নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটি জটিল পাটীগণিতীয় সমস্যা

১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:৪২

ন্যারেটিভ বা উদ্দীপক

আপনি ০১ জানুয়ারি ২০২২ তারিখে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লোন নিলেন। সুদের হার ৮.৭৫%। Moratorium পিরিয়ড ১৫ মাস (০১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত)। মাসিক কিস্তি ২২,৮০০ টাকা, যা প্রতি মাসের ০১ তারিখে কর্তনযোগ্য (০১ এপ্রিল ২০২৩ তারিখে প্রথম কিস্তি কর্তন করা হবে)।

প্রতি মাসের কিস্তি কর্তনের পর, কিংবা যে-কোনো অংকের টাকা পরিশোধ করার পর অবশিষ্ট লোনের উপর বাৎসরিক সরল হারে সুদ প্রযোজ্য হবে।
উদাহরণ-১ : ধরুন, ০১ নভেম্বরে কিস্তি দেয়ার পর অবশিষ্ট থাকলো ১৩ লাখ। এই ১৩ লাখ টাকার ২ মাসের সুদ হবে ৮.৭৫% হারে সরল সুদে।
উদাহরণ-২ : ধরুন, ০১ মে-তে কিস্তি দেয়ার পর অবশিষ্ট রইল ১২ লাখ। এই ১২ লাখ টাকার ০৮ মাসের সুদ হবে ৮.৭৫% হারে সরল সুদে।

০১ ডিসেম্বর ২০২৪-এ মাসিক কিস্তির সাথে আরো ৪ লাখ টাকা পরিশোধ করা হলো।

প্রশ্ন :

১। ০১ জানুয়ারি ২০২৬ তারিখে আপনার কত টাকার লোন অবশিষ্ট থাকবে? সুদ ও আসল আলাদাভাবে দেখাবেন।

২। এ অংক সমাধানের জন্য আপনার ব্যবহৃত ফর্মুলাটি বলুন।

নোট : সুদ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর।


আগের অংক :) ও ধাঁধার পোস্ট :)


১। পাটীগণিতের ক্লাস - ক্লাস ফোর অ্যান্ড ফাইভ

২। ক্লাস থ্রি-ফোরের অংকের ধাঁধা বা পাজল

৩। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য

৪। কেবল ধাঁধাপাগলাদের জন্য

৫। গতকালকের ধাঁধার জবাব - কেবল ধাঁধাপাগলাদের জন্য

৬। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার :)

৭। বুদ্ধিমানদের জন্য ধাঁধা

৮। একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা

৯। স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা

১০। বাচ্চাদের পাজ্‌ল; বড়রা কতোটুকু পারদর্শী?

১১। এবার একটা ক্রিকেটিয় কুইজ

১২। জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ

১৩। অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক

১৪। একটি পাটিগণিতীয় ধাঁধা

১৫। তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা

১৬। একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে

১৭। গোলক ধাঁধা

১৮। স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল

১৯। একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ

২০। আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ

২১। ধাঁধাপাগলাদের জন্য পোস্ট

২২। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য

২৩। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)

২৪। ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাবীজ ভাই অংকে মাথা নাই
বলেইতো সাইন্স পড়তে
পারলাম না!
অংকের কথা শুনলে
গায়ে বুখার আসে!

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)


ধন্যবাদ নূরু ভাই।

২| ১৮ ই জুলাই, ২০২২ ভোর ৬:৪২

রানার ব্লগ বলেছেন: কি দরকার শুধু শুধু মাথা নষ্ট করার।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ তাই তো!! অংক, ধাঁধা আমার কত যে সময় নষ্ট করেছে, আর ক্ষয় করেছে মাথা, তার ইয়ত্তা নাই। কিন্তু অংককে ছাড়তে পারি না :(

৩| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমানে প্রশ্নে ধরন তো এমনই, সময় নিয়ে চেষ্টা করে দেখতে হবে।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রচেষ্টা এবং ফলাফল দেখার অপেক্ষায় রইলাম :)

৪| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: শিক্ষা জীবনের অন্যতম ব্যার্থতা হচ্ছে- অংকে টাইন্যাটুইন্যা পাশ! এই বুড়ো বয়সে আবার সেই জটিল বিষয় মনে করিয়ে দিয়ে আমার আয়ু কমিয়ে দিয়েন্না।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ঠিকাছে প্রিয় জুল ভার্ন ভাই। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপাতত দর্শক হিসাবে কিছু হাততালি দিয়েন, তাতেই খুশি হব :)

৫| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


কেউ উত্তর দিবে বলে মনে হয় না।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি হতাশসসসসসস :(

৬| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪৪

ইএম সেলিম আহমেদ বলেছেন: সুদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই :P

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

৭| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:২১

খাঁজা বাবা বলেছেন: প্রশ্ন অনেক জটিল করে ফেলছেন। আমার ধারনা প্রশ্ন করতেই ভুল হয়েছে।
আরো সহজ ভাবে প্রশ্ন লিখতে হবে।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অংকটা কষতে গেলে বেশ কিছু প্রশ্ন মাথায় আসবে। ওগুলো ভেবেই এত ডিটেইলস দেয়া হয়েছে। আরো দু-একটা ক্লু-এর প্রয়োজন, যা ইচ্ছা করেই উহ্য রাখা হয়েছে।

ধন্যবাদ খাঁজা বাবা।

৮| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: জটিল জিনিস মাথায় ঢুকে না।

১৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

৯| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব অংক আমার পছন্দ নয়

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.