নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
নেশাগ্রস্তদের সমস্যা হলো, তারা নেশা ছাড়তে পারে না। আহমেদ জী এস ভাইয়ের উসকানিতে গানের নেশা ছেড়ে গোটা দুই কোবতে লিখেছিনু। কিন্তু, গান আমাকে আবার কুক্ষিগত করেছে। এ নেশার ভয়ানক ক্ষতিকর দিক হলো, রাতের ঘুম উধাও করে দেয়, খাওয়া-দাওয়া-নাওয়াতেও অনিয়ম ঘটিয়ে ফেলে। এসব অবশ্য সব নেশারই সু বা কুফল
আজ সারাদিন দূরবর্তিনী মেয়ে ও কয়েকজন কলিগ মুখোমুখী পড়ায় (তারাবীহ পড়তে যাওয়ার সময়) 'শুভ নববর্ষ' বিনিময় হয়েছে। কাজের মধ্যে বড়ো কাজ করেছি একটা - বসের 'শুভ নববর্ষ' মেসেজের প্রত্যুত্তরে আমিও 'শুভ নববর্ষ' বলেছি।
তো, এখন কাজটা যা করছি তা খুবই জটিল, কষ্টকর ও সময়সাপেক্ষ। আগের খালি গলায় গাওয়া গানের উপর মিউজিক কম্পোজ করে মিক্স করছি। আমি আনাড়ি। ছোটো ছেলের কাছ থেকে প্রিলিমিনারি নলেজ নিয়েছিলাম/নিচ্ছি, বাকিটা ইউটিউব ও নিজের ইনকুইজিটিভনেস। তবে, খুবই ইন্টারেস্টিং, যেজন্য একবার শুরু করলে আর ছাড়া যায় না।
আগের গাওয়া গানের উপর মিউজিক কম্পোজ করতে যেয়ে ঝামেলা হচ্ছিল। এজন্য এটা নতুন করে গাইতে হয়েছে। তারপর মিউজিক মিক্স করা হয়েছে।
বলছিলাম, আমি আনাড়ি। যাদের এ ব্যাপারে এক্সপেরিয়েন্স আছে, তারা বুঝবেন, এটা খুব সহজ ছিল না আমার জন্য। ফর দ্যট ম্যাটার, অনেকের জন্যই কাজটা সহজ হবে না।
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক : শহরের অলিগলি, যত রাজপথ
শহরের অলিগলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমি জানি কত প্রিয় ফুচকা তোমার
ভালোবাসো ঝালমুড়ি, আমের আচার
ফাস্টফুড দেখলেই থামিয়ে আমায়
বলতে বার্গার খেতে মন চায়
এইসব কিনে আজ হাতে নিয়ে ঘুরি
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
আমরা ভেসেছি কত বুড়িগঙ্গায়
গান গাওয়া নৌকায় বহু সন্ধ্যায়
এ শহরে আছে যত সিনেমার হল
আমরা দুজনে ছবি দেখেছি সকল
আজও আমি সেই পথে ঘুরি আনমনা
দেখা হলো না যে আজও দেখা হলো না
তুমি তবে কোথা আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
বলো সুজানা
শহরের অলি গলি যত রাজপথ
রেললাইন, পল্টন, শপিং মল
রমনার বটতলা, বইমেলাতে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
কত যে ঘুরেছি আমি খামখেয়ালে
যদি বা কোথাও দেখা হয় কাকতালে
২২ জানুয়ারি ২০২২
আগের ভার্সন, আমার দুই ছেলের গিটারের মিউজিকসহ গাওয়া গানের লিংক : শহরের অলিগলি, যত রাজপথ
খালি গলায় গাওয়া প্রথম ভার্সন (ফাস্ট) : শহরের অলিগলি, যত রাজপথ
শুভ নববর্ষ ১৪২৯
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আব্দুলহাক ভাই।
ভালো গায়ক হবার ইচ্ছা যেমন নাই, যোগ্যতাও নাই। তবে, আমি যা হতে চাই - একজন ভালো সুরকার, গীতিকার ও মিউজিক কম্পোজার।
আবারও ধন্যবাদ নিন, বিশেষ করে প্রথম কমেন্ট ও ব্যাপক প্রশংসার জন্য। শুভ নববর্ষ ১৪২৯।
২| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:৪১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কম্পুজিং খুব সহজ। সারেগামা জানা থাকলে খুব সহজে হতে পারবেন।
আমি ছেড়ে দিয়েছি। তবে প্রায় ৪০ টার মত নিজের গান রেকডিং করেছি।
কোন সপ্টওয়ার দিয়ে রেকডিং করেছেন?
