নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ও ট্যালেন্টেড ব্লগার মিরোরডডল কিছুদিন আগে ব্লগে প্রত্যাবর্তন করেছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে তারই লেখা কিছু লিরিকে সুর দেয়ার চেষ্টা করেছি। যারা সুর নিয়ে খেলা করেন, তারা বুঝবেন, আনাড়ি সুরকার হলেও এখানে সুর নিয়ে কিছু খেলা করার চেষ্টা করেছি।
মিরোরের লিরিক আমার ভালো লেগেছে বলেই সুর করেছি।
কথা : ব্লগার মিরোরডডল
সুর : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক :
অডিও ভার্সন-১ আমি তো ফিরে ফিরে আসবো তোকে জ্বালাতে
অডিও ভার্সন-২ আমি তো ফিরে ফিরে আসবো তোকে জ্বালাতে
আমি তো ফিরে ফিরে আসবো
তোকে জ্বালাতে
জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে
নইলে মনে রাখবি না তো
তুই দেখিস,
আমি আবার ফিরে আসবো
আসবো, তোকে জ্বালাবো, পুড়াবো
পুড়িয়ে ভস্ম করবো তোকে
তারপর চলে যাব বহু দূরে
কী ভাবছিস?
সময়ের সাথে ভুলে যাবি আমাকে?
না,
যখন আরশিতে চোখ রাখবি
দেখবি পোড়া দগদগে ঘা
কী ভাবছিস?
সময়ের সাথে ভুলে কি যাবি আমাকে?
যখন আরশিতে চোখ রাখবি
পোড়া দগদগে ঘা দেখবি
তখনই তোর মনে পড়বে আমাকে
তুই যে তখন ভীষণ কষ্ট পাবি
দূরে থেকে তৃপ্ত হবো আমি
তোকে পোড়ানোর মাঝেই আমার সকল আনন্দ
০২ মার্চ ২০২২
অডিও ভার্সন-১
অডিও ভার্সন-২
০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গানটি শোনার জন্য ও প্রথম কমেন্টের জন্য।
২| ০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: জ্বালানো এবং পোড়ানোর জন্য ওনার বাংলাদেশ আসতে হবে না। উনি অস্ট্রেলিয়াতে থেকেই পারবেন বলে মনে হয়।
গান খুব ভালো হয়েছে। তবে গানটা ওনার গলায় হলে আরও ভালো এবং ন্যাচারাল হত।
০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তবে গানটা ওনার গলায় হলে আরও ভালো এবং ন্যাচারাল হত।
এ কথাটা তো আমারও মনে ছিল, আপনি কীভাবে সেটা জানতে পারলেন?
শুরুর কথাটা ভালো বলেছেন
৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:০২
একলব্য২১ বলেছেন: মিরোরডল যে গান লিখেন সেটা তো জানতাম না। খুব ভাল হয়েছে গানের কথা।
আপনাদের যৌথ প্রযোজনা কাজ ভাল হয়েছে।
আচ্ছা এই গানটা কোন প্রফেশনাল গায়ক/গায়িকা দিয়ে গাওয়ানো যায় না।
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য এবং প্রশংসার জন্য।
এগুলোকে পাগলামি বলতে পারেন, যার অপর নাম নেশা। প্রফেশনালদের দিয়ে গাওয়ানোর জন্য যে ঝামেলা, সেই সময় ও সুযোগ খুব একটা নাই, তাই নিজে লিখি নিজে গাই নীতিতেই চলছি ভালো থাকবেন।
মিরোরডডলের জন্য শুভ কামনা।
৪| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯
স্প্যানকড বলেছেন: বেশ ভালো হইছে। সাথে কিছু মিউজিক মানে গিটার এর টুং টাং হলে ভালো হতো।
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটো ছেলের কাছে আরজ করেছিনু দুপুরে, বড়ো ছেলের কাছে সন্ধ্যায়। সবাই যার যার কাজে ব্যস্ত। যাদের কাছে মিউজিক আছে, ওখানে যাওয়া আবার একটু আলসেমি, ইত্যাদি অনেক জড়তা আছে।
গানটা শোনার জন্য ধন্যবাদ।
৫| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৪০
মিরোরডডল বলেছেন:
ধুলো, আমিতো লজ্জায় শেষ !!!!!!
মাটিতে মিশে যাচ্ছি বলতে পারছি না, কারন মাটির অনেক ওপরে অবস্থান করছি
ধুলোর সুর সুন্দর হয়েছে, সুরে উঠা নামা কাজ আছে, সেদিনের গানটার মতো ।
থ্যাংক ইউ সো মাচ ধুলো ।
আমি কি গান লিখি, না লিখেছি কখনও !!!
