নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যেতে যেতে আজ
সকালেই দেখা যদি হয়
তার হাতে আমি এই ফুলটি দেব
ফুল নিয়ে যদি সে একটু হাসে
তাকে নিয়ে সারাদিন গান লিখবো
এই পথে যেতে যেতে তাকে দেখা যায়
মিটিমিটি হাসে আর আড়চোখে চায়
চোখে চোখ পড়লেই কেঁপে ওঠে বুক
সে আমারে দিল একি ভীষণ অসুখ
একদিন সত্যিই শুধাবো তাকে
ওগো মেয়ে
কাউকে কি ভালোবাসো, বলো আমাকে
কিছু না বলে সে যদি মুচকি হাসে
ভেবে নেব সে আমাকে ভালোবাসে
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : যেতে যেতে আজ সকালেই দেখা যদি হয়
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী আর করা, আপনাকে তো বলছিলাম, আপনি তা করলেন না
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৮
নেওয়াজ আলি বলেছেন: আর এই ফুলটি হলো লাল টকটকে গোলাপ
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার গীতি-কবিতা। ভিডিও চিত্রগুলোও সুন্দর।
তবে সুরটা তেমন চমৎকার হয়নি বলে মনে হলো। কিছু কিছু জায়গায় 'মনোটনি' এসেছে। সুরে আরেকটু উচ্ছ্বাস থাকলে ভালো হতো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক জায়গাটাই ধরেছেন তার। 'তাকে নিয়ে সারাদিন গান লিখবো' কথাটায় খুব টান হবে, চড়া গলায়। আমার গলা ওরকম না হওয়ায় ঐ জায়গাটা মেলাতে পারছিলাম না। বেশ কয়েকবার ট্রাই করেও হয় নি, আর ওটাকে ফিনিশিং দিতে গিয়ে বার বার কথাটাকে রিপিট করতে হয়েছে।
গঠনমূলক কমেন্টের জন্য ধন্যবাদ স্যার।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১
ফয়সাল রকি বলেছেন: বাহ। ভালো তো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফয়সাল রকি ভাই।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৫
জটিল ভাই বলেছেন:
ভাবীর ব্লগে একখানা একাউন্ট থাকা জরুরী মনে করছি
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও তাই মনে করছি
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: তাসনিয়া ফারিন ও আছে দেখি পোস্টে। সুর ও কথা ভালো লাগলো।+