তাল লয় বলো জানা থাকলে আপনি যা হতে চান আপনার জন্য খুব সহজ হবে।
শুভ কামনা। (আমি কিন্তু গায়ক অথবা বাদক কোনাটাই নই তবুও গেয়েছি, শুধু প্রমাণ করার জন্য যে আমি যা লেখি তাতে সব আছে।)
১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও আসার জন্য ধন্যবাদ আব্দুলহাক ভাই।
কোনো কিছু প্রমাণ করার জন্য গান লিখছি না, বা গাইছি না; এগুলো আমার রক্তের ভেতর, তাই আটকে রাখা যায় না, এই আর কী
শুভেচ্ছা নিয়েন।
৩| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:৪৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাইলে শুনতে পারবেন
আপনি মন দিয়ে সপ্টওয়ার শিখলে নতুন কিছু করতে পারবেন।
১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, ভালো গেয়েছেন তো!!
৪| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:২১
অধীতি বলেছেন: আপনার গায়কী ঢং খুব ভালোলাগে।
১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ, অনেক ধন্যবাদ অধীতি। শুভেচ্ছা নিয়েন।
৫| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! ♥️
১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার গোফরান ভাই। শুভেচ্ছা নিয়েন।
৬| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২২
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
ব্লগের প্রথম পাতায় আসা পোস্টগুলোর স্বভাব-চরিত্র দেখে ব্লগে ঢুঁ মারতে ইদানিং আর ইচ্ছে করেনা। তবে অফ-লাইনে এসে আপনার এই পোস্টের প্রথম লাইনে আমার নামটি দেখে এখানে ঢোকা আবশ্যিক হয়ে গোলো! ভেবেছিলুম , এবারে পোস্টটি শহরের অলিগলি আর যত রাজপথ নিয়ে কথকতা। কিন্তু ওমম্মা........ এ যে দেখি সেই "কুমিরের খাঁজ কাটা.... খাঁজ কাটা...."!!!!!
ঘুরে ফিরে সেই গান!
গানটি শুনেছি। লিরিকসগুলো ভালো। আপনার গলায় যে জোর আছে তা আগেই কোনও এক মন্তব্যে বলে এসেছি। গানের কথার ভাবের সাথে আপনার দেয়া সুর উৎরে গেছে। তবে আমার মনে হয় এ জাতীয় গানে ( ধরনটি এ মূুহূর্তে মনে করতে পারছিনে, সম্ভবত লোক সঙ্গীত হবে) সুরটি আরো টেনে টেনে রেখে গাইলে গানের আবেদন অনেক বেড়ে যেতো।
এটা একান্তই আমার নিজের কথা, কোনও সঙ্গীত বিশেষজ্ঞের নয়।
তবে আপনার এই গানটির লিরিকস পড়ে অনেক অনেকদিন আগে আমার নিজের লেখা একটি কবিতার কথা ঝট করে মনে পড়লো। আপনার গানে আপনি শহরের অলিগলি, রাজপথে ঘুরেছেন কোনও বিশেষ কারো খোঁজে। আর আমার কবিতায় আমি খুঁজেছি অন্যকিছু। সময় -সুযোগ মতো সেখানা পোস্ট করার সাহস করবো আপনার এই গানখানি থেকে অনুপ্রানিত হয়ে।
শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট ও মূল্যায়ন এ পোস্টকে তাৎপূর্যপূর্ণ করলো, আমি হলাম উদ্বেলিত।
সবার নীচের কথাটাই আগে বলি, আপনার কবিতাটা পড়ার খুব ইচ্ছে হচ্ছে। আশা করি অতি শীঘ্রই শেয়ার করবেন।