পচা ডিম বা গালি খেলে কিন্তু ধুলোকে ডাইভার্ট করে দিবো
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকগুলো ভার্সন করা হয়েছে। আপাতত দুইটা ভার্সন দিলাম। এরপর সুযোগ হলে মিউজিকসহ আরেকটা ভার্সন করবো। মিউজিক ভার্সন করতে গেলে অবশ্য বেশকিছু দিন অপেক্ষা করতে হবে, সুরটা আরেকটু ম্যাচিউর হওয়ার পর, আই মিন, মাঝে মাঝে এটা রিহার্স করলে সুর রিফাইন হবে।
ধন্যবাদ লিরিকের জন্য। আপনি চেক করে দেখুন, আপনার লিরিক থেকে কতটুকু চেঞ্জ করা হয়েছে। মিনিমাম, ২/৪টা শব্দ বোধহয় হবে। আমার জন্য এটাও একটা প্র্যাক্টিস বা টেস্ট বলতে পারেন, লিরিক চেঞ্জ না করে সুর তোলার চেষ্টা
৬| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:২৫
মিরোরডডল বলেছেন:
পোড়াবো, ওটা পুড়াবো করা হয়েছে ।
আনন্দযজ্ঞ থেকে আনন্দ করা হয়েছে ।
খুব সামান্য চেঞ্জ, ইটস অল গুড ধুলো
ভুপেনের এই গানটা শুনছিলাম আজকে, কি যে সুন্দর !
না পাওয়ার বেদনায় কান্না এলে
আমার এ হাসি তুমি হেসো
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরো ছোটোখাটো দু-একটা,
অনেক দূর < বহু দূর ('অনেক' দিয়ে গাওয়ার অনেক চেষ্টা করেছি, মিলাইতে পারি নাই ছন্দ/তাল )
জ্বালাতে'র আগে 'তোকে'
ছাই-ভস্ম থেকে ছাই বাদ
যে অংশটা কবিতা হিসাবে আবৃত্তি করা হয়েছে, ওটা অরিজিন্যাল, সুর দেয়ার সময় একটু রি-অ্যারেঞ্জ করা হয়েছে মাত্র
আনন্দযজ্ঞ < সকল আনন্দ
লিরিকে সুর দেয়ার সময় অনেক চেঞ্জ হয়, বাট আমি নিজের প্রতিভায় মুগ্ধ এ কারণে যে, আমি খুব সামান্যই চেঞ্জ করেছি
৭| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:২৯
শায়মা বলেছেন: জ্বালাতে আসবে!!!!!!!!!!
হায় হায় কি বলো!!!!!!!!!!
সে তো লক্ষী মেয়ে!!!!!!!!!!!!
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জ্বালাতে তার ভালো লাগে
৮| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪১
মিরোরডডল বলেছেন:
যে জ্বলতে ভালোবাসে তাকে জ্বালাতে ক্ষতি কি
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সলতে'র জন্মই হলো জ্বলতে; তাকে না জ্বালালেও সে জ্বলবেই
৯| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: একটা বাংলা সিনেমার গান আছে-
আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো ....
জ্বালো আরও আগুন জ্বালো ঢালো আরও পানি ঢালো এমন কি যেন
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আমাদের হাইস্কুল জীবনের অতি প্রিয় জাতীয় বিরহ সঙ্গীত। আমরা দল বেঁধে কোরাস গাইতাম। বশীর আহমেদের গাওয়া।
মনের মতো স্ত্রী
১০| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৬
মিরোরডডল বলেছেন:
হ্যাঁ, ওগুলোও নোটিস করেছি ।
জানিতো যেখানে প্রয়োজন হবে, ধুলো নিজের মনে করে ঠিক করে নিবে
লিরিকে সুর দেয়ার সময় অনেক চেঞ্জ হয়, বাট আমি নিজের প্রতিভায় মুগ্ধ এ কারণে যে, আমি খুব সামান্যই চেঞ্জ করেছি
নিজের প্রতিভা মূল্যায়ন করতে পারা, দেটস গুড
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্যে মূল্যায়ন না করলে তখন নিজেকেই মূল্যায়নে নেমে যেতে হয়। পরাজয়ে ডরে না সংসপ্তক বীর। সব নস্যি তার সামনে, কামান, ট্যাংক, কিংবা ধনুকের তীর
১১| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৫২
শায়মা বলেছেন: মনের মতো স্ত্রী!!!!
এই সিনেমার নাম??
০৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনের মতো বউ
১২| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৩০
মিরোরডডল বলেছেন:
ওহ ! একটা কথা বলতে ভুলে গিয়েছি ।
গানের মাঝে কবিতা, এটা ধুলোর গানে আগে শুনিনি ।
এই সংযোজনটাও ভালো লেগেছে । থ্যাংক ইউ ।
০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের মাঝখানে কবিতা আরো দুই তিনটা গানে আছে। সর্বশেষ, যদ্দূর মনে পড়ে, ১৩ বা ১৪ ফেব্রুয়ারির গানে, যেতে যেতে আজ যদি দেখা হয়।
১৩| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: দারুন কাজ
০৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অপু তানভীর ভাই।
১৪| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে গান হয়েছে
বাড়ুক মিরোর মান
রাখবে মনে এইনই গান
এ যে ধুলোর অবদান।
০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন মাইদুল সরকার ভাই। ধন্যবাদ।
১৫| ০৭ ই মার্চ, ২০২২ ভোর ৪:২৭
সোহানী বলেছেন: ও মাই গড!!! মিরো গান লিখে.............. । অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ।
চমৎকার লাগলো।
০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
১৬| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সুপার্ব।
০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।
১৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ও মাই মাই আমাদের ডল এর লেখা গান ! অভিনন্দন ডল।
আপনার সুর ও চমৎকার ভাই।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ডলির গানে আপনার উচ্ছ্বাস ভালো লাগলো। সুর চমৎকার হয়েছে জেনে খুবই ভালো লাগছে। শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: যৌথ প্রযোজনা ভালো হয়েছে।