নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনের লেখা ও সুর করা প্রথম গান, যখন আমি দশম শ্রেণির ছাত্র, ফেব্রুয়ারি ১৯৮৪

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

১৯৮৪ সালের ১২ মার্চ থেকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু। আর ঐ বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমাদের হাইস্কুলে 'সাংস্কৃতিক সপ্তাহ' উদ্‌যাপন করা হয়, যেখানে আবৃত্তি, বক্তৃতার সাথে অপরিহার্য ইভেন্ট গানের প্রতিযোগিতাও ছিল। গায়ক হিসাবে কখনোই ভালো ছিলাম না, এবং কোনো অনুষ্ঠানে যে তেমন গেয়েছি তাও না, যদিও বন্ধুদের আড্ডায় সমস্বরে গলা ফাডাইয়া গান সাধা হয়েছে অনেক। এ প্রতিযোগিতায় যারা গাইবে, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হবার যোগ্য, তাদের মধ্যে জাহিদ, বাবুল, আমানুল্লাহ নামক আমাদের তিন ক্লাসমেট বিখ্যাত ছিল, যাদের গানের ভক্ত ছিলাম স্বয়ং আমি। আমাদের ক্লাসে কয়েকটা মেয়েও গান গাইত, যদিও ওরা গান গাইয়া কোনোদিন আমার মন জয় করিতে পারে নাই। সারা স্কুলে অবশ্য ভালো গায়কের সংখ্যা অনেক ছিল।

তো, সেই প্রতিযোগিতায় আমি নাম লেখাইবার প্ল্যান করলাম। তাও স্বরচিত, স্ব-সুরারোপিত গান। প্রতিযোগিতা শুরু হবার ২দিন আগে থেকেই লেখালেখি, সুরাসুরি এবং গাওয়াগাওয়ি চলতে থাকলো মহাধুমধামে। এবং প্রতিযোগিতার দিন যথারীতি গান পরিবেশন করিলাম। কিছু হাততালি জুটেছিল, গাওয়ার জন্য না, গানটা লিখছি নিজে, আবার সুরও করছি নিজে, এটার মূল্য ছিল একটু বেশি :) ততদিনে অবশ্য স্কুলে আমার কিছুটা কবি-খ্যাতি প্রচার পেয়ে গেছে :( এবং অত্যাশ্চর্য বিষয়টা হলো, প্রতিযোগিতায় আমি কোন স্থান পাবার প্রত্যাশা করি নাই, পাইও নাই, কিন্তু জাহিদ, বাবুল আর আমানুল্লাহ'র চাইতে আমি বেশি নাম্বার পেয়েছিলাম :)

অফিশিয়ালি এটাই আমার প্রথম গান। তবে, গ্রামের যাত্রাপালায় কিছু গান লিখেছি এর আগে। সেগুলো খুব সহজ গান। কিছু গান আবার এডিট করতে হতো সুরের সাথে মিলিয়ে। এতে পরিচালক বা বড়ো ভাইয়ের কিছু প্রশংসাই ছিল প্রধান স্বীকৃতি।

প্রায় ৩৮ বছর আগের লেখা ও সুর করা। পুরা লিরিক যেমন মনে নেই, পুরা সুরও মনে নেই। ২০০৫ সালে আমার প্রথম কবিতার বই 'অন্বেষা' প্রকাশিত হয়, সেখানে গানের প্রথম ৪ লাইন ছাপা হয় কবিতা হিসাবে। এরপরও অনেক মনে করার চেষ্টা করেছি, কিন্তু মনের সমস্ত স্মৃতি ব্যাকাপসহ ডিলিট হইয়া যাওয়ায় কিছুই উদ্ধার করতে পারি নাই। এই সুরটা কীভাবে যেন আমার সাথে সাথে রয়ে গেছে, কেবল প্রথম অংশ (মুখ)। অন্তরার সুর মনে নাই।

হয়ত এই সুরটাও হারিয়ে যেতে পারে, তাই আজ এই সুরটাকে বেঁধে ফেললাম। অরিজিন্যাল লিরিকে 'মোর' শব্দটা আছে, যা এখন 'আমার' করা হয়েছে। সুরে সামান্য একটু চেঞ্জ এসেছে। 'রাগ' অংশ তখন ছিল না।

বহুদিন পর কোনোদিন যদি
আমার কথা পড়ে মনে
আমাকে বন্ধু খুঁজিও
আমাকে বন্ধু খুঁজিও
খুঁজিও আমার কবিতার ফুলবনে

রচনাকাল : ফেব্রুয়ারি ১৯৮৪

কথা ও সুর : খলিল মাহমুদ

গানের ইউটিউব লিংক : বহুদিন পর কোনোদিন যদি আমার কথা মনে পড়ে



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
শুনলাম, বাজনা বাদে গাইলেও ভাল হয়েছে। আগেরগুলোও শুনেছি।
ভাল লাগলো। আপনি অনেক গুনি মানুষ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হাসান ভাই। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সত্যি চমৎকার , মুগ্ধ করে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৯

জটিল ভাই বলেছেন:
সোনা সোনা সোনা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.