নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এর আগে এ গানটা মেহেদীর কণ্ঠে শুনেছিলেন এই লিংক থেকে। এ গানটার ব্যাপারে আগে এই পোস্টটি শেয়ার করা হয়েছিল। আমার খালি গলায় গাওয়া গানটি ছিল এই লিংকে। আজকের গানটাও আমার গাওয়া এবং মিউজিকসহ।
একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছে। সন্ধ্যায় সেখানে গেলাম দেখার জন্য। বিভিন্ন পারফরমার তাদের ইভেন্টগুলো পারফর্ম করলেন। ১০টার দিকে রিহার্সেল শেষ করে সবাই চলে গেলেন, আমি রয়ে গেলাম। আমি প্রায়ই ওখানে যাই। আমার গান ওদের সাথে শেয়ার করি। ওদের একজন মেহেদী, আরেকজন প্রকাশ আমার দুটি গান যথাক্রমে 'সেই তুমি চলে গেছো' ও যত চাই ভুলে যেতে গেয়েছে। আমার কিছু গান ওদের সাথে শেয়ার করেছি, যা থেকে ওরা দুজন ঐ গানদুটো গেয়েছে। যাই হোক, বললাম, আমি গানটা গাই, একটু মিউজিক লাগান। ইনসট্যান্টলি ওরা আমার কণ্ঠে সাথে মিউজিক তুললো। আমার কাছে খুব ভালো লেগেছে ওদের মিউজিক।
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
কি-বোর্ড : জোবাইদুল
লিড গিটার : মেহেদী
তবলা : ফয়সাল
গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো
সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি
সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়
কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে
০৬ ডিসেম্বর ২০২১
***
মেহেদীর গাওয়া গানের ইউটিউব লিংক : সেই তুমি চলে গেছো - মেহেদী
কথা ও সুর : খলিল মাহ্মুদ
কণ্ঠ : : মেহেদী
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : প্রকাশ
লিড গিটার : সোহেল
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন
***
সেই তুমি চলে গেছো - খালি গলায়, খলিল মাহ্মুদ
১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা।
২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:০৪
মিরোরডডল বলেছেন:
ধুলোর সামান্য মন খারাপ হবে যদিও, কিন্তু ফ্যাক্ট হচ্ছে মেহেদির কণ্ঠেই বেস্ট ।
ধুলো যদি কষ্ট করে একটু প্র্যাকটিস করে, তাহলে সামনে ধুলোও ওরকম সুন্দর সুরে গাইতে পারবে
এই যে মেহেদির কণ্ঠে একবার শুনলে আবারও শোনা যায়, গানের স্রষ্টা হিসেবে ক্রেডিট গোজ টু ইউ,
সুন্দর একটা গান তৈরি করেছে ধুলো !
১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন খারাপ হবে কেন? সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, প্রমুখ শিল্পীদের মতো কি রবীন্দ্রনাথ গাইতে পারতেন? কিংবা ফিরোজা বেগম, অজয় চক্রবর্তী, প্রমুখ শিল্পীদের চাইতে কি নজরুল ভালো গাইতে পারতেন? কবির বুকল বা প্রিন্স মাহমুদ কি বাপ্পা, ফাহমিদা, জেমস - এসব শিল্পীদের মতো গাইতে পারেন? আমি সুরকার আর গীতিকার, শুধু সুরগুলো ধরে রাখার জন্য গাইছি, যা আমি প্রায় প্রতি পোস্টেই লিখছি। জুল ভার্ন ভাইসহ অল্প কিছু ব্লগার এ জিনিসটা ধরতে পেরেছেন।
আশা করি বুঝেছেন যে, আমি রবীন্দ্রনাথ আর নজরুলের কাতারে
একটা চমকপ্রদ খবর হলো, মেহেদী নিজেই বিশ্বাস করছে না যে এ গান ও গাইছে। ওর সঙ্গীত গুরু আবার গানটা শুনে প্রথমে বিশ্বাস করেন নি এটা বাংলাদেশের কোনো গীতিকার/সুরকারের গান। নিশ্চিত হয়েছেন বিভিন্ন ভাবে, তারপর বলেছেন তিনি আমার সাথে দেখা করতে চান। নিজেকে কী এক মহান গীতিকার আর সুরকার মনে হচ্ছে, ভাবা যায়?
৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৬
জগতারন বলেছেন:
খালি গলায় গাওয়া গানটি শূনে আসলাম।
আমার খুউব ভাল লেগেছে।
আমার সুভেচ্ছ ও ভালো বাসা জানবেন।
১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার শুভেচ্ছা আর ভালোবাসা সাদরে, ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে গৃহীত হলো।
৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪২
মিরোরডডল বলেছেন:
আশা করি বুঝেছেন যে, আমি রবীন্দ্রনাথ আর নজরুলের কাতারে
Absolutely understood
১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ বিষয়টা বুঝতে পারার জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: পুরানো দিনের কথা মনে করে দেয়ার জন্য ধন্যবাদ