নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বাংলা ও হিন্দি গানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর আর নেই। তার স্মরণে তারই গাওয়া কিছু গান

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

বাংলা ও হিন্দি গানের সর্বকালের সেরা শিল্পী লতা মঙ্গেশকর আর নেই - ভাবতেই মনটা হুহু করে কেঁদে ওঠে। তার কোন গানটা প্রথম শুনেছিলাম মনে নেই। কিন্তু, 'নিঝুমও সন্ধ্যায় ক্লান্ত পাখিরা', 'প্রেম একবারই এসেছিল জীবনে' গানগুলো মনে হয় আমার জীবনের প্রথম দিকে শোনা গান। প্রিয় গানের তালিকা করলে তার গানের সংখ্যাই শীর্ষে থাকবে। আমার ইউটিউব চ্যানেলেও তার গানের সংখ্যাই সর্বাধিক। যারা শুনতে চান লতা মঙ্গেশকরের প্রিয় গানগুলো, এই লিংকে ক্লিক করে যেতে পারেন সেখানে। আলাদা করেও কিছু গানের লিংক নীচে দেয়া হলো।

লতা মঙ্গেশকরের জন্য শ্রদ্ধাঞ্জলিল। ওপারে শান্তিতে থাকুন, এই সঙ্গীত সম্রাজ্ঞীর জন্য এই প্রার্থনা থাকলো।




১। প্রেম একবারই এসেছিল নীরবে

২। না, মনও লাগে না

৩। না যেও না

৪। যদিও রজনি পোহালো তবুও

৫। তোমাকে শোনাতে এ গান

৬। রঙ্গীলা বাঁশিতে কে ডাকে

৭। তাসভীর তেরি দিল মে

৮। ওরে মনও পাখি

৯। নিঝুমও সন্ধ্যায় পান্থ পাখিরা

১০। না জিয়া লাগে না

১১। ভালো করে তুমি চেয়ে দেখো

১২। প্রিয়তমা, কী লিখি তোমায়

১৩। কেন যে কাঁদাও বারে বারে

১৪। তুমি রবে নীরবে

১৫। সখী ভাবনা কাহারে বলে

১৬। ও মোর ময়না গো

১৭। য়াজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

১৮। বাঁশি কেন গায়

১৯। কেন কিছু কথা বলো না

২০। আষাঢ় শ্রাবণ মানে না তো মন

২১। ও পলাশ, ও শিমুল

২২। ও সাজানা, বারাখা বাহার আয়

২৩। ওগো আর কিছু তো নাই

২৪। আকাশ প্রদীপ জ্বলে

২৫। দূরে আকাশ শামিয়ানা

২৬। ঐ গাছের পাতায় রোদের ঝিকিমিকি



























































মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গানের জগতে এক মহাবিশ্ময়ের মহপ্রস্থান গানের জগতের জন্য অপূরণীয় ক্ষতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেটের জন্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই। তবে, আমার মনে হয় না যে গানের জঙ্গতের জন্য তার মহাপ্রস্থান একটা অপূরণীয় ক্ষতি হিসাবে বিবেচনা উচিত। গানের জগতকে তিনি যা দিয়েছেন, তা অনাগত ভবিষ্যত কখনো ভুলতে পারবে না। গানের জগতকে যা কিছু দেয়া সম্ভব একজন শিল্পীর পক্ষে, তিনি পুরোটা দিয়েছেন। মানুষ মরণশীল। একদিন চলে যেতে হয়, ৯২ বছরের দীর্ঘ জীবন শেষে তাই তাকেও চলে যেতে হলো। একটা সুখময় সাফল্যে ভরা সঙ্গীত জীবনের যথাযময়েই মহাপ্রস্থান ঘটেছে বলে করি।

তিনি অমর থাকবেন তার চিরস্মরণীয় গানে।

তার শান্তি কামনা করকালীন জীবনের।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্য একটা পোস্টে আপনার একটা প্রশ্ন ছিল আমার প্রতি। ওখানে কমেন্ট করলে নোটিফিকেশন পাবেন না, তাই এখানে চেষ্টা করছি।

