নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ লিরিকের প্রথম অন্তরা ও সুর তৈরি হয় ২০১৪ সালে। এটার প্রথম ডামি ভার্সন ছিল এটা- প্রথম ডামি ভার্সন। দ্বিতীয় ডামি এটা। এটা দ্বিতীয় ডামি ভার্সনের এক্সটেন্ডেড ভার্সন। এটা একটা স্লো ভার্সন, তৃতীয় ডামি ভার্সন। সব শেষে গতকাল দ্বিতীয় অন্তরা লেখা হলে একটা ফাইনাল ডামি ভার্সন করা হলো।
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
গানের ইউটিউব লিংক : তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও নিজ্ঝুম বৃষ্টির রাতে কবিতার ফুল ফোটে
নিভৃতে আজও তোমাকেই আঁকি প্রিয় প্রচ্ছদপটে
তুমি ঘুম ভেঙে গেলে ভোরের আলোতে মিশে যাও হেসে হেসে
পথে যেতে যেতে রেখে যাও তুমি নিক্কণ রিনিঝিনি
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
১২ ডিসেম্বর ২০১৪ / ১১ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)
আশা করি মোহাম্মদ গোফরান ভাই গান না শুনলেও ভিডিওটা ওপেন করে দেখবেন গোফরান ভাইয়ের জন্য অপেক্ষায় রহিলাম।
১২ ই মার্চ, ২০২২ রাত ৮:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
২| ১২ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
মলাসইলমুইনা বলেছেন: খলিল ভাই,
কথা, সুর ও গায়ণে ভালোই হয়েছে গান ।আপনার গোফরান ভাই গান শুনতে আসলো বলে ---।
১২ ই মার্চ, ২০২২ রাত ৮:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাইমুল ইসলাম ভাই, আমার গান আপনিও শুনে ফেললেন দেখে লজ্জার সাথে ধন্যবাদ জানাচ্ছি। গান গাওয়া না, শুধু সুরটাকে ধরে রাখছি, এই আর কী।
দুঃখিত, আপনার পোস্টে আর যাওয়া হয় নি। আমার যোগাযোগের ই-মেইল আমার প্রোফাইলের নীচে দেয়া আছে - [email protected]
ভালো থাকবেন, শুভেচ্ছা নিন।
৩| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৯
অপু তানভীর বলেছেন: গানটা দুইবার শুনলাম এখান থেকেই । চমৎকার লাগলো !
১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা দুইবার শুনলাম এখান থেকেই। ওয়াও, একজন নভিস সুরকার/গীতিকারের জন্য তো এটা এক বিরাট প্রাপ্তি। অনেক ধন্যবাদ অপু তানভীর ভাই। শুভেচ্ছা।
৪| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১১
মিরোরডডল বলেছেন:
এটা আগে শুনেছি কিন্তু এবার গিটারের টুং টাং দেয়াতে ভালো লাগছে ।
১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ ভার্সনটাও শোনার জন্য ধন্যবাদ। এবার অবশ্য দ্বিতীয় অন্তরা যোগ করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫
জুল ভার্ন বলেছেন: খুব, খুব সুন্দর!!!