নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় - ইন্সট্রুমেন্টাল মিউজিক

০২ রা মে, ২০২২ বিকাল ৪:৪২

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

জীবন নদী বয়ে চলে, মিশে আপন ঠিকানায়
কথা ছিল সেই নদীতে বাইব তরী দুজনায়
কেন মিছে কথা দিয়ে
কথা তুমি রাখলে না
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

কথা ছিল, চাঁদের রাতে একদিন যাব যমুনায়
নদীর জোয়ার সাক্ষী রেখে ভাসবো মধুর জোছনায়
জোয়ার ভাটায় জীবন গেল
তুমি তো আর আসলে না
সোনার জীবন শেষ হয়ে যায় আশায় আশায় গো

সরল মনে তোমায় আমি সঁপেছিলাম অন্তর
ভালোবাসার ছলনা করে তুমি হলে দেশান্তর
কেন মিছে আশা দিয়ে
বুকে ছুরি দিলে হায়
অন্তর আমার ক্ষয় হয়ে যায় ব্যথায় ব্যথায় গো

০৮ ফেব্রুয়ারি ২০২২


এর আগে খালি গলায় গাওয়া এ গানটি এই পোস্টে শেয়ার করা হয়েছিল। কয়েকজন বিজ্ঞ ব্লগার এ গানটির প্রশংসা করেছিলেন। এবার সেই গানেই মিউজিক যোগ করা হয়েছে। মিউজিক কম্পোজিশন আমারই করা। তবে, শুধু মিউজিকে যখন সুরটা শুনি, তখন আমি নিজেই অভিভূত হয়ে যাই এজন্য যে, মিউজিকটা যেন একটা মূর্ছনা সৃষ্টি করেছে। নিজের কম্পোজিশন হওয়া সত্ত্বেও নিজের সৃষ্টির উপর এই আবেগমাখা ভালোলাগার কথাটা বলা সংবরণ করতে পারলাম না। তাই শুরুতেই শেয়ার করছি শুধু ইন্সট্রুমেন্টাল মিউজিক ভিডিও।


ইন্সট্রুমেন্টাল মিউজিক ভিডিও - ফটোমিক্স।




মিউজিকসহ কণ্ঠ - এই লিংকে ক্লিক করুন।


মিউজিকসহ কণ্ঠ - ফটোমিক্স-১




মিউজিকসহ কণ্ঠ - ফটোমিক্স-২




খালি গলায়।







বাংলার প্রতিটি মানুষের জীবনে সুখ ও শান্তি নেমে আসুক।

ইদ মোবারক।




মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: ঈদের উপহার এটা ভাইয়া.........

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এটা আমার ইদের উপহার, বলতে পারেন। শুভেচ্ছা নিয়েন।

২| ০২ রা মে, ২০২২ বিকাল ৪:৫৬

আশিকি ৪ বলেছেন: ইদ / ঈদ মুবারক।

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক।

৩| ০২ রা মে, ২০২২ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: বাহ! ঈদের আগের দিন আপনার এমন একটি পোস্ট বাড়তি আনন্দ দিল।

গান আর কবিতা মিলে আপনি একজন দারুন কারিগর!!

শুভকামনা ও ঈদ মোবারক।

০৩ রা মে, ২০২২ সকাল ৭:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন রয়। ইদ মোবারক। শুভেচ্ছা নিয়েন।

৪| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪

এম ডি মুসা বলেছেন: গান দারুন ছিল

০৩ রা মে, ২০২২ সকাল ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এম ডি মুসা ভাই। ইদ মোবারক। শুভেচ্ছা নিয়েন।

৫| ০৩ রা মে, ২০২২ রাত ৯:০৭

মিরোরডডল বলেছেন:




বরাবরের মতোই খালি গলায় গানটা সুন্দর ।
ধুলোর গানগুলো সুরের চেয়ে লিরিক সমৃদ্ধ হয় ।
যেটা বলতে চাচ্ছি, সুরকার ধুলো ভালো কিন্তু গীতিকার ধুলো বেশী ভালো ।


০৩ রা মে, ২০২২ রাত ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!!!

পোস্টটা মূলতঃ ইন্সট্রুমেন্টাল মিউজিকটার জন্যই, বাট, যেহেতু অন্য গানগুলোও এর সাথে কানেকটেড, সেজন্য ওগুলোর লিংকও দেয়া হয়েছে।

বরাবরের মতোই গানগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকিয়েন। সুখে থাকিয়েন। শুভেচ্ছা নিয়েন।

৬| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:০৪

জটিল ভাই বলেছেন:
ভাবী ও ভাবী,
আপনার কথা ভাবি।
এতো অত্যাচারের কি হেতু, খুঁজেছেন কি? =p~

০৫ ই মে, ২০২২ রাত ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা
আর কান্দাইয়েন না আমারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.