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার @ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, আপনার লিংকে গিয়ে দেখলাম আমার বাচ্চাদের আছে কিন্তু বড়টার বাংলার যায়গায় কোন তথ্য নেই শুধু ইংরেজীতে ঠিক আছে আর ছোটটার বাংলার যায়গাতে ওর নাম আছে তবে বানান ভুল আছে এবং পিতামাতার নামের ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে তবে ইংরেজি ঠিক আছে তাহলে এখন কি করতে হবে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশ প্রেমিক বাঙালী ভাই, জন্মনিবন্ধনের জন্য এটা হলো মূল লিংক। এটাতেই বিভিন্ন মেনুতে নতুন জন্মনিবন্ধন, জন্মনিবন্ধন তথ্য সংশোধনসহ সবকিছু পাবেন।

বর্তমানে অ্যাপ্লাই করার সময় বাংলা এবং ইংরেজি দুটোতেই নাম ও অন্যান্য তথ্য লিখতে হয়। আপনি যখন তুলতে যাবেন, আপনাকে বাংলা ও ইংরেজি দুটোই দিবে। এবং দুটোই আপনাকে রাখতে হবে।

কিন্তু আগে, হয় বাংলা অথবা ইংরেজিতে জন্মনিবন্ধন করা হতো। আপনার সন্তানদের বেলায়ও এরকম হয়ে থাকবে, ফলে কোথাও বাংলা দেখছেন, ইংরেজি দেখছেন না; আবার কোথাও ইংরেজি দেখছেন, বাংলা দেখছেন না।

এবার করণীয়। এই লিংকে গিয়ে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। ফিল আপ করে অগ্রসর হোন। মেনুতে পাবেন - বাংলায় নাম সংশোধন, ইংরেজিতে নাম সংশোধন, ইত্যাদি। সবার আগে আপনার এবং আপনার স্ত্রীর জন্মনিবন্ধন সংশোধন করে নিতে হবে, সনদ পাওয়ার পর সন্তানদের জন্য।

শুধু পরীক্ষা করে দেখার জন্য অগ্রসর হোন, কিন্তু সাবমিট করবেন না। সাবমিট করলে ওটাতে ভুল থাকলে ডিলিট করা যাবে না। তাহলে কী করবেন? আপনার কাউন্সিল বা ইউনিয়ন পরিষদে যেয়ে সমস্যা বলবেন। তারা আপনাকে গাইড করবে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করুন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫

ফয়সাল রকি বলেছেন: ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশী ভাষাতেও অনেক গান করেন তিনি। তিনি চলে গেলেও তাঁর গান অমর হয়ে থাকবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ফয়সাল রকি ভাই। শুভেচ্ছা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমি গত পরশুদিনও কয়েকবার 'প্রিয়তম কি লিখি তোমায়' গানটা অসংখ্যবার শুনেছি।
আজ ইন্সটাগ্রাম খুলে প্রথম পোস্টেই দেখলাম তিনি নেই। কি অদ্ভুত! মানুষ কিভাবে নিঃশব্দে চলে যায়!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মানুষ কিভাবে নিঃশব্দে চলে যায়! এবং খুব আকস্মিকই চলে যায় কেউ কেউ :(

কমেন্টের জন্য ধন্যবাদ স্বরচিতা স্বপ্নচারিণী।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮

আখেনাটেন বলেছেন: উপমহাদেশের গানের নাইটিঙ্গেলের গান শুনে স্কুল কলেজ পার হয়েছে...বেস্ট অব লতা ছিল আমার অন্যতম ফেবারিট ক্যাসেট..

এখন নিচের এই গান শুনছি.....।




বিদায় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গানের পাখি....ওপারেও ভালো থাকুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লতা, সন্ধ্যা - মূলত ওপার বাংলার এদের গানেই জীবনটা মুখরিত ছিল। কৈশোর, তারুণ্যে ছিলেন যেমন, এখন এবং আগামীতেও তারা সেভাবেই উজ্জীবিত করবেন গানে গানে। তারা অমর।

আপনার লিংকটা আসে নি আখেনাটেন ভাই।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪২

আখেনাটেন বলেছেন: এখন শুনছি........আমার অলটাইম ফেবারিট......'আপ কি নাজরো নে সামঝা, পেয়ার কে কাবিল মুঝে/ দিল কি এ ধাড়কান থেয়ার যা, মিল গ্যায়ে মঞ্জিল মুঝে...'

