নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটা রহস্যগল্প

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫১

গুলিস্তানের গোলাপ শাহ’র মাজার থেকে বাসে উঠলাম। দেশের বাড়ি বেড়াতে যাবো। ঢাকা-মাওয়া সড়ক ধরে শ্রীনগরের ভিতর দিয়ে দোহার উপজেলায় ঢুকবো।

সকাল সাড়ে আটটার বাস কাঁটায় কাঁটায় সাড়ে আটটায় ছাড়লো। ৪০ সিটের বাসে জনা দশেক প্যাসেঞ্জার। এর আগে এত অল্প মানুষ নিয়ে গাড়ি ছাড়তে দেখি নি।
বাবুবাজার ব্রিজের গোড়ায় গিয়ে বাস থামলো। একজন দুজন করে উঠতে উঠতে প্রায় সবগুলো সিট ভরে গেলো। আমার পাশের সিটটা তখনও খালি পড়ে আছে দেখে আমি অবাক হচ্ছিলাম।

বাস ছেড়ে দিল। ব্রিজ পার হবার পর যেখানে গাড়িটি থামলো সেখানেই মেয়েটি দাঁড়িয়ে ছিল। মেয়েটি তরতর করে বাসে উঠে পড়লো, আর আমার মনে আনন্দ ঝিলিক দিয়ে উঠলো। ভিতরে একটি মাত্র সিটই খালি রয়েছে, অতএব সম্রাজ্ঞী এই সিটে না বসে কোথায় বসবেন?
‘এক্সকিউজ মি!’ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি মেয়েটি খুব মিষ্টি হেসে আমার পাশে দাঁড়িয়ে। ‘আপনার পাশে কি বসতে পারি?’ আমি গলে গেলাম। ‘অবশ্যই। অবশ্যই।’ বলতে বলতে বসা থেকে প্রায় দাঁড়িয়ে যাচ্ছিলাম।
‘অনেক অনেক ধন্যবাদ।’ আরেকবার মিষ্টি হেসে আমার দিকে সে তাকালো, আর আমার বুক কাঁপতে থাকলো।
‘দেশে যাচ্ছেন বুঝি!’
‘জি! আপনি?’
‘আমিও। কোথায় নামবেন?’
‘হলের বাজার।’
‘বাহ, দারুণ তো! আমিও ওখানে নামবো।’
মেয়েরা এত সহজে ছেলেদের আপন করে নিতে পারে তা আমি এ জীবনে বিশ্বাস করি নি। সে আমার সেল নাম্বার নিল, তার সেল নাম্বার আমাকে দিল। তারপর আমাদের মধ্যে অনর্গল কথা চলতে থাকলো। সে যখন হাসে, মনে হয় তার হাসির সাথে আমি মিশে থাকি। সে যখন গাঢ় চোখে আমার দিকে তাকায়, আমি কোথায় যেন হারিয়ে যাই। সে খিলখিল করে হাসে, খলখল করে তার সর্বাঙ্গে আলো ঝরে।

একটা বিদ্‌ঘুটে ব্যাপার ঘটতে থাকলো। মেয়েটার বামপাশে উলটো সাইডে বসা একটা লোক বার বার আমার দিকে ক্রূর চোখে তাকাচ্ছিল। হিংসা! পরশ্রীকাতরতা! পুরুষ মানুষ এমনই। একটা সুন্দরী মেয়ে আমার পাশে বসেছে, আর অমনি তার গতর জ্বলতে শুরু করেছে। তবে, মেয়েটিও এ বিষয়টি খেয়াল করেছে। সেও মাঝে মাঝে লোকটার দিকে কড়া চোখে তাকিয়ে ইশারায় জবাব দিয়ে দিচ্ছে- বামন হয়ে চাঁদের পানে হাত বাড়িয়ো না। খবরদার!

হলের বাজারে বাস থামলে আমরা নেমে পড়ি। মেয়েটি কোন দিকে যাবে আমি জানি না। সে একটা রিকশার দিকে এগিয়ে যাচ্ছে।
‘আসুন না!’ আমার দিকে ফিরে তাকিয়ে সে আমাকে তার রিকশার সঙ্গী হতে আহ্বান জানালো। আমি একবার জোরে মাটিতে পা ঠুকলাম- নাহ, স্বপ্ন নয়, বাস্তবেই এসব ঘটছে।... এটুকু আমি কল্পনা করছিলাম।
এরপর যা দেখলাম তার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। মেয়েটি রিকশায় উঠলো, আর তার পাশে গিয়ে চেপে বসলো ঐ লোকটা, বাসের ভিতরে যে-লোকটা তার উলটো সাইডে বসে ছিল।
যেতে যেতে দুজনেই আমার দিকে তাকিয়ে হাসতে থাকলো। আমি তাদের দিকে বোকার মতো তাকিয়ে থাকলাম। কিছু দূরে গিয়ে মেয়েটা ঘাড় উঁচু করে একবার পেছনে তাকালো, তারপর হাত নাড়িয়ে টা-টা জানালো আর শেষবারের মতো সুন্দর করে হাসলো।