আমার গলায় জোর থাক বা না থাক, একটা সুর যখন মাথায় ঢুকে পড়ে, ওটাকে কীভাবে অতিদ্রুত ধরে রাখা যায়, সে প্রচেষ্টা থাকে প্রবল। তবে, আমার ছেলেরা আমার গলার তারিফ করে, এটা না বলে পারলাম নাহ আমার ছোটো ছেলের কাছে এ গানটা হলো আমার সেরা গান এটা শুনে ইনস্ট্যান্টলি কী যেন একটা ইংলিশ টার্ম ইউজ করলো, মনে রাখতে পারি নাই, কিন্তু তার কমেন্টে আমি খুব ইন্সপায়ার্ড স্ত্রী সারাদিন গানের যন্ত্রণায় রুমের বাইরে থাকে (আমি যতক্ষণ বাসায় থাকি, গানেই থাকি, পুরা বাসা মাথায় নিয়ে ) আমার কাছে আনন্দ, তার কাছে যন্ত্রণা, এই আর কী
এ জাতীয় গানের ব্যাপারে আপনার মতামত ঠিক আছে। এ গানটার ক্লাইমেক্স হলো ২য় অন্তরায় -
আজও আমি সেই পথে ঘুরি আনমনা
দেখা হলো না যে আজও দেখা হলো না
তুমি তবে কোথা আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
কোথায় লুকিয়ে আছো বলো সুজানা
বলো সুজানা
সুরটা লক্ষ করলে দেখবেন, প্রথম অন্তরার ঠিক এ জায়গাটা একটু লো স্কেলে থাকে, আর ২য় অন্তরায় দুটি লাইন অতিরিক্ত সংযোজিত, যার সুরগুলো খুব চড়া হবে। প্রেমিকা-হারানো বা প্রেমিকাকে খুঁজে না পাওয়া প্রেমিকের আর্তনাদ এখানে চরমে উঠবে। আমি সুরটা যেভাবে কল্পনা করেছি, আমার গলার লিমিটেশনের কারণেই সে-রকম হয় নি। তবে, যে-কোনো শিল্পী গাইবার সময় নিজের ক্রিয়েটিভিটি ও নিজস্ব কারুকাজ দিয়ে গেয়ে থাকেন, যাতে সুরের মাধুর্য অনেক বেড়ে যায়।
ভবিষ্যতে নির্বাচিত কিছু গান অন্য শিল্পীদের দিয়ে গাওয়ানোর প্ল্যান আছে।
অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য। ভালো থাকবেন প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা নিয়েন।
৭| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৩
মিরোরডডল বলেছেন:
ধুলো, ছেলেদের গিটারের সাথে যেটা, ওটাই সবচেয়ে ভালো লেগেছে ।
এই গানটা শুনে অনেককাল আগের একটা প্রিয় গান মনে পড়ছে, যদিও দুটা দুরকম কিন্তু
শহরের অলিগলি শব্দ থেকেই মনে পড়া ।
কী আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরা
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ
পারবো না দিতে
ঘাস ফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে
আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
নববর্ষের শুভেচ্ছা ।
১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মিরু গানটা শোনার জন্য। সাউন্ড কোয়ালিটি একটু চেঞ্জ করে নতুন করে রেকর্ড করা হয়েছে। সম্ভব হলে আবার শুনে দেখবেন।
আবারো ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।
৮| ১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩২
রাজীব নুর বলেছেন: আমি আপনার ইউটিউব চ্যানালে সব সময় চোখ রাখি।
১৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভেচ্ছা নিয়েন।
৯| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: এগিয়ে চলেন।
১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাথে আছেন বলে এগিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছি। ধন্যবাদ সাহাদাত উদরাজী ভাই। শুভেচ্ছা নিয়েন।
১০| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৩
জটিল ভাই বলেছেন:
সোনা সোনা সোনা
১৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই। শুভেচ্ছা নিয়েন।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি খুব ভালো গায়ক।