নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যেই প্রেমে হয় যন্ত্রণা, কেন সেই প্রেম আমার হয়?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৫

একদিন কোনো গান না হলে মনে হয় গান থেকে অনেক দূরে চলে গেছি। অথচ মাত্র ২দিন আগেই একটা গান শেয়ার করেছি। একটা হাস্যকর ব্যাপার বলি, ব্লগে পুরোনো কমেন্ট পড়ে মজা পাই। নিজের গল্প রিভিশন দিতে যেয়ে পড়তে মজা পাই। কবিতা পড়ে আনন্দ পাই। তেমনি, নিজের গলার গানগুলো শুনেও মাঝে মাঝে আপ্লুত হই। ইউটিউব কতযুগ থাকবে জানি না, এবং আমার ইউটিউব চ্যানেলটাই বা কতদিন টিকে থাকবে, তারও নিশ্চয়তা নেই। আর নিশ্চয়তা নেই আমাদের জীবনেরও। পিসির বাটন টিপতে টিপতে পাশে উপবিষ্ট স্ত্রী হয়ত হঠাৎ চিৎকার দিয়ে উঠতে পারেন - বাকিটা বলার তো আর অপেক্ষাই রাখে না। কিছু গানও, কবিতা, গল্পের সাথে রেখে যেতে চাইছিলাম। আরো কিছুদিন প্রাণ থাকলে একদিন এগুলো পূর্ণাঙ্গ মিউজিক হিসাবে কোনো শিল্পীর কণ্ঠে গীত হবে। নইলে এগুলো নিয়ে খুব বেশি অপটিমিস্টিক না। গান ভালো লাগে, তাই লিখি ও সুর করি। প্রতিটা মানুষের মতো আমারও গাইতে সাধ হয়, তাই সেগুলোও গেয়েও থাকি।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : যেই প্রেমে হয় যন্ত্রণা, কেন সেই প্রেম আমার হয়?




লিরিক

যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই

আমি থাকি বন্ধুর আশায়
বন্ধু ঘোরে পাড়ায় পাড়ায় গো
বন্ধুর অবহেলায় আমি
জ্বলে পুড়ে হইলাম ছাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর প্রেমে পড়ে আমি
কেঁদে মরি দিবাযামী গো
বন্ধুর পিছে জীবন গেল
বন্ধুর কোনো সাড়া নাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর কথা যায় না ভোলা
প্রাণে সয় না বন্ধুর জ্বালা গো
ইচ্ছা করে কলসি গলায়
নদীর জলে ডুবে যাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

১৫ ফেব্রুয়ারি ২০২২


উৎসর্গ : খায়রুল আহসান ও ড. এম এ আলী, সেরাসের সেরা দুজন শ্রদ্ধেয় ব্লগারকে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:২৪

জটিল ভাই বলেছেন:
যাক্! আমি তবে ঠিক ধরেছি =p~

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক কী ধরলেন? সূত্রসহ ব্যাখ্যা দিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.