নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গান নিয়ে এক্সপেরিমেন্ট : কাল তুমি এসেছিলে, গেয়েছিলে গান || আমি যে তোমার প্রেমে পড়েছি

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

দুটো এক্সপেরিমেন্টাল সুর তৈরি করলাম। আপনারা হয়ত লক্ষ করে থাকবেন, ইদানীং কালে কোনো কোনো শিল্পীর একটা টেন্ডেন্সি আছে গানের মাঝখান থেকে গান শুরু করা, অর্থাৎ, গানের 'শুরু' বা 'মুখ' থেকে আরম্ভ না করে তারা প্রথম অন্তরা দিয়ে শুরু করেন। এর কিছু কারণও অবশ্য আছে। গানের ব্যাকরণের উপর আমার জ্ঞান নাই বললেই চলে। তবে, যেহেতু সুর সৃষ্টি করি, নিজের অভিজ্ঞতা থেকে বিষয়টা বর্ণনা করি। খেয়াল করে দেখবেন, গানের শুরুটা যে-স্কেল থেকে আরম্ভ হয়, প্রায় সব গানের অন্তরাই তার চাইতে উচ্চতর স্কেল দিয়ে শুরু হয়। অর্থাৎ, শুরু যদি হয় 'সা' বা 'রে' দিয়ে, অন্তরা শুরু হয় 'গা' বা তার চাইতে উচ্চতর স্কেল (স্বরলিপি) দিয়ে। আবার, কোনো কোনো গানের মুখ যে-স্বরলিপি দিয়ে শেষ হয়, অন্তরা শুরু হয় ঐ একই বা প্রায় সম-মাত্রার স্বরলিপি দিয়ে। বিস্তারিত বলছি না, দুটো গানের কথা বলি, আপনারা সেগুলো পরীক্ষা করে দেখুন - (১) বিমূর্ত এই রাত্রি আমার (২) গানেরই খাতায় স্বরলিপি লিখে)। দেখবেন, যে সব গানের অন্তরা, মুখের স্বরলিপির চাইতে উচ্চতর স্বরলিপি দিয়ে শুরু হয়েছে, ঐ শিল্পীরা ঐ গানগুলোই অন্তরা দিয়ে শুরু করেন। এতে মাধুর্য একটু বাড়ে। গলার তেজ বা সাবলীলতাও বাড়ে এখান থেকে।

তো, আমার এক্সপেরিমেন্ট কী? আমি 'মুখ'-এর আদলটা নিয়ে এলাম 'অন্তরা'র আদলে। আর অন্তরাগুলো ঠিক 'মুখ'-এর মতো না হলেও 'মুখ'-এর কাছাকাছি। ফলে, 'মুখ', অন্তরা সব একাকার হয়ে গেল। আজকের গান দুটো সেই এক্সপেরিমেন্ট থেকে করা। 'কাল তুমি এসেছিলে' আজকের রেকর্ড, 'আমি তো প্রেমে পড়েছি' আগে রেকর্ড করা হয়েছিল।

কাল তুমি এসেছিলে, গেয়েছিলে গান

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : কাল তুমি এসেছিলে, গেয়েছিলে গান



লিরিক

কাল তুমি এসেছিলে
গেয়েছিলে গান
মুখরিত হয়েছিল
পুরোটা বাগান
আজ তুমি বসে আছ
কেন গান নেই
তাহলে কি আমি কোনো
দোষ করেছি?

কাল তুমি হেসেছিলে
হেসেছিল ফুল
গানে গানে পাখিরাও
ছিল মশগুল
আজ কেন হাসি নেই
তোমার মুখে
তাহলে কি আমি কোনো
দোষ করেছি?

কাল ছিল আসমানে
মেঘে ঢাকা চাঁদ
জোছনা ছড়িয়েছিলে
তুমি সারারাত
আজ কেন কালো মেঘ
তোমার মনে?
তাহলে কি আমি কোনো
দোষ করেছি?

তুমি যদি হেসে ওঠো
হাসে পৃথিবী
সাধ হয় সারাদিন
তোমাকে দেখি
সাধ হয় সারাদিন
ধরে রাখি হাত
তাহলে কি আমি কোনো
দোষ করেছি?

০৪ ফেব্রুয়ারি ২০২২

আমি যে তোমার প্রেমে পড়েছি

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : আমি যে তোমার প্রেমে পড়েছি




লিরিক

এই যে যেতে যেতে পথে দেখা হয়
কিছুদূর হেঁটে গিয়ে পেছনে তাকাই
কেন মনে হয় তুমিও তখন ফিরে তাকিয়েছ
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি

তারপর বাড়ি ফিরে কত কী যে ভাবি
মন জুড়ে সারাক্ষণ পুরোটাই তুমি
কেন মনে হয় তুমিও তখন ভাবছো এমনি
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি

বহুবার ভেবেছি কাল দেখা হলে
তোমাকে থামিয়ে পথে সামনে দাঁড়াব
হাত দুটি ধরে আমি বলবো তোমায় শোনো গো মেয়েটি
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি

দিন যায় মাস যায় এমনি করে
দ্বিধা সংকোচে কিছু হয় না বলা
তুমিও কেন হায় পথে থামিয়ে আমায় বলতে পারো না
আমি যে তোমার প্রেমে পড়েছি
আমি যে তোমার প্রেমে পড়েছি

১২ জানুয়ারি ২০২২



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

জ্যাকেল বলেছেন: চালিয়ে যান, ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক দেন আরো ভালো হইবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জ্যাকেল। আপনার সাজেশন মনে থাকলো। শুভেচ্ছা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো হয়েছে।
ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিষয়টা আসলেই ভেবে দেখেন। আরো ভালো হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এখন ভাবতে হবে সত্যিই। শুভেচ্ছা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: আমি নিশ্চিত আপনি গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
শুভ কামনা। +

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি নিশ্চিত আপনি গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন। :) :)

কী যে বলিব বুঝিতে পারিতেছি না।

তার চাইতে আপনাকে ধন্যবাদ জানাই, সেটাই অনেক সহজ :)

ধন্যবাদ জুল ভার্ন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.