নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অভিমান
কবে কী অভিমান করেছিলাম
তুমি বোঝো নাই
আমিও গিয়েছি ভুলে
আজ এ হৃদয় ধবল শূন্য পাতা
পারো যদি, তুমিও দেখাও
তোমার হৃদয় খুলে
কিছু কিছু অভিমান
মনে মনেই মরে যায়
জানতে পারে না কেউ
শুধু নীরবে পাড় ভেঙে চলে
হৃদয়ক্ষয়ী নিঃশব্দ ঢেউ
২৫ মে ২০২২
কবিতা
আমি সেদিনই তোমার প্রেমে পড়েছি
যেদিন সন্ধ্যার রাগে শুনিয়েছিলে কবিতা
তুমি ছিলে চিরায়ত বাঙালিনী
কবিতার মতোই পরনে ছিল শাড়িটা
০৬ মে ২০২২
মন-ফেলে-আসা এক মন
কার কাছে তুমি হারিয়েছ মন
তারপর আসো ঘরে
মন-ফেলে-আসা মনেরে কেন যে
নিয়েছি আপন করে
১৬ মে ২০২২
২৫ শে মে, ২০২২ সকাল ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
২| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:০৮
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা।
ছাই ভাই, ইদানীং আপনার সব লেখাই গানের লিরিকস মনে হয়।
শুভ কামনা।
২৫ শে মে, ২০২২ সকাল ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জিনিসটা তো ঠিকই ধরেছেন নীচের দুটো - বিকালে হাঁটার সময়ে গানের লিরিক হিসাবে মাথায় এসেছিল, অমনি মোবাইলে টুকে রাখি। প্রথমটা ছিল একটা ফেইসবুক স্টেটাস। আজ মেমোরি হিসাবে ফেইসবুক দেখালো। কথাটা তো সুন্দর লিখেছিলাম একটু অ্যামপ্লিফাই করলাম আর
বাট, এ তিনটাই শেষ পর্যন্ত গানের লিরিক হয়ে যাবে মনে হচ্ছে
প্রথম কবিতাটার ব্যাকগ্রাউন্ড এখানে লিখে রাখি, আমার ভবিষ্যত রেফারেন্সের জন্য সংসার জীবনে আমি খুব কমই অভিমান করি। আমি নিজে জানি যে, আমার মন অনেক কঠিন এবং একগুঁয়ে। তা সত্ত্বেও কিছু কিছু অভিমান মনে জমা হয়, যা কাউকে জানতে দিই না। তো, একবার কী কারণে স্ত্রীর সাথে এরকম এক অভিমান শুরু হলো। আমি খুব করে চাইছিলাম, সে এটা বুঝুক। কিন্তু দিন যায়, রাত যায়, সে এটা বুঝে না। কয়েকদিন পর দেখি, আমি নিজেই ভুলে গেছি কী কারণে অভিমান করেছিলাম
৩| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।
২৫ শে মে, ২০২২ দুপুর ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই তো সুন্দর, নতুন কমেন্ট করেছেন। শুভেচ্ছা নিয়েন রাজীব নুর ভাই।
৪| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার মত সুন্দর করে কবিতা লিখতে চাই।
২৫ শে মে, ২০২২ দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার চাইতে ভালো কবিতা লেখার চেষ্টা করুন।
আমার কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ গোফরান ভাই।
৫| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৫২
অরণি বলেছেন: আপনার কবিতা গুলো ভালোলাগে।
২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ অরণি, আমার কবিতা পড়ার জন্য। ভালো লাগলো যে, আমার কবিতাগুলো আপনার ভালো লাগে।
৬| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: পুরনো প্রেম রাগার ছোঁয়া!!
২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো বলেছেন। ধন্যবাদ জলদস্যু ভাই, কবিতা পড়ার জন্য।
৭| ২৫ শে মে, ২০২২ রাত ১১:৫১
ঢুকিচেপা বলেছেন: প্রথম কবিতাটা ভালো লেগেছে।
চরমসত্য একটি কথা।
“ কিছু কিছু অভিমান
মনে মনেই মরে যায়
জানতে পারে না কেউ
শুধু নীরবে পাড় ভেঙে চলে
হৃদয়ক্ষয়ী নিঃশব্দ ঢেউ”
২৮ শে মে, ২০২২ রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা কবিতা পড়ার জন্য। উদ্ধৃতিটা দেখে ভালো লাগলো। আমার কবিতা, আমার কাছেও এটা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।