নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দিশেহারা মেঘ

২৭ শে মার্চ, ২০২২ রাত ৯:২৬

যখন মন ভালো থাকে, কিংবা মনে সঞ্চারিত হয় রোমান্টিসিজম, ভালো লাগার নানান অনুষঙ্গ তখন চারদিকে ছোটাছুটি করে, মেঘ ডাকে, গাছের ডগায় ফুলের কুঁড়ি উঁকি দিয়ে আকাশ দেখে। যে মেয়েটির কথা বলছি, তার মন আজ চঞ্চলতায় ভরপুর। আকাশে তাকায়, মেঘ উড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মেঘ নিজেও জানে না, যেমন করে মেয়েটির মনও যেন কোন অদৃশ্যমান ভুবনে ডুবে যাচ্ছে, যা সে জানে না। সে শুধু জানে, তার খুব ভালো লাগছে। কিন্তু কেন এত ভালো লাগছে, তার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এ রকম একটা দৃশ্যকল্প নিয়ে এ গানটি।


এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
জানে না সে জানে না
আকাশের গায়ে রঙধনু এঁকে
হারায় সে ঠিকানা

না না না না না হা হা হা হো হো হো হো হো হো হো

ওই
ঝাঁকে ঝাঁকে দেখো বলাকা মেয়েরা
দিগন্তে করে খেলা
বাতাসে বাতাসে গুন গুন সুরে
কত কথা হয় বলা
আমার উঠোনে সুরভি ছড়ালো
সাঁঝের হাসনাহেনা

এই
মেঘ বলাকার ইচ্ছেরা আজ
ছুঁয়ে দিল অনুরাগে
জানি না আমার কী হলো আজ
কেন এত ভালো লাগে
আমার এ মন কোথা পেলো আজ
মেঘ বলাকার পাখা

১৭ সেপ্টেম্বর ২০১৭


কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
ইউটিউব লিংক : এই দিশেহারা মেঘ কোথায় চলেছে



এ গানটার আদি ভার্সন, অর্থাৎ যখন সুরটা প্রথম সৃষ্টি করা হয়, সেই ভার্সন এটি - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - প্রথম ভার্সন। এর পরের ভার্সনটা আরেকটু ইম্প্রুভ করে, যেটি পাওয়া যাবে এখানে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - দ্বিতীয় ভার্সন। দ্বিতীয় অডিও ভার্সনের একটা লিরিক্যাল ভিডিও করা হয়েছে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - লিরিক্যাল ভিডিও।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আজ দুপুরে ছিলাম জয়দেবপুরে। ঝুম বৃষ্টি হলো ঘন্টা দেড়েক।
এখন রাতে বৃষ্টি হয়ে গেলো একপসলা ঢাকার বাড্ডাতে।
জানালা খুলে দিয়েছি, ঘরটি ঠান্ডা হয়ে আছে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, মেঘের সাথে তাহলে আপনি আর দিশেহারা হোন নি :) আশা করি ঘর আর মন এখন অনেক অনেক ঠান্ডা।

শুভ কামনা রইল।

২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: নস্টালজিক ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই।

প্রতিমাসে আমার সাবস্ক্রাইবার বাড়ে ২৫০০-৩০০০। আর ১ বছর থেকে দেড় বছরের মধ্যেই আশা করা যাচ্ছে ১০০কে হয়ে যাবে। কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও আছে, যেগুলো আপলোড করলে সংখ্যা আরো বেশি হারে বাড়ে। কিন্তু গত কয়েক মাস ধরে শুধু নিজের গান আপলোড করায় সাবস্ক্রাইবারের সংখ্যা এখন উপরে যা উল্লেখ করলাম, ঐ রকম।

৪| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,



আসলেই দিশেহারা হয়ে কোথায় যেন চলেছে আমাদের সোনাবীজ!
আকাশের গায়ে রংধনু এঁকে একসময় যিনি কতো রঙীন কথা বলে গিয়েছেন লেখায় লেখায় তাকে আর খুজে পাচ্ছিনে! গান লেখা ও সুর দেয়া হয়তো আপনার প্যাসন হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু আমরা যে একসময় আপনার সাহিত্যের সুরভি ছড়ানো শক্তিশালী লেখাগুলো থেকে ইদিনীং বঞ্চিত হচ্ছি , সে খবর কি রাখেন ?
গানের পোস্টের পাশাপাশি আপনার লেখাও দেখতে চাই আগের মতো।

আপনার গানের গলা ভালো এবং দরাজ কিন্তু দরদের কিছু ঘাটতি দেখলুম। আশা করি এমন করে বলাতে মনক্ষুন্ন হবেন না। গলায় আরও একটু দরদ মাখতে পারলে আপনি আরও উঁচুতে নিজের জায়গা করে নিতে পারতেন। কামনা করি, সেই জায়গাটুকু আপনার অনায়াস লব্ধ হোক।
শুভেচ্ছান্তে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে নিয়া তো আর পারা গেল না, তাই অল্প সময়ের জন্য হলেও গান থেকে একটু সরে আসলাম আজ। দেখি ট্রাই করে কতক্ষণ বা কতদিন থাকতে পারি। তবে, আমি নিজেই চাইছি গানে থাকতে, সেখান থেকে তাহলে সরাবে কে? :) :)

গানে কারুকাজের ঘাটতি ছিল এবং থাকবে। তবে, গানের জন্য আন্তরিকতায় কোনো ঘাটতি নাই কিন্তু :)

উসকানি মূলক কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই :) আপনার উসকানিতেই আজকের কবিতাটি শেয়ার করা হয়েছে :)

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.