নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একদিন হুটহাট চলে আসবে
আমি অপ্রস্তুত, হয়ত ঘুম থেকেই উঠি নি,
অগোছালো বিছানা, বালিশটা থুত্থুরে বুড়ির মতো
পাতলা, বুক চ্যাপটা; চেয়ারে ঝুলছে ময়লা তোয়ালেটা
ভ্যাঁপসা কিছু গন্ধে ঘরটা ভরে আছে
আর এক-কোণে ফেলে রাখা জাঙ্গিয়াটা
নৈরাজ্যের শেষান্তে পৌঁছে দিয়ে ঘরটা করেছে
অতিথি অভ্যাগতের চরম অযোগ্য
একহাতে নাক ধরে কাঁথাটা টান দিয়ে ঝেড়ে
বারান্দায় ঝুলিয়ে দেবে রোদে; মেঝেতে ঝাড়ু মেরে
কিছুটা সুশীল বানাবে ঘরটা, আর আমাকে
'পুরুষরা কেন এত আইলস্যা হবে' বকতে বকতে
অতীষ্ঠ করে তুলবে - আমি কখনোই ভাবি না, তুমি
ঠিক এরকম কোনো সিনেমার নায়িকার মতো
ভালোবাসবে আমাকে
একজন বেকার, হতাশাগ্রস্ত, ভবিষ্যত-খুঁজে-না-পাওয়া যুবকের
কোনো প্রেমিকা থাকতে নেই। প্রেম দেবে না কোনো প্রেরণা,
সারাক্ষণ ভাবনাবিলাস তাকে কুরে কুরে খাবে, স্বপ্নের ভেতর
প্রেমিকার হাতে বাদাম খেতে খেতে ক্ষুধায় কেঁকিয়ে উঠবে
আর তখনো বালিশের নোনতা কোনাটা দাঁতের কবলে
অস্থির চিবানোরত
একদিন হুটহাট চলে আসবে, আমার হোস্টেলে, মেসে,
এমন কোনো প্রেমিকাভাগ্য আমার ছিল না। নেই।
২১ ফেব্রুয়ারি ২০২২
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪২
জটিল ভাই বলেছেন:
লিখা পড়ি আপনার, কিন্তু ভাবনা আশে ভাবীকে নিয়ে।
তবে নয়া সোনার আগমনে এখন আপাকে কিছু লিখতেও ভয় হয় প্রিয় সোনা ভাই!
জটিলবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপন মনে লিখুন। পরাজয়ে ডরায় না প্রেমিক, কারণ, তিনি সংসপ্তক
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায়, এইটাতো আমা চিত্র প্রথমেই পেশ করছেন ভাইজান।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় হায়, বলেন কী?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৯
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: মানে কি??
বেকাররা প্রেম করতে পারবে না?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গরীবের জন্য প্রেম হলো একটা ঘোড়ারোগ
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫
জুল ভার্ন বলেছেন: গল্পের মতো কবিতা! ভিন্নতা ভালো লেগেছে।