নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই তো আমি এসেছি কাছে

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৬

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

এই যে সময় যাচ্ছে চলে
যায় না তারে ধরা
তোমার আমার অনেক বিকেল
হয় না গল্প করা
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
সুখ না পেলে এই জীবনের
মূল্য বা কোথায়?
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
তুমি না দিলে এই জীবনে
সুখ বলো কোথায়
এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

গাইছে বনের পাখিরা গাইছে
গাইছে নদীর ধারা
ফুলের গায়ে পাখা দুলিয়ে
গাইছে নীল ভ্রমরা
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
মুখ ফিরিয়ে আর কতক্ষণ
থাকবে এমন দিনে
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
তুমি না হাসলে এই জীবনে
সুখ পাব কোনখানে

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

২৮ নভেম্বর ২০২১


কথা, সুর ও মিউজিক : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : এই তো আমি এসেছি কাছে





মিউজিক ছাড়া খালি গলায় গাওয়া গানের লিংক : এই তো আমি এসেছি কাছে



এ গানের আদি ভার্সন এই পোস্টে


সবাই সুখী হোন, গানেই থাকুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। কোনো ভান নেই। ভনিতা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.