নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ব্লগার স্প্যানকড-এর মগজে এখন টগবগ করে ফুটছে কবিতা। তিনি যা লিখছেন, তাই কবিতা হয়ে যাচ্ছে। তার কবিতাগুলো সাবলীল। ইতিমধ্যে তার একটা স্বতন্ত্র ও স্বকীয় ধারা তৈরি হয়ে গেছে ব্লগে, কবিতার পাঠক তার কবিতা পড়ে থাকলে সহজেই বুঝবেন।
স্প্যানকড-এর কবিতার ভক্ত আমি প্রথম থেকেই। যার কবিতা ভালো লাগে, তাকে শুরুতেই এ কথা বলে ফেলি এবং নিয়মিত তার কবিতা পড়তে থাকি। স্প্যানকড আমার নিয়মিত পাঠের মধ্যেই ছিলেন, যদিও সব সময় কমেন্ট করা হয় নি। তবে, তার কিছু কিছু ইমেজ মাঝে মাঝে দৃষ্টিকটু হয়ে যায়, সেটাও এ ফাঁকে বলে রাখলাম
তো, হঠাৎ তিনি এ পোস্টে আমাকে উদ্দেশ্য করে লিরিক শেয়ার করে ফেললেন। আমি যতগুলো গান এ যাবত সুর করেছি, আমার নিজের ও অন্যান্যদের, আমার বলতে দ্বিধা নেই, স্প্যানকড-এর লিরিক সেগুলোর মধ্যে একেবারে প্রথম কাতারেই স্থান পাবে। এ লিরিকের সাথে যথাযোগ্য মানের সুর তৈরি করতে পেরেছি কিনা জানি না, তবে শায়মা আপার মারফত জানা গেল, স্প্যানকড নিজেও একজন দরাজ গলার গায়ক। তিনি নিজেই এখন গেয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন
রূপক বিধৌত সাধু ও মরুভূমির জলদস্যু - দুজনের দুটি কবিতা আমার পছন্দ হয়েছিল লিরিক হিসাবে। কিন্তু তা খুবই কঠিন আমার পক্ষে। পারব না সুর করতে, কিন্তু ভালো লাগাটা এ পোস্টে জানালাম।
কথা : ব্লগার স্প্যানকড
সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গিটার : বেবি লাবিব ও পাইলট (দুই সহোদর)
গানের লিংক : আবার এলেই কাছে
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
আবার এলেই কাছে চিনিয়ে ছাড়ব চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে এক সাথে ধরব গান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়ব
প্রেম মানে পরাণের গহিনে পরাণ
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
আবার এলেই কাছে করব দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে রাঙিয়ে দেব মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেব
কতটা অদরকারী হয়ে উঠছে সংবিধান
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
০৬ মার্চ ২০২২
উৎসর্গ : জনাব গোফরান
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাহ আজিজ ভাই। শুভেচ্ছা।
২| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!!!
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৩| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২০
অধীতি বলেছেন: ভাই অমায়িক,অনিন্দ্য
ওয়াহ কি কথা আর এই যুগে এসে খালি কন্ঠে এরকম আমেজ।
ভালবাসা কবি ও সুরকার, গায়ক,বাদক সবাইকে।
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ অধীতি। শুভেচ্ছা।
৪| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: উৎসর্গের জন্য সম্মানিত অনুভব করছি। অনেক ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই পোস্ট আপনাকে উৎসর্ঃ)করা ছাড়া আর কাউকে করা যায়?
৫| ০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১
মিরোরডডল বলেছেন:
শালা স্প্যানকড একটা সেইরকম মাল !
এটা সেই ভাষা আমি তার পোষ্ট থেকে যা শিখেছি
আমার নিজের ভাষায় যদি বলি, স্প্যানকড ভালো লেখে কিন্তু গালি যদি অলঙ্কার হতো, তাহলে সে খুবই রিচ, হেন গালি নেই যা জানে না । কখনও ক্ষেত্র বিশেষে গালি হয়তো ঠিক আছে কিন্তু মোস্ট অভ দ্যা টাইম এমন গতিতে চলে যে লাইন ব্রেক করে কোথায় কোথায় চলে যায় ! এই বিষয়টা যদি খেয়াল রাখে, তাহলে বাকি সব কিছুতেই প্লাস ।
প্রেমিক পুরুষ, প্রেমের কবিতাগুলো ভালো লাগে ।
সাহসী নির্ভীক, নিরপেক্ষভাবে সব দলের খারাপ দিক নিয়েই সমালোচনা করে ।
গরীবের বন্ধু, ভুক্তভোগী আমজনতাকে নিয়ে ভাবে এবং লেখে ।
যে বা যারা তাকে তির্যক সমালোচনা করে, তাদেরকে পাত্তা না দিয়ে তার মতো থাকে, ঠিক এটাই হওয়া উচিৎ ।
ধাওয়া পাল্টা ধাওয়া ওগুলো খুব খারাপ, স্প্যানকড এগুলো করেনা ।
ওভারল একজন গুড সোল, ডাউন টু আর্থ পারসন (এটা আমার ধারনা)।
ইফ আই সে আই লাইক হিম, নট ট্রু, Because I like him a lot !
স্প্যানকড, you are rock !
Keep it up (গালিটা কমিয়ে প্লীজ )
০৮ ই মার্চ, ২০২২ রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি একজন কিন অবজারভার এবং আপনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। স্প্যানকড-এর উপর পেন-পিকচারটা আমার মতে খুবই সঠিক ও গঠনমূলক, আমি আপনার সাথে একমত।
৬| ০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গেয়েছেন্ । নারী দিবসে সুন্দর আয়োজন ।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৮:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই্+, যদিও গানটা নারী-দিবসকে উপলক্ষ করে নয়। ভালো থাকবেন। শুভেচ্ছা।
৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: শুনলাম গান !
বেশ লেখা।
০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শোনার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৯
শাহ আজিজ বলেছেন: পাগলটাকে আমার প্রথম থেকেই ভাল লাগে ।