নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এখানে দুটো গান। প্রথমে করা গানটা রোমান্টিক মিলনাত্মক ছিল। কিন্তু সুরটা হিয়ে গেছে খুব বিষণ্ণ। আমি মুগ্ধ হয়েছি এ কারণে যে, আমার কয়েকজন বন্ধুর এ গানটা খুব ভালো লেগেছে। কিন্তু, আমার মনের খুঁতখুঁত যাচ্ছিল না কিছুতেই। বিষণ্ণ সুরের সাথে মিল রেখে লিরিকে কিছু পরিবর্তন আনা হলো। পরিবর্তনটা খুবই সামান্য। পরের গানটাকে প্রথম গানটার ক্লোন বলা যেতে পারে।
মনে পড়ে
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াতে পাশে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে গিয়েছি
তুমি এসে পায়ে পায়ে
হেঁটেছো আমার আঙুল ছুঁয়ে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও ছিলে সেখানে
জীবনের স্বাদ খুঁজে নিতে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
১৮ ফেব্রুয়ারি ২০২২
গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন - মনে পড়ে, যখন বৃষ্টি নামে দুপুরে
ভালো লাগে : এটাই প্রথমে সুর করা ও গাওয়া হয়েছিল
কথা ও সুর : খলিল মাহমুদ
ভালো লাগে -
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াবে পাশে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে চলি
তুমি এসে পায়ে পায়ে
হাঁটবে আমার আঙুল ধরে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও আমার সাথে
জীবনের সন্ধানে যাবে
ভালো লাগে
ভালো লাগে
ভালো লাগে
১৮ ফেব্রুয়ারি ২০২২
গানের ইউটিউব লিংক
ফটোমিক্স ভার্সন-১ : লিংক - ভালো লাগে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
ফটোমিক্স ভার্সন-২ : লিংক - ভালো লাগে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
উৎসর্গ
কয়েকজন ব্লগার প্রচুর গান শোনেন, গানের উপর তাদের জ্ঞানও অগাধ। আমি গান লিখি, সুর করি, প্রচুর শুনিও, কিন্তু তাদের মতো অত জ্ঞান নেই, অকপটে স্বীকার করে নিলাম।
ব্লগার আখেনাটেন
ব্লগার ঠাকুর মাহমুদ
ব্লগার পদ্মপুকুর (অনেকদিন ধরে তিনি ব্লগে নেই)
ব্লগার পঁচাত্তর
ব্লগার মরুভূমির জলদস্যু
ব্লগার জুল ভার্ন
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে উৎসর্গ আমার নাম জুড়ে দেয়ায়।
আমি গান শুনি সত্যি, তবে গান সম্পর্কে আমার জ্ঞন শূন্য। তাছাড়া মূলত জীবনমুখী গানের শ্রতা, বাকি গান খুব অল্পই শুনি।
আপনার গানগুলিতে আলাদা একটা দরদ থেকে। যা কমতি থাকে সেগুলি ঐ দরদই কাবার করে নেয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নিয়মিত উপস্থিতি যেমন আনন্দদায়ক, গঠনমূলক মতামত তেমনি উপকারী। ধন্যবাদ সবকিছুর জন্য।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো
কত দূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়েই শোধ করতে হয়। আপনার জন্য আমার প্রিয় বড় ভাই গানের পাখি নিয়াজ মোহাম্মাদ চোধুরী ভাইয়ের গান উপহার। আপনাকেও আমার ছোট একটি ভিডিও উপহার দিলাম। আপনার উৎসর্গে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই।
অনেক অনেক ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় ঠাকুরমাহমুদ ভাই,
আপনার উপস্থিতির জন্য ধন্যবাদ শুরুতেই। আপনার ভিডিওটি দেখে এলাম। সুন্দর ভিডিও। আপনার গ্রামের ছবি? শ্লোগানটা ভালো লেগেছে - জীবনের শুরু ও শেষ যেখানে।
অনেক অনেক শুভকামনা থাকলো। আর নিয়াজ ভাইয়ের গানটাও নিয়ে যান।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৫০
সোহানী বলেছেন: অনেক ভালোলাগা সোনাবীজ ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪২
জুল ভার্ন বলেছেন: চমতকার!!! +