নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে - মনে পড়ে

১৪ ই মে, ২০২২ রাত ১:৩৭

উৎসর্গ : কবি-ব্লগার বিজন রয়, যদিও তিনি 'কবি' নামটি শুনতে নারাজ



মনে পড়ে -
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াতে পাশে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে গিয়েছি
তুমি এসে পায়ে পায়ে
হেঁটেছো আমার আঙুল ছুঁয়ে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও ছিলে সেখানে
জীবনের স্বাদ খুঁজে নিতে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে

১৮ ফেব্রুয়ারি ২০২২


কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

লিংক : মনে পড়ে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে




আগের পোস্ট : যখন বৃষ্টি নামে - এক গান থেকে আরেক গান

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ সকাল ৮:০৮

বিজন রয় বলেছেন: শুভসকাল!!

আমার ঘরের মধ্যে জানালা দিয়ে এখন মেঘরাঙা সকালের সোনালি রোদ এসে আলোকিত করছে।
এই সোনালি রোদের সাথে আমি নিজেও এখন আলোকিত হলাম, অনেক বেশি!!

আজ সকাল আমার জন্য এত আলোকিত, এত উজ্জ্বল, এত সুরভিত!!
আমি বিহ্বল না অভিভূত কিনা!!

আমার সংক্ষিপ্ত ব্লগার জীবনে এত বড় প্রাপ্তি!!
এটা শুধু মন ভাল করে দেয়া নয়, এটা শুধু অন্তরঙ্গতার শব্দধ্বনি স্বর নয়, এটা অনিবার্যভাবে "সম্পর্কের ঋণ"!!

আর কিছু বলতে পারছি না এখন! শুধু প্রিয়তে রেখে চলে গেলাম।

১৪ ই মে, ২০২২ সকাল ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার গানের উপর আপনার বিশদ ৪টা কমেন্ট পড়ে আমি নিজেই অভিভূত ও বাকরুদ্ধ।

গত কয়েকদিন ধরে আমার গানের পোস্টে আপনার কমেন্টগুলো আমাকে দারুণ অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছে। তার প্রতিদান হিসাবে আপনাকে একটা পোস্ট উৎসর্গ করা অনেক কম হয়ে যায়। আপনি আরো বেশি ডিজার্ভ করেন।

প্রতিটা শিল্পী বা লেখক তার নিজের সীমাবদ্ধতা জানেন। শামসুর রাহমান বা খান আতার মতো গানের লিরিক লিখতে পারবো না; কিংবা, রবীন্দ্রনাথ বা নজরুলের কথা ওঠানোও নিতান্ত বালখিল্যতাই। কিন্তু, আমি জানি, কিছু একটা আমার সৃষ্টিকর্মে অবশ্যই আছে। কেউ যদি সেই জিনিসটার কথা উল্লেখ করেন, নিজের উপর আস্থা সৃষ্টি হয়। এটা অনেকটা বারুদ উস্‌কে দেয়ার মতো।

আপনার কমেন্ট আমার অনুপ্রেরণার উৎস। আপনার কাছে আমি ঋণী।

২| ১৪ ই মে, ২০২২ সকাল ৮:১৬

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লাগলো!

১৪ ই মে, ২০২২ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৩| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: আবার এলাম!

ভাবছি সত্যিই এক নিঝুম বৃষ্টির দুপুরে এই গানটি শুনলে কেমন লাগবে অথবা নিঝুম রাতের বৃষ্টিতে।
নিশ্চয়ই কোন একদিন তেমন পরিবেশ আসবে তখন গানটি শুনবো।

ব্লগার সুলতানা শিরিন সাজির প্রথম পোস্ট একটি কবিতা দিয়ে, সেটার নাম "বৃষ্টিতে", সেই কবিতাটির কথা মনে পড়ে গেল। ওই কবিতাটি যেদিন পড়েছিলাম প্রথম অনেক ভাল লেগেছিল।

কিন্তু আজকের ভাললাগা অন্যরকম। আপনার মতো এতবড় একজন ব্লগারের নিকট থেকে আমাকে উৎসর্গিত করা একটি পোস্ট!!

আপনার একটি কবিতা পোস্ট আছে "অসম্পর্কের ঋণ", ওটার কথা মনে করেই প্রথম মন্তব্যে বলেছি, অনিবার্যভাবে "সম্পর্কের ঋণ"!!, তাই নয়তো আর কি হতে পারে।

মাঝে মাঝে আমি ব্লগে অনিয়মিত হয়ে পড়ি, কিন্ত ফিরে ফিরে এসে আপনাদের নিকট থেকে এভাবে পাওয়া সত্যিই আমাকে অবাক করে। ভাবি নিজেকে কিন বঞ্চিত করি!!

আপানর প্রতি অশেষ কৃতজ্ঞ।
আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৪ ই মে, ২০২২ সকাল ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শুরুতে একটা রোমান্টিক গান হিসাবেই গাওয়া হয়েছিল এবং লেখা হয়েছিল - ভালো লাগে - যখন বৃষ্টি নামে। কিন্তু সুরটা হয়ে যায় ট্র্যাজিক। ফলে, লিরিকে কিছু চেঞ্জ করে এটাকে স্যাড সঙ করা করা হয়, যদিও দুটো ভার্সনই রেখে দিয়েছি।

'অসম্পর্কের ঋণ' হিসাবে আমার একটা কবিতার বইও বের করা হয়েছিল :( শায়মা আপু এক বিশাল রিভিউ লিখেছিলেন এখানে

