নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমাদের অর্কেস্ট্রার শিল্পীরা আমার কয়েকটা গান খুব পছন্দ করেছেন। 'যত চাই ভুলে যেতে' গানটা অন্যতম। আমার নিজের গান, তবু আমারও পছন্দের তালিকায় উপরের দিকেই আছে এ গানটা।
এ গানটার উপর এর আগেও পোস্ট লেখা হয়েছিল - তারা আমার দুটি গান গেয়ে শোনালো। ওখানে প্রকাশের গাওয়া গানটা শেয়ার করাই ছিল মূল উদ্দেশ্য। সেই সাথে আমার গাওয়া গানও সেখানে যুক্ত করেছিলাম, তবে, সেটা ছিল প্রায় মিউজিকবিহীন, খালি গলায় গাওয়া। গতানুগতিকভাবে আমার বড়ো ছেলের টুংটাং গিটারের শব্দ যোগ করা হয়েছিল।
এতদিন সুরগুলো ধরে রেখেছিলাম, যখন যে সুর মগজে ঢুকেছে, যে করেই হোক, ওটা ধরে ফেলেছি এবং রেকর্ড করেছি। এখন আপাতত নতুন কোনো সুর তুলছিও না, রেকর্ডও করছি না, শুধু আগের খালি গলায় গাওয়া গানগুলোর উপর মিউজিক যোগ করছি। মিউজিক কম্পোজিশন খুবই সময়সাপেক্ষ ও জটিল ব্যাপার। আমার মতো ব্যস্ত মানুষের পক্ষে সেই সময় বের করা খুবই কষ্টসাধ্য, তবে, নেশার কাছে মানুষ পরাস্ত হয়, আমিও হচ্ছি। খেসারত হিসাবে রাতের ঘুম নষ্ট হচ্ছে, লাভের মাঝে এ লাভ হলো, ঘুমের অনেক আকাল হলো।
মিউজিক কম্পোজিশনের কিছু কার্যকরী টিপস দিয়েছে আমার ছোটো ছেলে বেবি লাবিব। এতে আমার একারই শুধু লাভ হয় নি, লাভ হয়েছে ওদের দুই ভাইয়েরও- যখন তখন গিটার নিয়ে বসতে বলি না আমার গান রেকর্ড করতে গিটারের মিউজিক করার জন্য।
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন ইন্সট্রাক্টর : আমার ছোটো ছেলে বেবি লাবিব
গানের ইউটিউব লিংক : যত চাই ভুলে যেতে
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
০৪ ফেব্রুয়ারি ২০২২
প্রকাশের গাওয়া গানের লিংক : যত চাই ভুলে যেতে - প্রকাশ
কণ্ঠ : প্রকাশ
কথা ও সুর : খলিল মাহ্মুদ
কি-বোর্ড : আজিমুল
বেস গিটার : আতিক
লিড গিটার : মতিউর
অক্টোপ্যাড : মইনুল
তবলা : আল-আমিন
আমার খালি গলায় গাওয়া গানের লিংক : যত চাই ভুলে যেতে - খলিল মাহ্মুদ
প্রকাশের কণ্ঠে
খালি গলায় - খলিল মাহ্মুদ
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনটা প্লাসের জন্য অনেক ধন্যবাদ গোফরান ভাই।
২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪০
জটিল ভাই বলেছেন:
ঘটনাতো দেখি জটিল। সব মাথার উপ্রে দিয়া যাইতেছে সোনা ভাই
তবে কষ্ট সার্থক
০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার মাথার উপর দিয়া কী গেল একটু বলে যান জটিল ভাই
৩| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: আপনার ইউটিউব চ্যানেলের অবস্থা বেশ ভালো।
০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৪
জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিস্টার জ্যাকেল।
৫| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৪
মিরোরডডল বলেছেন:
খালি গলারটাই ভালো লেগেছে ধুলো ।
প্রেমতো কাঁদাবেই ।
যে প্রেম কাঁদায় না, সেটা আর প্রেম থাকে না ।
কারো অবর্তমানে তাকে ভেবে বুকের ভেতর একটা চাপা কষ্ট,
না চাইলেও চোখটা ভিজে যায়, খুব ইচ্ছে করে তার স্পর্শ পেতে সেটাই প্রেম ।
০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গান দুটো শোনার জন্য। বাকি কথাগুলো সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: +++