নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি চলে গেছো

০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:১২

সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি



সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়



কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে

০৬ ডিসেম্বর ২০২১




কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
কণ্ঠ : : মেহেদী
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : প্রকাশ
লিড গিটার : সোহেল
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন

গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো - মেহেদী

সেই তুমি চলে গেছো - খালি গলায়, খলিল মাহ্‌মুদ
















মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:২৯

স্প্যানকড বলেছেন: এ মা ! সুচিত্রা আমার প্রথম ক্রাশ ! খুব ভালো হইছে। ভালো থাকবেন।

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুচিত্রা সেন ইন ফ্যাক্ট আমাদের দাদাদেরও ক্রাশ ছিলেন :)

ভালো হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

২| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খালি গলারটাই বেশী ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেকর্ডিঙের উদ্দেশ্যে রেকর্ড করা হয় নি। প্র্যাক্টিস করার সময় মোবাইলে রেকর্ড করা, ফলে ভয়েসটা ক্লিয়ার আসে নি।

দুটো গানই শোনার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

রাজীব ভাই, কিছু মনে করবেন না - আপনার 'সহজ সরল সুন্দর' কথাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন, এটা বেশ একঘেঁয়ে হয়ে গেছে।

কিছু মনে করলেন না তো? :)

৪| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪

মিরোরডডল বলেছেন:




ধুলো, গানটা ভালো হয়েছে , সুন্দর কথা সুর, সুবীর নন্দী টাইপের হয়েছে ।
কিন্তু তবলার শব্দটা অতিমাত্রায় হয়ে গেছে, তবলা না থাকলে আরও বেশী ভালো হতো ।

মেহেদী কি প্রফেশনাল গায়ক ?





০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, মেহেদীর কণ্ঠ হলো সুবীর নন্দীর কণ্ঠের মতো। সুবীর নন্দীর গানগুলো সে সুবীর নন্দীর মতোই গায়। আমার খালি গলায় গাওয়া গানটা হলো অরিজিন্যাল সুর। মেহেদী নিজের মতো করে গাইতে গিয়ে সুবীর নন্দীতে আক্রান্ত হয়েছে অনেক ক্ষেত্রে।

৫| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

মিরোরডডল বলেছেন:
এই মেহেদী কে?
ভালো গায় ।


০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জনৈক ছোটোভাই।

৬| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:০৮

মিরোরডডল বলেছেন:



জনৈক ছোটভাইকে আমার কমপ্লিমেন্ট পৌঁছে দিবে ধুলো ।
গানটা খুব ভালো লেগেছে ।
এই গানের স্রষ্টা ধুলোকেও থ্যাংকস ।


০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। সবাইকেই পৌঁছে দেব।

৭| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: বাহ অনেক সুন্দর!!


ভাইয়া আমাকে একটা গান গাইতে বলেছিলো!!!


গাইতেই পারলাম না!!! :(

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো আপু।

এই গানটা ফিমেইল ভয়েসের জন্যই। এটার মিউজিক কম্পোজ করা আছে। আপনি এটাও চেষ্টা করে দেখতে পারেন - অরিজিন্যাল সুর খালি গলায় গাওয়া গানটা।

ধন্যবাদ গানটা শোনার জন্য।

৮| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সৃষ্টি করা গানটা খুব ভালো লেগেছে। কণ্ঠটা সুবীর নন্দির মত।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ শিল্পীগোষ্ঠির একটা বৈশিষ্ট্য হলো, শিল্পীরা যার গান করেন, মূল শিল্পীর কণ্ঠ ও গায়কী হুবহু নকল করার চেষ্টা করেন। অনেকে আবার বাই ডিফল্ট কোনো প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠের কাছাকাছি কণ্ঠের অধিকারী। এ গানের শিল্পী মেহেদীর কণ্ঠ এমনিতেই ভালো, সে আবার সুবীর নন্দীর গানের স্পেশিয়ালিস্ট। কাজেই, আমার গানে সেই প্রভাব পড়ে গেছে।

একবার এক লালনগীতির শিল্পীকে বলেছিলাম আমার একটা গান গাওয়ার জন্য। তিনি খুব ভালো গাইলেন, কিন্তু গানটা হয়ে কিন্তু সুরটা হয়ে গেল লালন ধাঁচের

গানটা আপনার ভালো লাগায় আমারও ভালো লাছে পঁচাত্তর ভাই। ধন্যবাদ শোনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.