....আজকে সারাদিন লতাজির সুর থেকে বের হওয়া মুশকিল হবে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অন্তর ক্ষয় করা সুর।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: তথ্য বহুল

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রতিদিন বাংলা।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

জুল ভার্ন বলেছেন: সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালি ও বাঙালি সংস্কৃতির গভীর যোগযোগ ছিল। লতাকে বাংলা গান গাওয়ানোর ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এরপর সলিল চৌধুরিও লতাকে দিয়ে বহু কালজয়ী গান গাওয়ান। এছাড়া সতীনাথ মুখোপাধ্যায়ের সুরেও লতা বেশ কিছু কালজয়ী বাংলা গান গেয়েছেন। সুধীন দাশগুপ্তর সুরেও কিছু বিখ্যাত গান গেয়েছেন। পরবর্তী সময় বহু সুরকারের সুরে লতা মঙ্গেশকর বাংলা গান গেয়েছেন। লতা মঙ্গেশকরে তিরোধানে তাঁর ভক্তকূলের হৃদয় ভেংগে গিয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প কথায় লতা মঙ্গেশকর সম্পর্কে ভালো তথ্য দিলেন জুল ভার্ন ভাই। শুভেচ্ছা আপনাকে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন: সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর নাম গাংলা গানের ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে।
অনেকগুলি দুর্লভ ছবি দেখলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিগুলোও আমার অনেক দিনের সংগ্রহের ফল। অনেক ধন্যবাদ যুনাইদ ভাই। শুভেচ্ছা নিন।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট বেলা থেকে লতার গানের ভক্ত ছিলাম।
উনার গান শুনে কেমন একটা ঘোরের মধ্যে চলে যেতাম।
ওপারে ভালো থাকবেন লতাজী।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, আমি এমন পোষ্ট খুঁজছিলাম। চমৎকার, এখন শুনছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মনের মতো পোস্ট পেয়েছেন জেনে আমি যারপরনাই আনন্দিত। অনেক ধন্যবাদ সাহাদাত উদরাজী ভাই।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৬

মেহবুবা বলেছেন: লতা মঙ্গেশকরকে নিয়ে চমৎকার উপস্থাপনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আবার অনেকদিন বিরতির পর এলেন। শুভেচ্ছা রইল।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২২

মেহবুবা বলেছেন: লতা মঙ্গেশকর আমার কাছে বিস্ময়! আজ মন কেমন লাগছে।৷
আপনি আমার "বিশ্বের বিস্ময় " পোষ্ট দেখেছেন কিনা জানি না, সেখানে ওনাকে নিয়ে লেখা আছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, লতা মঙ্গেশকর একটা জীবন্ত বিস্ময় ছিলেন, এতে সন্দেহ নাই।

আপনার পোস্টটা দেখা হয় নি সম্ভবত। সময় করে লিংকটা দিবেন প্লিজ।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

মেহবুবা বলেছেন: Click This Link

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু, পোস্টটা পড়ে এলাম। মনটা খুব বিষণ্ণ হয়ে গেল।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: উনাকে নিয়ে সুন্দর লেখা। বিনীত শ্রদ্ধা ও গভীর ভালোবাসা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১২

কাছের-মানুষ বলেছেন: একটি অধ্যায়ের সমাপ্তি হল। তবে তিনি যা দেবার তা দিয়েছেন। সংগীত প্রেমী প্রতিটা মানুষের অন্তরে তিনি থেকে যাবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটি অধ্যায়ের সমাপ্তি হলো। এই কথাটিই হয়ত মনে মনে খুঁজছিলাম। একটা অসাধারণ, অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি হলো।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: একজন গ্রেট শিল্পী।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.