নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আর মাত্র কটা দিন, সন্তানদের লেখাপড়ার পাট চুকিয়ে
নতুন সংসারে ছেড়ে দিয়ে
এ শহর ছেড়ে চলে যাবি, বাপদাদা আর শ্বশুরশাশুড়ির জন্মভিটায়
যেখানে তোর ছাত্রীজীবন গড়ে উঠেছিল
আমকাঁঠালের ছায়ায় আর পদ্মানদীর তুখোড় ঢেউয়ে সাঁতার
কাটতে কাটতে; তুই ফিরে যাবি তোর আদি জন্মস্থানে
পাওয়ার আগেই গৃহে ফিরে যাবি, আমি তো এমন তোকে
চাই নি কোনোদিন
ইচ্ছেরা খড়ের আগুনে পুড়িয়েছে আমাকে। তোর গৃহের আশায় দুপুরের গনগনে সূর্য মাথার চাঁদিতে অনর্গল গলে পড়েছে। দরজার কলিংবেলে দ্বিধান্বিত আঙুলের ডগা অনেকক্ষণ উদ্যত থেকে শেষমেষ ঢলে পড়ে নীচে নেমে গেছে কতদিন - কী জানি, ভেতর থেকে তোর দীর্ঘায়িত ‘কে’ শব্দে আমার আড়ষ্ট মুখ চিরতরে মূক হয়ে যায় যদি! তবু তোর নিশ্বাসের শব্দ নিয়েছি প্রাণ ভরে, তোর শরীরের ঘ্রাণ দেয়াল ভেদ করে আমার বুক বরাবর ঢুকে যেত প্রতিটি ফিরতি পথে।
এভাবে একটা জীবনও যদি পার হয়ে যায় আরেকবার তোকে না দেখে - অথচ এই শহরেই কোথাও না কোথাও তুই আছিস - তোর শোবার বিছানা পেরিয়ে, বারান্দা পেরিয়ে, বিপুল জনারণ্য পেরিয়ে ছুটে আসা বুকের ঢিপ ঢিপ দু’হাতে জড়িয়ে ধরে আমি অবিরাম বেঁচে উঠবো অনাগত দিনের ভেতর।
এই শহরের কোথাও না কোথাও তুই বেঁচে থাকবি; তুই নেই জেনেও প্রতি ভোরে রাস্তায় পায়চারি করবার কালে চারদিকে তোকে খুঁজবো; আর প্রতিটি পদক্ষেপে বায়ু থেকে বুক ভরে তোর শরীরের ঘ্রাণ নেবো; একদিন গিজগিজে দুপুরে রমনার মাটিতে কান পেতে শুনবো - দূরে কোথাও, এলিফ্যান্ট রোডের কিনার ধরে ধরে, নরম নরম পা ফেলে তুই হাঁটছিস নিরুদ্দেশ। রোদের আগুনে আমার দীর্ঘশ্বাস পুড়ে যাবে, তুই আমাকে খুঁজে পাবি না, যেমন আমিও তোকে পুরো জীবনের জন্য হারাবো - একদম কাছাকাছি, একই শহরে থেকেও।
এই শহরের একটি কোণে বাসা বেঁধে তুই থেকে যা প্রিয়পাখি গাংচিল। পদ্মা শুকিয়ে গেছে তোর যৌবনের মতো; আমকাঁঠালের ছায়াতে বিষম ভাগাভাগি; কানামাছি খেলবার বিরান চত্বর তোকে কে দেবে? গ্রামের মানুষ তোকে চিনবে না। এতসব দুঃখ আর কষ্ট সইতে কেন তুই গ্রামে ফিরে যাবি, প্রিয়পাখি গাংচিল?
তোর আরেকটা সংসার হবে। ফুটফুটে পুত্রবধূরা! দাদি হবি। পানদানি থাকবে তোর। টুকটুকে ঠোঁট। এমন বোশেখে তোর বাসায় চাঁদের হাট। কেন তুই ফিরে যাবি হারানো ঠিকানায়, এসব ফেলে?
এসব কিছুই হবে না। একদা নির্বর্ষ চৈত্রে সকল বাঁধ ভেঙে তোর ঘরে ঢুকে দেখবো দেয়ালে একখানা ছবি ঝুলছে, তোর সুন্দরী পুত্রবধূরা ঝেড়েমুছে সাজিয়ে রেখেছে ফুলে। আর অনেক অনেকদিন আগে, তোর রক্তাক্ত প্রেমিকের সকল আকুতি দলিত করে তুই চলে গেছিস অন্য ঠিকানায়।
রোদের আগুনে আমার দীর্ঘশ্বাস কেবলই পুড়তে থাকবে।
১৬ এপ্রিল ২০১০
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মনের আকুতি ছুঁতে পারায় আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ জলদস্যু ভাই।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৯
জটিল ভাই বলেছেন:
জটিল সব শব্দমালায় সে এক জটিলানুভূতি!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল কমেন্টের জন্য ধন্যবাদ নিন জটিল ভাই।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
অনবদ্য!!
অসাধারণ!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩১
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইল লেখায়।
সব পথ পাড়ি দিয়ে কেউ কেউ ফিরে যায় পথে...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও দীর্ঘদিন পর ব্লগে এলেন ইফতি ভাই। ভালো লাগলো দেখে।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিন।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
ফারহানা শারমিন বলেছেন: চমৎকার! সকাল সকাল এমন একটা লেখা পড়ে দিন শুরু করলাম। অনেক অনেক শুভকামনা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট অনেক ভালো লাগলো। অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার শব্দের শৈল্পিক খেলায় +++ এর সহিত ভালো লাগা জানিয়ে গেলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকা ভাই
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২
মিরোরডডল বলেছেন:
কেন তুই ফিরে যাবি হারানো ঠিকানায়, এসব ফেলে?
খুব সুন্দর একটা লেখা । ভালো লাগলো পড়ে ।
কতোগুলো লেখা জমা হয়ে গেছে ।
আস্তে আস্তে পড়বো ।
ধুলো কেমন আছে, কেমন ছিলো ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি। আপনি অনেক দিন অনুপস্থিত থাকায় বেশ টেনশনই হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন। খুবই স্বস্তিবোধ করছি।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২০
মিরোরডডল বলেছেন:
অথচ এই শহরেই কোথাও না কোথাও তুই আছিস ........
তুই আমাকে খুঁজে পাবি না, যেমন আমিও তোকে পুরো জীবনের জন্য হারাবো - একদম কাছাকাছি, একই শহরে থেকেও......
স্পেশালি এই কথাগুলো পড়ে একটা প্রিয় গানের লিরিক মনে হয়েছে ।
এতো কাছে একি শহরে আমাদের বসবাস
তবু কারো দেখা নেই, চোখে চোখে কথা নেই
একি চাঁদরে পড়েনা নিশ্বাস
শূন্যতায় ঘিরে আছে শীতের বাতাস
০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুন্দর গানটি শোনানোর জন্য।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৩
মিরোরডডল বলেছেন:
আমাকে নিয়েও কেউ টেনশন করে ভাবতে ভালো লাগে ।
অনেকদিন পর সবাইকে দেখে, সবার মাঝে এসে আমারও ভালো লাগছে ।
০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ফিরে আশায় সবারই ভালো লাগছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার, চমৎকার শব্দের গাথুনি।
এযেনো আমারই আকুতি।