নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তারা আমার এ গানটা গেয়ে শোনালো : যত চাই ভুলে যেতে

০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:১১

একটা অর্কেস্ট্রাকে আমার কিছু গান দিয়েছিলাম শোনার জন্য। আজ সকালের দিকে গেলাম ওদের ওখানে। যেয়ে দেখি ওরা গান গাইছে। ওদের সাথে অনেক আগে থেকেই আমার খুব হৃদ্যতা। যাওয়ার পর আরো দু-একটা গান গেয়ে শোনাতে বললাম, ওরা খুব আন্তরিকভাবেই গাইল। একটা ইন্সট্রুমেন্টাল মিউজিক শোনাতে বললাম। ওরা শোনালো 'সবকটা জানালা খুলে দাও না।' অদ্ভুত বাজালো। কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করলাম। চেষ্টা বৃথা ছিল, বিভিন্ন বাঁশিটাশির নাম খুব কঠিন ছিল, কাজেই মনে রাখায় মন দিলাম না।

চলে আসবো। তখন বললো, আপনার একটা গান গেয়ে শোনাবে প্রকাশ। আমি খুব অবাক হলাম। খুবই আগ্রহ নিয়ে বসলাম। প্রকাশ এমনিতেই খুব ভালো গায়। গাওয়া শুরু হলো। বললাম, আমি মোবাইলে রেকর্ড করে নিই তাহলে।

ওরা জানালো, এখনো রিহার্সেল চলছে। আমি প্রকাশের গান শুনে মুগ্ধ ও অভিভূত। বললাম, এটুকু শুনেই আমি আনন্দে আত্মহারা। একজন জানালো, স্টুডিয়ো রেকর্ডিঙে পরিষ্কার ভয়েসে আরো সুন্দর শোনা যাবে।

কণ্ঠ : প্রকাশ
কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : আতিক
লিড গিটার : মতিউর
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন

গানের লিংক : যত চাই ভুলে যেতে - প্রকাশ

খালি গলায় গাওয়া গানের লিংক : যত চাই ভুলে যেতে - খলিল মাহ্‌মুদ

যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

০৪ ফেব্রুয়ারি ২০২২


প্রকাশের কণ্ঠে





খালি গলায় - খলিল মাহ্‌মুদ



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। শুভেচ্ছা।

২| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৩

গরল বলেছেন: আমার কাছে খলিল মাহমুদ এর গলায় গানটা ভালো লেগেছে বেশী। প্রকাশের কনঠের গানের মিউজিকটা একটু পুরনো ধাঁচের মনে হচছে। একান্তই ব্যাক্তিগত মতামত।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামনে বসে লাইভ শোনার সময় খুব ভালো লেগেছে, কিন্তু রেকির্ডিং যেহেতু প্রপার ওয়েতে করা হয় নি, সেজন্য শব্দ বেশি এসেছে। মিউজিকের ব্যাপারে যা বলেছেন, তার সাথে আমি একমত। ধন্যবাদ গান দুটো শোনার জন্য। এত ব্যস্ততায় দুটি গানই শুনে গঠনমূলক কমেন্ট করা সহজ ব্যাপার না। শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৬

স্প্যানকড বলেছেন: খুব ভালো হইছে। প্রথম টা বেশী সুন্দর। ভালো থাকবেন।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন।

৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।

৫| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: চমতকার!!! +

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫১

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুবই ভালো হয়েছে কিন্তু এটা।

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

অনেক ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.