নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার মন দিলাম, প্রাণ দিলাম || কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

১৬ ই মার্চ, ২০২২ রাত ২:২৮

এর আগে গানটি এক অন্তরার ছিল, যেটি এই পোস্টে শেয়ার করা হয়েছিল। খালি গলায় ও মিউজিকসহ দুটো ভার্সন ছিল। ইন ফ্যাক্ট, আমার প্রায় সব গানই খালি গলায় গাওয়া, এ বিষয়টা বহুবারই বলেছি। সুর তৈরি হওয়া মাত্র ওটাকে ধরে ফেলে বেঁধে রাখাই হলো মূল লক্ষ্য, তাতে মিউজিক যোগ হলো কিনা তা খুবই গৌণ, কারণ, সুর ও লিরিক থাকলে মিউজিক যোগ করা যাবে যে-কোনদিনই।

আগের এক অন্তরার গানগুলোর দ্বিতীয় অন্তরা লিখছি, সুর রিফাইন করছি, সময় ও সুযোগ হলে তাতে কিছু মিউজিকও যোগ করার চেষ্টা করছি। আমার বড়ো ছেলের কিছুটা সুমতি ও আমার প্রতি সাপোর্টিভ মনোভাব বা সহানুভূতির সৃষ্টি হওয়ায় তাকে ডাকলে এখন প্রায় সময়ই পাচ্ছি, যদিও ওরা দুই ভাই আমার বাংলা গানের সাথে ওরিয়েন্টেড না তেমন। তবু আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে, এটাই মূল কথা।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
কি-বোর্ড : আজিমুল
অ্যাকুয়াস্টিক গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
লিড গিটার : মুরাদ
বেস গিটার : প্রকাশ
অক্টোপ্যাড : মইনুল
তবলা : মিশু দাস

গানের ইউটিউব লিংক : আমার মন দিলাম, প্রাণ দিলাম


আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বিনিময়ে দিল কলঙ্ক

ও বন্ধুরে
বন্ধু আমায় প্রেম শিখাইয়া হায়
মন যে আমার কেড়ে নিল কখন জানি না
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
কলঙ্কের দাগ দিয়া আমায় ক্যামনে ভুইলা যায়
ক্যামনে ভুইলা যায়
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক

ও বন্ধুরে
বন্ধু আমার জানলো না তো হায়
অন্তর আমার পোড়ে সদাই চলার আগুনে
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বন্ধুর লাইগা পরাণ আমার ক্ষইয়া ক্ষইয়া যায়
ক্ষইয়া ক্ষইয়া যায়
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক


২৩ সেপ্টেম্বর ২০১৭/ ১৩ মার্চ ২০২২ (প্রথম অন্তরা)






এবার মিউজিকসহ আগের গাওয়া গানটি শুনুন।

লিংক : আমার মন দিলাম, প্রাণ দিলাম, দিলাম সর্বস্ব



তার আগে খালি গলায় গাওয়া গানটিও শুনতে পারেন। এখানে অবশ্য ভয়েস ক্লিয়ার।

লিংক : আমার মন দিলাম, প্রাণ দিলাম, দিলাম সর্বস্ব - খালি গলায় গাওয়া



মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৯

জুল ভার্ন বলেছেন: চমতকার!!!

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।

২| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: গানের কথা সুন্দর। ভাষা সহজ সরল।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

৩| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার গান।

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান ভাই।

৪| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০৭

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর ভাইয়া!

১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু গানটা শোনার জন্য। শুভেচ্ছা।

৫| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই গানটা শোনার জন্য। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। শুভেচ্ছা।

৬| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার একটা কৌতুহল। এতো সুন্দর নিক এর নাম আথায় এলো কিভাবে? " সোনাবীজ ; অথবা ধুলোবালিছাই "। এতো নাম থাকতে এই নাম কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.