নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় - একটা এক্সপেরিমেন্টাল ফোক গান

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫১

এটাও একটা এক্সপেরিমেন্টাল গান। যারা প্রচুর গান শোনেন, কিন্তু গানের ক্যাটাগরি নিয়ে কখনো মাথা ঘামান না, কিংবা মাথা ঘামাবার প্রয়োজনও বোধ করেন না, তাদেরকে ক্লু ধরিয়ে না দিলে ব্যাপারটা বুঝবেন না। ফোক গানের বৈশিষ্ট্য হলো - সুর হবে খুব সহজ, কথাগুলো হবে আরো সহজ, যাতে সবাই বোঝেন, এবং গানের কথাগুলো হবে সচরাচর আঞ্চলিক ভাষায় রচিত, কিংবা সাধু-চলিত মিশ্রণ (যদিও যে-কোনো গানেই এটা সিদ্ধ)। আমার এক্সপেরিমেন্টটা তাহলে কী? যারা ফোক গান শোনেন, এবং বোঝেন, তারা এই গানটা ক্লাসিফাই করতে গেলে সমস্যায় পড়বেন। গানের কথাগুলো শুদ্ধ বা প্রমিত। সাধু-চলিতের মিশ্রণ নেই। সুরটা আপাতত সহজ মনে হয়, এবং গান শুনেই বলে দেয়া যায় এটা ফোক গান। কিন্তু গানের শুরুটা যাই হোক কিছুটা সহজ হলেও অন্তরা খুব চড়া টানে। ফোক গান, দেশের লেখাপড়া জানা বা না-জানা নির্বিশেষে সবার জন্য উপযুক্ত করে রচিত এবং গীত গান। কিন্তু এই ফোক গানটা সুরের দিক থেকে ফোক সুর হলেও লিরিকের দিক থেকে ফোক হতে পারে নি (বলতে পারেন, আমি ফোক লিখতে পারি নি। ফোক গান যত সহজ মনে হয় গাওয়া, সহজ ও সরল বা ন্যাচারাল ভাষায় লেখা ততটাই কঠিন)। স্বীকার করতে দ্বিধা নেই, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, লালন ফকির, জসীমউদ্‌দীন, প্রমুখ সঙ্গীত সম্রাটেরা যেভাবে ফোক গান লিখে গেছেন, কেউ জন্মগত প্রতিভা না পেলে তা সম্ভব না।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়




লিরিক

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

জীবন নদী বয়ে চলে, মিশে আপন ঠিকানায়
কথা ছিল সেই নদীতে বাইব তরী দুজনায়
কেন মিছে কথা দিয়ে
কথা তুমি রাখলে না
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

কথা ছিল, চাঁদের রাতে একদিন যাব যমুনায়
নদীর জোয়ার সাক্ষী রেখে ভাসবো মধুর জোছনায়
জোয়ার ভাটায় জীবন গেল
তুমি তো আর আসলে না
সোনার জীবন শেষ হয়ে যায় আশায় আশায় গো

সরল মনে তোমায় আমি সঁপেছিলাম অন্তর
ভালোবাসার ছলনা করে তুমি হলে দেশান্তর
কেন মিছে আশা দিয়ে
বুকে ছুরি দিলে হায়
অন্তর আমার ক্ষয় হয়ে যায় ব্যথায় ব্যথায় গো

০৮ ফেব্রুয়ারি ২০২২

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



ফোকলোর নিয়ে এক্সপিরিমেন্টাল গানটি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম ।
আমি ফোকলোর বিশেষজ্ঞ নই, তবে ফোকলোর আমি নিয়মিতই শুনি ।
ময়মনসিংহ গীতিকা নিয়ে সামুতে আমার একটি পোষ্ট আছে , সেখানে
বিষদভাবে তুলে ধরা হয়েছে চন্দ্রশেখর কতৃক সংগৃহীত এদেশের বহুল
পরিচিত কিছু ফোকলোর যা ময়মনসিংহ গীতিকায় অন্তভুক্ত হয়েছে
ও দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের পালাগানে ও পল্লী সংগীতে
গীত হয়েছে ।

