নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
হয়ত হঠাৎ ফিরবে আবার সাজিয়ে কথার ডালি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
তোমার জন্য সকালগুলো চঞ্চলতায় ভরা
তোমায় ভেবে উদাস দুপুর হৃদয় আকুল করা
তোমার জন্য অলস বিকেল ব্যাকুল বসে থাকি
তোমার জন্য বুকের নদী ব্যথায় উথলে ওঠে
রাত্রি হলে কান্নাগুলো টগবগিয়ে ফোটে
তোমার জন্য কষ্টগুলো হাসির ভেতর ঢাকি
তুমি কোথায় আছো, কেমন আছো, ভালো আছো জানি
তোমার জন্য সন্ধ্যাগুলো আজও তুলে রাখি
তোমার জন্য সন্ধ্যাগুলো গন্ধে মেখে রাখি
২৪ এপ্রিল ২০২২
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব ও সাইফ আল মাহমুদ পাইলট
গানের ইউটিউব লিংক : তুমি কোথায় আছো? কেমনা আছো?
শুরুতে রোমান্টিক গানের লিরিক করা হয়েছিল।
কোথায় আছো, কেমন আছো? ব্যস্ত আছো নাকি?
কিন্তু সুরটা হয়ে গেলো ট্র্যাজেডির, ফলে লিরিক চেঞ্জ করে বিরহের গানই তৈরি করা হলো।
সবার জন্য শুভেচ্ছা।
২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় জলদস্যু ভাই, গানটার লিরিকের উপর আপনার প্রশংসায় আমি অভিভূত। আমার ভালো লাগছে যে, গতকাল আমার এক ঘনিষ্ঠ বন্ধুও এ গানটার লিরিকের খুব প্রশংসা করছিলেন। খুবই অনুপ্রাণিত হচ্ছি।
স্যরি বলার কোনো প্রয়োজন নেই। লিরিক ভালো হলেই সুর ভালো হবে তা না। অনেক দুর্বল লিরিক অসাধারণ সুরের উপর দাঁড়িয়ে যেতে পারে, তেমনি আমার ভালো লিরিকটাও নিম্নমানের সুরে আটকে যেতে পারে। ব্যাপার না। চেষ্টা অব্যাহত থাকবে আরো রিফাইন করার জন্য।
আগের অডিওটা সামান্য ইম্প্রুভ করে আজ নতুন করে আপলোড করা হয়েছে।
ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবকিছুর জন্য।
২| ৩০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
মিরোরডডল বলেছেন:
গানের শুরুটা ‘তুমি কোথায় আছো, কেমন আছো’ এই সুরটা ‘আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে’ ওই গানের সুরের মতো হয়ে গেছে । জানি ইচ্ছাকৃত না কিন্তু মিলে গেছে ।
গানের কথা সুন্দর হয়েছে ।
ধুলো কি আর কখনও ইলিশ পোলাও অথমা প্রেম, সেইরকম গল্প লিখবে না ?
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রথমে কথাগুলি পড়েছি। চমৎকার কথা হয়েছে, অসাধারণ। আমার ধারণা আপনার লেখা গানের কথার মধ্যে এটি সবচেয়ে ভালো গুলির সারির উপরের দিকে থাকে।
কিন্তু গাণ শুনলাম। সুর পছন্দ হয়নি। সরি। কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে।