নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ও সুজানা, তুই আমারে তুলে নিয়ে যা

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৩

ও সুজানা, তুই আমারে
তুলে নিয়ে যা
তোকে ছাড়া প্রাণ যে আমার
বাঁচিয়ে রাখা যায় না
রাখা যায় না

আমরা ছিলাম একটি বোঁটায়
দুইটি ফোটা ফুল
একটা ফুলে আঘাত পেলে
অন্যটা ব্যাকুল
কলজে ছিঁড়ে চলে যে গেলি
বলে গেলি না
বুক পুড়ে হায় ছাই হয়ে যায়
কেউ তো দেখে না
কেউ তো দেখে না
ও সুজানা, তুই আমারে
তুলে নিয়ে যা

বলেছিলি, তুই কখনো
ছেড়ে যাবি না
আমারে দেয়া মনটারে তুই
ফিরিয়ে নিবি না
ও সুজানা, সত্যি আমায়
ভুলে কি গিয়েছিস?
তোর মনে কি নামটি আমার
মুছে দিয়েছিস?
মুছে দিয়েছিস?
ও সুজানা, তুই আমারে
তুলে নিয়ে যা

এক হৃদয়ের অর্ধেক আমার
অর্ধেক ছিল তোর
আমার দেহের প্রাণ যে ছিল
তোর প্রানের ভেতর
প্রাণটি নিয়ে পালিয়ে গেলি
কেন ভাবলি না
এখন আমি কেমন আছি
খবর নিলি না
বেঁচে আছি, না মরেই গেছি
একটু দেখে যা
একটু দেখে যা
ও সুজানা, তুই আমারে
তুলে নিয়ে যা
তোকে ছাড়া প্রাণ যে আমার
ধরে রাখা যায় না

২৪ ফেব্রুয়ারি ২০২২


কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

ইউটিউব লিংক : ও সুজানা, তুই আমারে তুলে নিয়ে যা


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

জটিল ভাই বলেছেন:
"ও বেহুলা.....
আমি মরলে আমায় নিয়ে ভাসায়ো ভেলা" টাইপের ভালো লাগলো.........

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই কমেন্টের জন্য। শেয়ার করা গানটা শুনে এলাম। দারুণ লেগেছে, যদিও অর্ধেকটা শুনেছি। সময় পেলে বাকিটা পরে শুনবো নে :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩

হাবিব বলেছেন: শুভকামনা খলিল ভাই। মিউজিক হলে আরো ভালো লাগতো। আপনি রেকর্ডিং করেন কিভাবে? মাইক্রোফোনে নাকি হেড ফোন দিয়ে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটি শোনার জন্য ধন্যবাদ হাবিব ভাই।

আমার রেকর্ডিঙের কথা শুনলে তো হাসবেন, একেবারে র, মানে কাঁচার কাঁচা :) আমার ছেলেদের মতো সফিস্টিকেটেড ইন্সট্রুমেন্ট নাই, এবং ওটা দিয়ে সম্ভবও না :(

মোবাইলটা শুধু মুখের কাছে ধরে রাখি। তবে, ধরার কিছু টেকনিক আছে। অডিও ইনপুট বা রিসিভারটা যেন মুখের বরাবর না থাকে, যাতে মুখের শ্বাসের শব্দটা কম আসে। এরপর নয়েস রিমুভালের জন্য এফএল স্টুডিয়ো নামকে এক সফটওয়্যারে যাই। অডিও-ভিডিও মেকিঙের জন্য ফিলমোরা শেয়ারে যাই। এখানকার কাজটা জটিল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটাতে আমার স্কিল ভালো। ভয়েস-টেক অনেকবার করতে হয়। কাটাছেঁড়া জোরাতালি দেয়ার পর এই প্রডাক্ট আসে :)

ব্যাকগ্রাউন্ড মিউজিক আপাতত দেয়া সম্ভব না। ওটার জন্য যে প্রিপারেশন লাগে, তার জন্য আমার সময় নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.