নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

হার মানো নি - ভায়োলিন ও বাঁশির সুরে

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৯

এ পোস্টটা একটু ব্যতিক্রমী। এবার শুধু মিউজিক দিয়ে ভিডিওটা বানানো হয়েছে। এফ এল স্টুডিয়োতে কম্পোজ করা, ভায়োলিন ও বাঁশির সুর একত্রে। এ দুটো টোন আলাদা করেও মেলোডিয়াস।

সেই সাথে মিউজিকসহ গাওয়া গানটিও শেয়ার করা হলো। ইউটিউবে গানটা শুনে ব্লগার সাহাদাত উদরাজী ভাই জিজ্ঞাসা করলেন, রেকর্ডিং কত সালে? প্রশ্ন শুনে আমি ঘাবড়ে গেছি। রাতে ঠিকমতো ঘুম না হলে তিনিই এর জন্য দায়ী। মিউজিকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে। ওটা ঠিক করে অন্য সময়ে আবার নতুন করে করা হবে, সময় পেলে :(

কথা, সুর, ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন ইন্সট্রাক্টর : বেবি লাবিব

লিরিক :

হার মানো নি
হারো মানো নি তুমি হার মানো নি
দোষ ছিল তোমার তবু হার মানো নি

আমি তো তোমার কথা সবই রেখেছি
তুমি তো তোমার পথে চলে গিয়েছ
লিখে রেখেছি
লিখে রেখেছি আমি লিখেছি
হৃদয়ের গভীরে সব লিখে রেখেছি
হার মানো নি
হারো মানো নি তুমি হার মানো নি
দোষ ছিল তোমার তবু হার মানো নি

তুমি তো উজান বেয়ে চলে গিয়েছ
আজো কি নদীর কোনো কূল পেয়েছ
আমি পেয়েছি
আমি পেয়েছি শুধু আমি পেয়েছি
তোমাকে হারিয়ে তোমাকেই পেয়েছি
হার মেনেছি
হারো মানো নি তুমি হার মানো নি
দোষ ছিল তোমার তবু হার মানো নি

হার মানো নি - শুনতে এখানে ক্লিক করুন হার মানো নি



কণ্ঠে : হার মানো নি



কীভাবে এ গানটা লিখলাম


খালি গলায় গাওয়া - হার মানো নি

হার মানো নি -২

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খলিল ভাই ব্লগের নাজুক অবস্থায়
আপনার কম্পোজ করা গানটি
যেন একটু হীমেল পরশ!
ভালো লাগলো খুব।
গভীর রাতে তাই
একরাশ শুভেচ্ছা।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


খলিল ভাই ব্লগের নাজুক অবস্থায়
আপনার কম্পোজ করা গানটি
যেন একটু হীমেল পরশ!


:) :) :)

আশা করি ব্লগ তার নিজের জায়গায় সাবলীলভাবেই অবস্থান করছে, শুধু আমাদের কারো কারো অবস্থান মাঝে মাঝে নাজুক হইয়া যায়, তবে, এটাও সাময়িক।

শুভেচ্ছা নিয়েন নূরু ভাই।

২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় ব্লগারদের পোস্টে মন্তব্য করতেও ভয় লাগছে।

কোন প্রিয় ব্লগার এর পোস্টে একাধিক মন্তব্য করা ও তার জন্য ফাইট করা তাকে কাউন্টার করা নাকি চামচামি ।

ছাগুদের ম্যা ম্যা তে প্রচুর ডিস্টার্ভড তাই আপাতত ভালো লাগা জানিয়ে গেলাম।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট একটা বা একশটা কোনো ব্যাপার না, সেটা/সেগুলো গঠনমূলক হলে তাতে কারো আপত্তি থাকবে না। তবে, 'গঠনমূল্ক'-এর ডেফিনিশন আবার জনে জনে ভিন্ন হয়, সমস্যার সূত্রপাত সেখান থেকেই।

ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ গোফরান ভাই। শুভেচ্ছা নিয়েন।

৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫২

গরল বলেছেন: গান টা কি "মেনেছি গো, হার মেনেছি" গানের কাউন্টার নাকি? মজা করলাম একটু, ভালো হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আইডিয়াটা তো দারুণ !!! :) 'হার মেনেছি'র কাউন্টার হিসাবে চালাইয়া দেয়া যায় :)

ভালো হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ গানটা শোনার জন্য।

শুভেচ্ছা নিয়েন গড়ল ভাই।

৪| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শুধু মিউজিকের চেয়ে কণ্ঠের টা বেশি ভালো লেগেছে। গান শুনে শ্রদ্ধেয় ব্লগার সাহাদাত উদরাজী ভাইয়ের প্রশ্ন করার কারণটা বুঝতে পারলাম।
পুরোনো দিনের আবহ যেটা এসেছে সেটাই গানকে আরো উপভোগ্য করে তুলেছে।

২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, আপনার কথায় কিছুটা আশ্বস্ত হলুম, যদিও উদরাজী ভাই লাপাত্তা, আমারে টেনশনে ফালাইয়া :)

অনেক ধন্যবাদ তমাল ভাই। আসলেন ব্লগে অনেকদিন পর। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিয়েন।

৫| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৩

জটিল ভাই বলেছেন:
সাধনা চলুক অবিরাম।

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.