নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিধান : কী চেয়েছ, কী পেয়েছ

১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩১

কারো আছে কয়েকটা বাড়ি,
আছে বিত্ত-বৈভব বুনিয়াদী জমিদারি
ওসব কিছুই তোমার নেই,
শুধু আছে ওসব না পাওয়ার প্রাত্যহিক আহাজারি

আকাশে তাকিয়ে যদি নিজেকে ক্ষুদ্র মনে হয়
মাটিতে তাকাও প্রিয় বন্ধুবর
তোমার ক’জন বন্ধু মন্ত্রী, সচিব বা শিল্পপতি হয়েছেন
ওদিকে, অগণিত বন্ধুর কঠিন ক্রান্তিকাল, দুঃখে জর্জর।

সবাই তো সবকিছু পাবে না, বা পারে না
সবকিছু পাওয়ার বা করার যোগ্যতাও থাকে না সবার
পৃথিবীতে জন্মায় না কেউ একাই সবকিছু হবার
কেউ-বা উড়াবে দুর্ধ্বর্ষ যুদ্ধবিমান, কেউ হবে ট্রাকের হেল্পার

কখনো তোমার বুক জ্বলে যাবে,
অন্যের সুন্দুরী প্রেমিকা কিংবা স্ত্রীকে দেখে
কখনো-বা হিংসায় পুড়ে যাবে, কিংবা হতাশায় পড়বে মুষড়ে-
আমি কেন পারি না, আর ‘সোনাবীজ’ কত ভালো কবিতা লেখে।

কোনো শিল্পীই তোমার বন্ধু হবে না কখনো
তাল-লয়-সুরের ১২টা বাজানো ঈর্ষাতুর কুদ্দুসও
তোমার সুরেলা গানের সাথে দেবে পাল্লা
আর চার হাত-পা আকাশে ছুঁড়ে বিলাপ করবে-
হালার পুতেরা কেন আমার গান শোনে না? আমার মতো
আর কে গায় এত ভালা?


কোনো শিল্পীই কখনো অন্য শিল্পীর বন্ধু হয় না
যেমন, তোমার গান, গল্প বা কবিতায় জ্বলে যাচ্ছে কতজন
আগে যারা প্রতিদিন আসতো, এখন আসে না
আশেপাশে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়, রমণীরঞ্জনে
কেউ-বা যেচে এসে উপদেশ দেয় – হবে হবে, চেষ্টা অব্যাহত রাখুন
অথচ ঐ হালার পুতেরা গান বা কবিতায় কত নস্যি,
অ-আ ধরে ধরে শেখাতে পারো লিরিক আর সারেগা,
তা ওরা জানে না – একটা কবিতা লিখে হয়ে যায় আল্ট্রা-মডার্ন কবি
একটা দুর্বল লিরিকে গান গেয়ে হয়ে যায় সঙ্গীতজ্ঞ
এরপর তোমাকে শেখাতে আসবে তারা ব্যাকরণের ধারা
নিম্নদেশে কেশ পেকে হয়েছে তক্তা- এতটা ইঁচড়েপাকা
আর, শিল্পে তোমার জন্ম, শিল্পেই জীবন এবং মরণ

যে তোমার বন্ধু হলো না,
হয়ত হবে না ভবিষ্যতেও
তার জন্য দুঃখ করো না ভুল করেও।
একগুচ্ছ স্মারক-পুষ্প জানালায় ঝুলিয়ে দিও
বিগত বন্ধুটির জন্য।
নিতান্ত অর্থহীন নয়,
এটুকু ত্যাগেরও আছে অজস্র সৌজন্য-মূল্য।

যা কিছু পেয়েছ, যা কিছু হয়েছ
এগুলোই তোমার নিখাদ অর্জন
এতেই তুষ্ট থাকো, শ্রম দাও যোগ্যতা মতো আরো কিছু পেতে
আর যদি হও প্রকৃতই ‘পরস্ত্রীকাতর’
অন্তর্জ্বালায় ফানা ফানা হবে বুক-
দুঃখ-দহনই হবে তোমার সার্বক্ষণিক দোসর।

০৬ জুলাই ২০২২

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মিরোরডডল বলেছেন:




শিরোনামে এবং কবিতায় এই বানানগুলো একটু দেখবে প্লীজ ।
সঠিক বানান হবে এরকম চেয়েছো পেয়েছো হয়েছো ।
Correct me if I’m wrong.

কবিতার মূল বক্তব্য ধ্রুব সত্যি ।

যা কিছু পেয়েছ, যা কিছু হয়েছ
এগুলোই তোমার নিখাদ অর্জন
এতেই তুষ্ট থাকো, শ্রম দাও যোগ্যতা মতো আরো কিছু পেতে
আর যদি হও প্রকৃতই ‘পরস্ত্রীকাতর’
অন্তর্জ্বালায় ফানা ফানা হবে বুক-
দুঃখ-দহনই হবে তোমার সার্বক্ষণিক দোসর।



আমি কেন পারি না, আর ‘সোনাবীজ’ কত ভালো কবিতা লেখে।

হা হা হা...
এখানে চামে চিকনে একটু নিজের ঢোল পেটানো হলো :)
নাহ ! আমাদের ধুলো আসলেই অনেক ভালো লেখে ।
তাই সামান্য অহংকার ।




১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চেয়েছ, খেয়েছ, করেছ - বানানগুলো এভাবেই শুদ্ধতর, যদিও আমি চেয়েছো, খেয়েছো, করেছো বানানেই বইপুস্তক ও ম্যাগাজিন ছাপিয়ে ফেলেছি।

আমি কেন পারি না, আর ‘সোনাবীজ’ কত ভালো কবিতা লেখে।

'সোনাবীজ' এখানে যে-কোনো ব্যক্তি, যে ভালো কবিতা বা সাহিত্য রচনা করে, যাকে অন্যরা হিংসা করে :)

ফান করে একটা বানান ভুল করে লেখা আছে এবং আমি এই ভুল বানানটাকেই শুদ্ধ হিসাবে ব্যবহার করেছি :)

ব্যাপক কমেন্ট এবং প্লাসের জন্য (যদিও প্লাস দেন নি) ধন্যবাদ

২| ১৬ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: "কিছু মানুষ আপনাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে আপনি তাঁর কোনো ক্ষতি করেছেন। তবু, আপনি তাঁর কাছে স্রেফ অপছন্দের মানুষ। আপনাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। শুধু কারও কোনো ক্ষতি করলেই আপনি তাঁর অপছন্দের পাত্র হবেন, তা নয়। অপছন্দ-ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে, কিম্বা মানষিক অসুস্থ্যতা থেকে। মানুষের সহজাত চরিত্রেই এই অনুভূতির প্রভাব আছে"- মার্টিন লুথার কিং

১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় জুল ভার্ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই কোটেশনটির জন্য। কোটেশনের সারমর্ম আমার লেখার সারমর্মের সাথে মিলে যায় এবং সেজন্যই আপনি এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

শুভেচ্ছা রইল।

৩| ১৭ ই জুলাই, ২০২২ রাত ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:


কখনো তোমার বুক জ্বলে যাবে,
অন্যের সুন্দুরী প্রেমিকা কিংবা স্ত্রীকে দেখে
কখনো-বা হিংসায় পুড়ে যাবে, কিংবা হতাশায় পড়বে মুষড়ে-
আমি কেন পারি না, আর ‘সোনাবীজ’ কত ভালো কবিতা লেখে।


ঠিকতো, তাইতো, এমনই হয়তো!! ;)

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতিসহ কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৪| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.