আপনার মতো এতবড় একজন ব্লগারের নিকট থেকে আমাকে উৎসর্গিত করা একটি পোস্ট!! - বিরাট লজ্জার মধ্যে ডুবে গেলাম দেখি :) :)

৪| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: আপনার কবিতাগুলো খুব সহজে হৃদয় গ্রহণ করে।
তেমনি আপনার গানগুলোর কথা অনেক আপন।
আর তার সাথে সুর সংযোজন করে মেলোডির একটি অন্যমাত্র যোগ করছেন।

"যত চাই ভুলে যেতে"...... গানটি আমি অনেকবার শুনেছি ইতিমধ্যে।

এই গানটির....
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
তোমারই কথা কেন মনে পড়ে হায়
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
...... এই লাইনগুলির কাঁদায়, হায়, অন্তর শব্দগুলির পর সুরের এমন একটি টান (কারুকাজ) দিয়েছেন, যে কি বলবো ওই সুরের ইন্দ্রজালে আমি বিদ্ধ না হয়ে পারিনি, মুগ্ধ না হয়ে পারিনি, অস্থর না হয়ে পারিনি , গানটি বারবার শুনতে আমি বাধ্য হয়েছি।

আর হ্যাঁ, আমি কবি নই, নিজেকে কবি বলার মতো কোন কিছুই এখনো করতে পারিনি। ব্লগে অনেকবার অনেককে সেকথা বলেছি। আমি যা অর্জন করিনি তা দাবী করা নিশ্চয়ই ভাল দেখায় না, অতি অবশ্যই সেটা অন্যায়।

আপনার এই পোস্ট আমার কাছে অলংকার।
আমি ঋণী ও গর্বিত।
ভাল থাকুন প্রিয়।

১৪ ই মে, ২০২২ সকাল ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এই গানটির....
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
তোমারই কথা কেন মনে পড়ে হায়
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
...... এই লাইনগুলির কাঁদায়, হায়, অন্তর শব্দগুলির পর সুরের এমন একটি টান (কারুকাজ) দিয়েছেন, যে কি বলবো ওই সুরের ইন্দ্রজালে আমি বিদ্ধ না হয়ে পারিনি, মুগ্ধ না হয়ে পারিনি, অস্থর না হয়ে পারিনি , গানটি বারবার শুনতে আমি বাধ্য হয়েছি।


আপনার প্রথম কমেন্টের উত্তরে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। এই যে কয়েকটা লাইন বা শব্দ উদ্ধৃত করেছেন, সুরের কথাটাও - এখান থেকেই কনফিডেন্স বাড়ে, বোঝা যায়, পাঠক বা শ্রোতার জন্য ভালো লাগার মতো ন্যূনতম কিছু উপাদান অন্তত আছে।


আপনার এই পোস্ট আমার কাছে অলংকার।
আমি ঋণী ও গর্বিত।
ভাল থাকুন প্রিয়।


- আপনার কথা ও কমেন্টগুলোও আমার কাছে অলংকার। আমি ঋণী আপনার কাছে।

ঋণ কখনো শোধ করা যায় না।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৫| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: চমৎকার কথামালা।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৭| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: ভাবছি সত্যিই এক নিঝুম বৃষ্টির দুপুরে এই গানটি শুনলে কেমন লাগবে অথবা নিঝুম রাতের বৃষ্টিতে।
নিশ্চয়ই কোন একদিন তেমন পরিবেশ আসবে তখন গানটি শুনবো।


গত বছরের ১৪ ই মে, এখানে ৩ নম্বর মন্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছিলাম।

আজ সত্যিই ঠিক তেমন সুযোগ পেলাম!! আর এই গানটি কয়েকবার শুনলাম। সাথে "যত চাই ভুলে যেতে" এই গানটিও শুনেছি। আজ দুপুর এবং এখান রাত, ঢাকা শহরে অবিরাম বৃষ্টি ঝরছে। আমি বাসাতে একা। এই গান দুটি শুনে, বুঝে উপলব্ধি করার জন্য পারফেক্ট পরিবেশ। সত্যিই জানালার গ্রিল ধরে সুদূরে চোখ মেলে বৃষ্টির ছন্দে উদাসী হয়ে এই গান দুটি শুনলে মনটা এক অন্য লোকে চলে যাচ্ছে। আর রাতে ঘুমাবার আগে আবার শুনবো।

আপনি নিশ্চয়ই আমার মনের প্রকৃত অবস্থা বুঝতে পারছেন, মানে আমি যেভাবে এই গান দুটি হৃদয়ে ধারন করছি, কারণ আপনিই তো এসবের স্রষ্ঠা।

ভাল আছেন নিশ্চয়ই।
অনেক অনেক শুভকামনা।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি নিশ্চয়ই আমার মনের প্রকৃত অবস্থা বুঝতে পারছেন, মানে আমি যেভাবে এই গান দুটি হৃদয়ে ধারন করছি।

বুঝতে পারছি না, ঠিক কী কারণে এতটা গভীর আবেগে ডুবে গেলেন বা আক্রান্ত হয়ে পড়েছেন, তবে, আপনার আবেগটা পজিটিভলিই ভাবতে চাই। তীব্র রোমান্টিসিজম কিংবা কঠিন দহনের সময় মানুষ নিজের সম্পৃক্ততা খুঁজে পায়, এমন যে-কোনো জিনিসে অনুরক্ত হয়। আমার গানদুটোর সৌভাগ্য যে, যে-কোনো কারণেই হোক, তা আপনার ভালো লেগে গেছে।

গানের জগতে আপনার এই ভালোলাগা আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণা ও আনন্দের উৎস। ধন্যবাদ আপনাকে অজস্রবার। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.