এখানে উল্লেখ্য যে যখন বহির্বিশ্বে ফোকলোরকে লোকগোষ্ঠির জ্ঞান ও
জীবনাচরণের মূল হিসাবে দেখা হচ্ছে তখন আমাদের দেশে ফোকলোর বলতে
কেবল লোকসাহিত্যের কতগুলো শাখাকেই বোঝানো হচ্ছে। যদিও পরবর্তীতে
এই ধারণার কিছুটা পরিবর্তন ঘটে এবং ফোকলোর সৃষ্টিমূলক লোকজ্ঞান অভিধায়
অভিহিত হতে শুরু করে ।
খুব সহজভাবে বলা যায় অভিজ্ঞ লোকায়ত সমাজে বাসরত গণ মানুষের
সৃষ্টিলব্ধ শৈল্পিক জ্ঞানই ফোকলোর কেননা
'ফোক' অর্থ লোক আর 'লোর' অর্থ জ্ঞান এককথায় ‘লোকজ্ঞান’। কিন্তু এর দ্বারা
বিষয়টির সামগ্রিক রূপটিকে তুলে ধরার প্রয়াস এখনো তেমনভাবে নেয়া হয়নি। বিভিন্ন
কলাকুশলীগন এক্ষেত্রে লোকজ্ঞান, লোকবিদ্যা, লোকযান, লোকতত্ত্ব, লোকবিজ্ঞান,
লোককলা, লোকসাহিত্য, লোকশ্রুতি, লোকসংস্কৃতি, লোকবৃত্ত ইত্যাদি প্রতিশব্দ
ব্যবহার করেছেন এবং করে চলেছেন । অথচ ‘ফোক’ এর অর্থ লোক এটা নিয়ে
কোন দ্বিমত নেই যত মতান্তর সমস্তটাই ‘লোর’ শব্দটিকে কেন্দ্র করে। তাই মনে
হয় লোকসঙ্গীতের রূপতাত্ত্বিক বিশ্লেষণ সত্যিকারভাবেই একটি দুরূহ ব্যাপার । তবে
আমার প্রতিতি জন্মিছে যে আপনি এ ক্ষেত্রে একটি ভাল অবদান রাখতে সক্ষম হবেন।
এলক্ষ্যে আপনার প্রতি শুভেচ্ছা ও সমর্থন রইল ।

অবলিলায় বলা যায় যে বাংলাদেশের অর্থনেতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক
প্রেক্ষাপটের প্রতিটি ক্ষেত্রেই এদেশীয় জনগণ আবহমান কাল ধরে ফোকলোরকেই লালন
করছে এবং ভবিষ্যতেও করবে এমন আশাবাদ হৃদয়ে শক্তভাবে ধারন করলে এর
উত্তরোত্তর আরো উন্নতি ঘটবে ।

পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই,

আপনার অসামান্য বৈশিষ্ট্য অনুযায়ী, বরাবরের মতোই এক অতিমূল্যবান ও তথ্যবহুল কমেন্ট করলেন। অনেক কিছুই জানলাম এবং শিখলাম। আপনার এ কথাটাই খুব মুগ্ধ ও বিস্মিত হয়েছি - অবলিলায় বলা যায় যে বাংলাদেশের অর্থনেতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রতিটি ক্ষেত্রেই এদেশীয় জনগণ আবহমান কাল ধরে ফোকলোরকেই লালন করছে এবং ভবিষ্যতেও করবে। কারণ, এ কথাটা আমি নিজে বিশ্বাস করি, যদিও এত সুন্দর করে কোথাও গুছিয়ে বলতে পারি নি। অনেক অনেক শুভেচ্ছা এ কথাটার জন্য। আমরা মাছেভাতে বাঙালি, মনেপ্রাণে বাঙালি। জন্মে জন্মে বাঙালি। ফোকলোর হলো বাংলার প্রাণ।

আমার এ সামান্য গানটা আপনি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন ও মূল্যায়ন করলেন, আমার জন্য বড়ো প্রাপ্তি।

আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় আলী ভাই। ভালো থাকবেন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৯

সোহানী বলেছেন: ভালো লাগলো সোনাবীজ ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী আপু। শুভেচ্ছা আপনাকে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাংগালিনি সুফিয়া থেকে জাস্টিন বিবার, গানের ব্যাপারে আমি সর্বভুক!
এই গানটি ভাল লেগেছে। আমি প্রায়শই আপনার ইউটিউব চ্যানেলে ঢু মারি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার দৌড় অবশ্য বাংলা গান পর্যন্তই এবং বাংলা গানে অবশ্য আমি সর্বগামী, যদিও মাঝে মাঝে মূর্ছনা-তোলা হিন্দি গান শুনে থাকি (শুধু সুর, কথা বুঝি না বলে)।

ভালো লাগার দুটো জিনিস বললেন - (১) এ গানটা আপনার ভালো লেগেছে (২) মাঝে মাঝে আমার ইউটিউবে ঢুঁ মারেন। এ আমার জন্য অনেক আনন্দের।

ধন্যবাদ প্রিয় গিয়াস লিটন ভাই।

বাসায় ফেরা কি সম্ভব হয়েছে? :) :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফিরেছি,তেনার হাট বাজার করতে ওতো একজন লাগে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। তেনারা আছেন বলেই আমরা ধন্য। নইলে জীবনটা হইয়া যাইত তেজপাতা :(

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৩

জটিল ভাই বলেছেন:
এক্সপেরিমেন্ট পার্মানেন্ট করলে সোনারখনি আরো সমৃদ্ধ হয় সোনাভাই :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.