নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আবার এলেই কাছে || ব্লগার স্প্যানকড-এর কথায় এবং খলিল মাহ্‌মুদের সুরে একটি গানটি

১৬ ই জুন, ২০২২ রাত ১২:২৭

আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল

আবার এলেই কাছে চিনিয়ে ছাড়বো চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে এক সাথে ধরবো গান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়বো
প্রেম মানে পরাণের গহিনে পরাণ
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো

আবার এলেই কাছে করব দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে রাঙিয়ে দেব মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেব
কতটা অদরকারী হয়ে উঠেছে সংবিধান
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল

০৬ মার্চ ২০২২

কথা : ব্লগার স্প্যানকড
সুর ও মিউজিক : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব


গানের লিংক-১ : এখানে ক্লিক করুন। অডিও ভার্সন-১। মিউজিক সবচাইতে কম এটাতে।



মিউজিক সাউন্ড অ্যাডজাস্ট করতে বেশ বেগ পেতে হচ্ছে। আমার পিসিতে যদি ঠিক থাকে, স্মার্ট টিভিতে ইউটিউবে আবার ঠিক শোনা যায় না; ওখানে ভালো শোনালে আবার মোবাইলে সাউন্ডই পাওয়া যায় না। সবচাইতে বড়ো ইন্সট্রুমেন্ট, মেন্টর বা গাইড হলো ছোটো ছেলে। তার মতামত নেয়ার প্রয়োজন পড়ে প্রতিটা পদক্ষেপেই :)

গানের লিংক-২ : এখানে ক্লিক করুন - অডিও ভার্সন-১। মিউজিক একটু কম।




গানের লিংক-৩ : এখানে ক্লিক করুন - অডিও ভার্সন-২। মিউজিক একটু বেশি





খালি গলায় গাওয়া গানের লিংক : আবার এলেই কাছে





এ গানের উপর প্রথম পোস্ট : আবার এলেই কাছে - ব্লগার স্প্যানকড-এর কথায় এবং খলিল মাহ্‌মুদের সুরে এ গানটি


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ ভোর ৫:৩৬

নিমা বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা প্রথমেই সামনে পেয়ে ব্লগটা চেনা মনে হলো

২| ১৬ ই জুন, ২০২২ সকাল ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে আমারও ভালো লাগলো আপু। কিছুদিন আগে লক্ষ করি, আপনার প্রোফাইল পিকশচার চেঞ্জ হয়ে গেছে, অন্য কালারের। আপনার একটা পোস্টে কমেন্টও করলাম, কিন্তু কমেন্টের রেসপন্সটা যে-রকম আশা করেছিলাম, ওরকম পরিচিত না :( পরে খেয়াল করি, আমার ভুল হয়েছে :) আপনার নিকনেইমের কাছাকাছি বানানের অন্য একটা নিক ছিল ওটা :)

শুভেচ্ছা নিয়েন।

৩| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গান শুনলাম। দারুন হয়েছে।

৪| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান ভাই। কমেন্টের উত্তর দেয়ার বক্সটা হারিয়ে গেছে :( সেটিঙে কোথায় কী হয়েছে, বা করে রেখেছি, কে জানে !!! :)

শুভেচ্ছা নিয়েন।

৫| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতা ও কবিতার আলোকে গান সুন্দর হয়েছে।

১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা ও গান শোনার জন্য। শুভেচ্ছা নিয়েন।

৬| ২৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

স্প্যানকড বলেছেন: ভাই এতো খুশী জীবনে খুব কম হয়েছি :):):)। অসংখ্য ধন্যবাদ। মা কে শুনিয়েছি। ও শুধু কাঁদে। ভালো থাকবেন :) আনন্দ নিয়ে থাকবেন সব সময় :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.