্যঙ্গাত্মক বা তীর্যক অভিব্যক্তি। এসব বক্রোক্তি ভাষাকে ভিন্ন ব্যঞ্জনা দেয়। এগুলো সাহিত্যের অলঙ্কার, দোষের কিছু না।

ভালো থাকবেন। আপনার ব্লগিং জীবন সুন্দর, সুস্থ ও নিরাপদ হোক।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+ :)

আমি সেইদিনের অপেক্ষায় আছি, যেদিন আপনার কমেন্টটা সুন্দর।+-এর সীমা ভেঙে আরেকটা শব্দে বর্ধিত হবে :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: " ... আপনার মন্তব্য ভালো লেগেছে। "প্রেম মানুষের একটি রোমান্চকর মানবিক অনুভবতা।" শাশ্বত সত্য বাণী। প্রেমের কারণেই দুনিয়া সৃষ্টি। "

-দুনিয়ার সৃষ্টি হয়েছে মহাবিশ্বের চলমান প্রসেসে, ইহা প্রেমের কারণে সৃষ্টি হয়নি; সাহিত্য হতে হবে সত্য ও জীবনভিত্তিক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাহিত্যের গভীরে ঢুকতে হবে :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৮

আখেনাটেন বলেছেন: গীতিকার ও সুরকার হিসেবে আপনি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন সোনাবীজ ভাই..আমি চমকিত... :D

আপনার ভেতরে শিল্পী সত্ত্বার বহুমুখি বিকাশ দেখে ভালো লাগছে...জিনিয়াস...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার 'জিনিয়াস' কমেন্ট পড়ে আমি জ্ঞান হারাইয়া ফেলছি। কখন জ্ঞান ফিরবে আপনি কি জানেন?

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কথা মালায় ভাবপূর্ণ গানটি শুনতে শ্রুতি মুধুর লাগছে।
আপনার সাহিত্য কর্ম চমৎকার। আপনার কাছ থেকে প্রায় কবিতাও গান পেয়ে নিপুন বুননের শব্দ গাঁথুনীও শক্তিশালী অনেক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টেও অনেক অনুপ্রাণিত হলাম সুজন ভাই। নিজের উপর আস্থা বাড়ে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৭

জটিল ভাই বলেছেন:
তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায় টাইপ ভালো লাগলো :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই। ভালো লাগলো জেনে আমি খুশি।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮

জুল ভার্ন বলেছেন: চমতকার!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.