নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি এই শহরের পথে পথে হাঁটি

২৩ শে মে, ২০২২ রাত ১১:১৩

আমি এই শহরের পথে পথে হাঁটি, মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে ডুবে যাই প্রতিদিনই
আমি গায়ে মাখি সব ধুলিবালুকণা শহরের আলোছায়া
আমি মানুষের থেকে দু হাত বাড়িয়ে বুক ভরে নেই মায়া

এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা দেয় কি কখনো ধরা?

এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে
এই শহরের রাজপথ যেন প্রতি পায়ে পায়ে কাঁদে
এই শহরের ইতিহাস যেন আমাতেই মিশে আছে

৭ ডিসেম্বর ২০১৮ / ১০ মার্চ ২০২২ (দ্বিতীয় অন্তরা)

কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
মিউজিক কম্পোজিশন গাইড : ফারিহান আল মাহমুদ লাবিব (বেবি লাবিব)

গানের ইউটিউব লিংক : আমি এই শহরের পথে পথে হাঁটি। মিউজিক উইদাউট ড্রাম। নীচের লিংকে ড্রাম আছে। বেবি লাবিব ড্রাম রিমুভ করে দিল।

আমি এই শহরের পথে পথে হাঁটি। মিউজিক উইথ ড্রাম।



মিউজিক উইদাউট ড্রাম/বিট



ড্রাম/বিটসহ মিউজিক





অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়েছে, ফোকাস্‌ড গানটাকে এড়িয়ে গিয়ে পুরোনো গানটা শুনেছেন অনেকে। ফলে, বুঝতে পারেন নি আমি কী শোনাতে বা দেখাতে চেয়েছি। এজন্য ফোকাস্‌ড গানটা দিলাম উপরে এবং ২য় ফোকাস্‌ড গান তার নীচে।

এর আগে, একবার খালি গলায় এবং তারপর গিটারের মিউজিকসহ এ গানটা শেয়ার করা হয়েছিল। এবার গিটারের সাথে আরো কিছু মিউজিক যোগ করা হলো। মিউজিকের সাথে প্রথমে ড্রাম বা বিট যোগ করেছিলাম। ছোটো ছেলে এসে ড্রাম বাদ দিয়ে দিল। ফলে, দুটো ভার্সন হলো এ অডিও'র।

এ গানটার ব্যাকগ্রাউন্ড শুনুন এবার।

কুর্মিটোলা হাসপাতালে গেছি, তখন দুপুর হবে হবে। একটা ওষুধের দোকানে যাব। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছি, ডানে তাকিয়ে। ফ্লাই ওভারটি দক্ষিণে নেমে গেছে যেখানে, রোদে ধু-ধু করছে যানবাহন ছড়ানো সেই রাজপথ। হঠাৎই এই লাইনটা মনে এলো - এই শহরের পথে পথে হাঁটি, শুধু তাই না, সাথে সুরটাও, তখনই গুন গুন করে গানটা গেয়ে উঠি। ঐদিন বিকালে প্রথম অন্তরা লিখি এবং সুর করি। ২০১৮'র সেপ্টেম্বরে লেখা ও সুর করা এক অন্তরার সেই গান এটি। এক অন্তরার গানটি শুরু থেকেই অসম্পূর্ণ মনে হচ্ছিল। গান সচরাচর মিনিমাম দুই অন্তরারই হয়ে থাকে বলে এই অতৃপ্তি ছিল এত বেশি।

এরপর ৩ বছরেরও বেশি সময় চলে গেছে, দ্বিতীয় অন্তরা আর লেখা হয় নি। ১০ মার্চ ২০২২-এ সকল আলসেমি ঝেড়ে ফেলে দ্বিতীয় অন্তরাও লিখে ফেললাম।


গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন > আমি এই শহরের পথে পথে হাঁটি

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট





মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ রাত ১১:২৪

নাজনীন১ বলেছেন: চমৎকার গান!

আমিও এই শহরে থাকি, একা একা চলি।
একাই স্বপ্ন বুনি, একাই বাস্তবে চলি!

২৩ শে মে, ২০২২ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! বহুদিন পর আপনাকে দেখছি আপু!! লাস্ট সম্ভবত ২০০৮/৯-এ ছিলেন ব্লগে।

আশা করি ভালো আছেন।

গানটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিয়েন।

২| ২৪ শে মে, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আমার সাথে এই গানের মিল আছে।

২৪ শে মে, ২০২২ সকাল ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের সাথে আপনার মিল আছে জেনে ভালো লাগলো। আপনিও কি সারা শহর চষে বেড়ান নাকি?

৩| ২৪ শে মে, ২০২২ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো সুন্দর। কণ্ঠেও মায়া আছে আপনার।

২৪ শে মে, ২০২২ সকাল ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



এই শহরের পাখিদের চোখে স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে অশ্রুরা ঝরে পড়ে

---

এই শহরের মানুষেরা ছোটে ভোর থেকে মাঝরাতে
দিনগুলো কারো ঘামে ভিজে থাকে, ফুল ফোটে কারো হাতে


আপনাকে অনেক ধন্যবাদ সাধু। শুভেচ্ছা নিয়েন।

৪| ২৪ শে মে, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর গান।

২৪ শে মে, ২০২২ সকাল ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিয়েন।

৫| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৫২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর গান।

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

৬| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা গুলি চমৎকার। খুবই চমৎকার। পোস্টে + রইলো।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই। শুভেচ্ছা নিয়েন।

৭| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩১

আখেনাটেন বলেছেন: অসাধারণ গায়কী। মনে হলো কলেজ জীবনে কবীর সুমনের...সেই সময়ে ফিরে গেলাম।

তবে একটা কথা....এই শহরে পাখি বলতে কী কাউয়া থুক্কু কাককে বুঝিয়েছেন.....কাকেদের নিয়ে কেউ গান লিখছে, ভাবতেই ভালো লাগছে.... :P

চমৎকার কণ্ঠে গান শোনানোর জন্য ধন্যবাদ।

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আখেনাটেন!!!! অনেকদিন পর দেখছি ব্লগে!! ভালো লাগলো দেখে!!! আশা করি ভালো আছেন।

গায়কী ভালো লেগেছে ভালো লাগলো, লজ্জাও পাচ্ছি কিন্তু :) কারণ, আমি সত্যিকারেই গায়ক না, শুধু সুর ধরে রাখার প্রয়োজনে গাইতে হচ্ছে আর কী :) কবীর সুমনের কথা শুনে তো এখন গর্ত খুঁজছি লুকাইবার জন্য :)

তবু প্রশংসা ভালো লাগে যে কারোরই, কারণ এতে অনুপ্রেরণার উৎস থাকে, ভালো কিছু করার উদ্দীপনা জাগে।

এই শহরে কাকও পাখি, কাউয়াও পাখি, কোকিলও পাখি। আরো নাম জানা না জানা অনেক পাখি আছে, আছে শহরভর্তি মানুষপাখি, যাদের কেউ ঘুমায় রাস্তায়, কেউ ঘুমায় সু-উচ্চ অট্টালিকার বিলাসবহুল অ্যা্পার্টমেন্টে। সবারই চোখ জুড়ে থাকে আগামীর স্বপ্ন। কিন্তু স্বপ্নগুলো যেন অধরাই থেকে যায়।

অনেক অনেক ধন্যবাদ এমন ইন্সপায়ারিং কমেন্টের জন্য। শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.