নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি এই শহরের পথে পথে হাঁটি

১১ ই মার্চ, ২০২২ রাত ১:০৭

কুর্মিটোলা হাসপাতালে গেছি, তখন দুপুর হবে হবে। একটা ওষুধের দোকানে যাব। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছি, ডানে তাকিয়ে। ফ্লাই ওভারটি দক্ষিণে নেমে গেছে যেখানে, রোদে ধু-ধু করছে যানবাহন ছড়ানো সেই রাজপথ। হঠাৎই এই লাইনটা মনে এলো - এই শহরের পথে পথে হাঁটি, শুধু তাই না, সাথে সুরটাও, তখনই গুন গুন করে গানটা গেয়ে উঠি। ঐদিন বিকালে প্রথম অন্তরা লিখি এবং সুর করি। ২০১৮'র সেপ্টেম্বরে লেখা ও সুর করা এক অন্তরার সেই গান এটি। এক অন্তরার গানটি শুরু থেকেই অসম্পূর্ণ মনে হচ্ছিল। গান সচরাচর মিনিমাম দুই অন্তরারই হয়ে থাকে বলে এই অতৃপ্তি ছিল এত বেশি।

এরপর ৩ বছরেরও বেশি সময় চলে গেছে, দ্বিতীয় অন্তরা আর লেখা হয় নি। আজ সকল আলসেমি ঝেড়ে ফেলে দ্বিতীয় অন্তরাও লিখে ফেললাম।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট

গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন > আমি এই শহরের পথে পথে হাঁটি

আমি এই শহরের পথে পথে হাঁটি মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে ডুবে যাই প্রতিদিনই
আমি গায়ে মাখি সব ধুলি বালুকণা শহরের আলো ছায়া
আমি মানুষের থেকে দু হাত বাড়িয়ে বুক ভরে নেই মায়া

এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা দেয় কি কখনো ধরা?

এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে
এই শহরের রাজপথ যেন প্রতি পায়ে পায়ে কাঁদে
এই শহরের ইতিহাস যেন আমাতেই মিশে আছে


৭ ডিসেম্বর ২০১৮ / ১০ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:২২

স্প্যানকড বলেছেন: আমি এই শহরের ভেতর জ্যান্ত লাশ। এ শহরের চৌকোনা ঘরে একলাই যাচ্ছি মরে। এ শহরের কোন একদিনে ফুরাবে সমস্ত নিঃশ্বাস ! ভালো হইছে। ভালো লাগছে। বেয়াদবি নিয়েন না প্লিজ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে

এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে

২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে, চমৎকার। + রইলো।

১১ ই মার্চ, ২০২২ রাত ১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লসগলো।

১১ ই মার্চ, ২০২২ রাত ২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই। শুভেচ্ছা।

৪| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৭:১০

প্রতিদিন বাংলা বলেছেন: প্রতিভা আছে

১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রতিদিন বাংলা।

৫| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: আপনাকে ইদানিং গানে পেয়েছে মনে হচ্ছে....।

১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

জি আপু, একদম খাঁটি কথা, ছাড়তে পারছি না :( :)

৬| ১১ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
ছাই ভাই, আপনি গানে বেশী বেশী সময় দিন। আমাদের গানের জগৎ সমৃদ্ধ হবে।
শুভ কামনা।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। কিছু একটা নেশায় লেগে থাকাতেও অনেক আনন্দ। গানের নেশাটা খুব বড়ো নেশা।

ভালো থাকবেন সবসময়।

৭| ১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি একজন গান পাগল মানুষ। ইহা ভালো।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান অবশ্য অলমোস্ট সবাই পছন্দ করেন। তবে, সাধারণের চাইতে আমার পছন্দটা একটু বেশিই মনে হয় :)

ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

অধীতি বলেছেন: গানে ভেসে যাই।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অধীতি। গানে ভেসে যেতে পারলে অনেক আনন্দ পাওয়া যায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.