৭ আগস্ট ২০১৪

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

জটিল ভাই বলেছেন:
বয়স বাড়ছে নাকি কমছে? হঠাৎ পুরোনো স্মৃতি মন্থর! ভাবী ভালো আছেনতো? =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শরীরের বয়স বাড়ে, কিন্তু মন তো চিরসবুজ :)

বাকি সব ঠিকঠাকই আছে জটিল ভাই, আপনি প্লিজ টেনশন নিয়েন না

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সাগর শরীফ বলেছেন: ব্যাপার না ভাই, কপাল খারাপ থাকলে সাদা কাপড়েরও রং উঠে যায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, শুভেচ্ছা নিবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোবুজ বলেছেন: মেয়েটির সাথের লোকটি কে ছিল বলে আপনার ধারনা?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন ও তাৎপর্যময় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের মধ্যেই সমস্ত রহস্যের সন্ধান রয়েছে। কিন্তু আমি আপাতত কিছু ধারণা করতে পারছি নে সোবুজ ভাই :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৬

হৃদ_স্পন্দন বলেছেন: সেলফোন গঠিত ব্যাপারটা বোধগম্য হলো না, সারসংক্ষেপ লেখার জন্য অনুরোধ করতেছি... :D

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা ছেলে আর একটা মেয়ে পরস্পরের সাথে পরিচিত হবার পর সেল নাম্বার চাওয়া চাওয়ি করে। আগের দিনে বাসার ঠিকানা/ মেইলিং অ্যাড্রেস চাইত :)

এর চাইতে বেশি বলা গুরুর নিষেধ :(

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়তে পড়তে "টিকাটুলি মোড়ে একটা হল রয়েছে" গানটা মনে পড়ছিল। তারপর ভাবলাম কোনো ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন। শেষে বুঝলাম মেয়েটা "খদ্দের" খুঁজছিল।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা। পড়তে পড়তে তো আপনার কল্পনাবিলাসী মনে অনেক কিছুই উঠে আসছিল দেখি, কিন্তু শেষ কল্পনাটা ডিভাস্টেটিং ছিল :)

একটা চমৎকার গানের কথা বলেছেন। খুঁজে পেলুম :)

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০১

জুন বলেছেন: রহস্যময়ীর সাথের লোকটা যত খারাপই হোক ছাই ভাই তারপরও আপনি আমার/ আপনারও দেশের বাড়ি যাচ্ছেন সেই চির চেনা পথ বেয়ে, তাতে যে কি মায়া জড়িয়ে আছে বলার নয়। সেই সাথে বহু পরিচিত এক মাটির সোঁদা গন্ধর সাথে জাক দেয়া পাটের ভুরভুরে এক গন্ধ নাকে এসে লাগলো ।
+

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অদ্ভুত ব্যাপারটা হলো, আমি যখন গ্রামের কথা মনে করি, এখনো এখনো শৈশবের গন্ধগুলো ভুরভুর করে নাকের ভিতর ঢুকে যেতে থাকে। কেন জানি না, কিছুদিন আগে পাট জাগের গন্ধটা খুব বেশি করে নাকে পাচ্ছিলাম। বর্ষার শেষে বিভিন্ন ক্ষেতে, আড়িয়াল বিলে কচুরিপানা ও কাদার একটা মিশ্রিত গন্ধ ভেসে বেড়াত। কোনো ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় এ গন্ধটা নাকে এলে আমি এখনো খুব এক্সাইটেড ফিল করি।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এ..... এইরকম একটা কান্ড করতে পারলো!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ অন্যায়ের বিচার হওয়া আবশ্যিক। আপনার কাছে ফরিয়াদ চাইলাম

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় সে দিন মাজারে টাকাপয়সা দান করে ছিলেন যার ফলস্বরূপ সুন্দরী জুটলো

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা। সেরা কৈতুক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১১

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পরে মেয়েটির সাথে ফোনে কথা হয়েছে কী? বা পুনরায় দেখা সাক্ষাত?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন পর আপনাকে দেখতেছি। নায়িকা সংবাদ সংক্রান্ত কোনো পোস্ট কি হবে না আর? :)

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: জনাব আপনি সম্ভবত আমার গ্রাম পার হয়েই দোহার যান।
বালাসুর, তিন দোকান আলামিন বাজার এই পথেই আপনি সম্ভবত দোহান যান। যদি এই পথে যান তাহলে নিশ্চয়ই কামার গাও এঁর নাম শুনেছেন? আমার গ্রাম কামার গাও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এর আগে এ বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আপনাদের বাড়ির সামনে দিয়াই আমাদের দোহারে যাওয়ার বাস রোড আছে। কামার গাঁও খুব পরিচির জায়গাই। আল-আমিনও।

আপনাদের বাড়িতে আমার দাওয়াত রহিল।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখি পারি কিনা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লিজ জলদি দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.