নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অয়ি ঈশ্বরিনী!!

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৮

মলিন একটা দিন বিমর্ষ ভোরের ভেতর জেগে ওঠে
ছন্নছাড়া একটা ব্যাগ কাঁধে ফেলে জীর্ণশীর্ণ কবি এক
সূর্যকে প্রার্থনা করে বৃষ্টির ফুল, যেখানে কবিতারা
থরে থরে বীজ বুনে রাখে, সুগন্ধি গাছের


আমি সেই সংশপ্তক কবি, মুকুরে দগদগে স্মৃতির ঘা
ভাটির মোহনায় আমাকে ভাসিয়ে নিয়ে যায় পাষাণী নদী
তবু আমি তেড়ে আসি উজানের বরাভয়ে, নন্দিত লালসায়
জীবন আমাকে টানে, অনাঘ্রাত কবিতাকাননে


শঙ্খিনি, তোমাকে ভুলি নি, তাই ভুলি নি কবিতাকে
তোমার বাহুবন্ধ প্রেম অতীতকে ফালি ফালি কাটে
আমার হৃৎপিণ্ড কাটে, ফালি ফালি কাটে তোমার ‘আমাকে’


তবু আমি জেগে উঠি বারংবার, প্রতিটা সুবর্ণ প্রত্যুষে
শঙ্খিনি, আমি সেই সংশপ্তক কবি, তোমার পদ্মপদে
গোপনে রেখে যাই কবিতার ডালি, হয়ত-বা অনবধানে হলেও
একদিন তোমার চোখটি পড়ে যেতে পারে সেখানে
শঙ্খিনি, হে মহীয়সী, কবিতার ঈশ্বরিনী,

আমাকে দেবে না বর?

১৪ মার্চ ২০২২



ফুটনোট :

আহমেদ জী এস ভাই ঠিকই বলেছেন, এবং আপনারাও ইতোমধ্যে জেনে গেছেন যে, গানই আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই নেশা কবে কাটবে জানি না। তবে, যখন যে নেশায় আটকে যাই, সেটাকে ফলপ্রসূ ভাবে কাজে লাগাতে পারাটা গুরুত্বপূর্ণ। গানকে শিল্পের একটা শাখা হিসাবে বিবেচনায় নিলে আমার সময়টা যে খুব নষ্ট হচ্ছে, তা না। তবে সাহিত্যে আমি আগের চাইতে আরো পিছিয়ে পড়ছি, সেটা অবশ্য ধ্রুবসত্য। গল্প বা কবিতার অনেক প্লট মাথায় গিজগিজ করছে, কিন্তু গানের কারণে সেগুলো চাপা পড়ে যাচ্ছে, বা হারিয়ে যাচ্ছে। সম্ভব হলে কিছু টুকে রাখি। আজকের এ কবিতাটা শুরু করেছিলাম ১৪ মার্চে। কোথাও শেয়ারও করেছি। আজ এটাকে চূড়ান্ত করলাম আমারআগের পোস্টে আহমেদ জী এস ভাইয়ের কমেন্ট পড়ে। তাঁর সম্মানার্থেই এ কবিতাটা আজ শেয়ার করলাম, যদিও অন্য একটা চটুল পোস্ট লেখার কথা ছিল আজ।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

অধীতি বলেছেন: অনিন্দ্য। খুব ভালো লেগেছে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অধীতি। শুভেচ্ছা।

২| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ কবিতা ভালো লাগলো ♥️

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই। শুভেচ্ছা।

৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




দেখুন তো , ঈশ্বরিনীর বরে কি একটা ভাসিয়ে নেয়া কবিতা বেরিয়েছে আপনার হাত থেকে! মলিন ভোরের ভেতর থেকে জেগে উঠেছেন যেন এক কবি, ঠিক ঠিক!

অবাক হয়েছি, সত্যিই অবাক হয়েছি এমন অভাবিত ভাবে সাড়া দেয়ার জন্যে।

গান তো আপনার রইলোই কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে বসা কবিতার হাতখানি দিয়েই বেহালার ছড়ও টেনে যেতে দোষ কি ? প্রতিটি সুবর্ণ প্রাতে এমন করে জেগে উঠে কবিতার বীজ বুনে রাখুন থরে থরে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

যাক, অবশেষে আপনার উসকানি বা অনুপ্রেরণায়, হোয়াটএভার ইট ইজ, সাহিত্যে ফিরলুম :) যদিও আমি সাহিত্যেই আছি, কারণ, গানের লিরিক তো আসলে গীতিকবিতা, তাই না?

অবাক আপনি হবেন কেন, অবাক হয়েছি আমি নিজে যে, আপনার কথাটা কীভাবে টনিকের মতো কাজ করলো!!! আমি নিজেই বিস্মিত।

অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য। শুভেচ্ছা রইল প্রিয় আহমেদ জী এস ভাই।

৪| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে।
শুভ কামনা।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

৫| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

৬| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

নাজিম সৌরভ বলেছেন: ভালো লেগেছে।
সামুতে কবিতার ছড়াছড়ি, এগুলোর মাঝে কিছু কিছু কবিতা পাঠকপ্রিয়তার দাবী রাখে। অথচ কেন যেন এই লেখাগুলোর চেয়েও চটুল লেখাগুলোর ভিউয়ার বেশি।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট ও বিনয়ী মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:০২

জটিল ভাই বলেছেন:
কবিতাটি সাধারণ হয়নি।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টখানি সাধারণ হয় নি। জটিল হইছে :)

৮| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৫১

ইসিয়াক বলেছেন: সুন্দর।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.