নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যেই প্রেমে হয় যন্ত্রণা, কেন সেই প্রেম আমার হয়?

২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৬

যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই

আমি থাকি বন্ধুর আশায়
বন্ধু ঘোরে পাড়ায় পাড়ায় গো
বন্ধুর অবহেলায় আমি
জ্বলে পুড়ে হইলাম ছাই
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর প্রেমে পড়ে আমি
কেঁদে মরি দিবাযামী গো
বন্ধুর পিছে জীবন গেল
বন্ধুর কোনো সাড়া নাই
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর কথা যায় না ভোলা
প্রাণে সয় না বন্ধুর জ্বালা গো
ইচ্ছা করে কলসি গলায়
নদীর জলে ডুবে যাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

১৫ ফেব্রুয়ারি ২০২২


কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক :

১। শায়মা আপু বলার পর বিট অনেকখানিই কমিয়ে দিলাম। এখানে ক্লিক করুন। যেই প্রেমে হয় যন্ত্রণা - লো বিট - লিরিক্যাল মিউজিক ভিডিও

২। হাই বিট - এখানে ক্লিক করুন। যেই প্রেমে হয় যন্ত্রণা - লিরিক্যাল মিউজিক ভিডিও


লো বিট - তবে, কোনো কোনো ডিভাইসে বিট নাও শোনা যেতে পারে।





হাই বিট





মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:১২

শায়মা বলেছেন: ভাইয়া এবার কিন্তু সত্যিই তুমি গীতিকার সুরকার হয়ে যাবেই।

মানে গেছোই.....


ভাইয়া গানের লয়ে মিউজিক মিলেনি কিন্তু

তুমি তাল আর লয় নিয়ে একটু পড়ালেখা করে ফেলো। :)

তারপর মিউজিক ড্রাম বিট :)

গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে....

২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিট নিয়ে একটু সমস্যায় আছি। এটার অলরেডি ২য় ভার্সন হয়ে গেছে। আমার পিসিতে বিট এবং মিউজিক ওয়েল সিংক্রোনাইজড। আমার মোবাইলেও। কিন্তু যখন স্মার্ট টিভিতে শুনি, ওখানে বিট আসে, কিন্তু মিউজিক শোনায় খুব লো এবং বিট বেশ এলোমেলো শোনায়। আবার পিসিতে ৪ রকম ভাবে মিউজিক টেস্ট করি - ২টা স্পিকারে, স্পিকার ছাড়া এবং হেডফোনে। যন্ত্রণার ব্যাপার হলো, ৪টাতেই ৪ রকম আসে :( যে-কোনো একটাতে সিংক্রোনাইজড্‌ করলে বাকিগুলোতে সিংক্রোনাইজেশন থাকে না :( এর ফলে হয় কী, আমার প্রতিটা গানই ৪/৫ বার করে ফাইনাল করতে হয়, প্রতিবারই একটু করে ইম্প্রভুব হয় অবশ্য।


তুমি তাল আর লয় নিয়ে একটু পড়ালেখা করে ফেলো। আমি কিছু সফটওয়্যারে কাজ করি। সেগুলো খুব সহজ ব্যাপার না। তাল লয় জানা না থাকলে সেগুলো করা যায় না। বুঝতে পারছেন তো? :)

গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে....
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাছি এই দীর্ঘ গানটা শুনে কিছু টেকনিক্যাল অ্যাডভাইস দেয়ার জন্য।


২৪ শে জুলাই, ২০২২ রাত ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাইয়া গানের লয়ে মিউজিক মিলেনি কিন্তু । এটা আপনি কী বুঝিয়েছেন, ঠিক ধরতে পারি নি। তবে, সম্ভবত বোঝাতে চেয়েছেন - একটা ভোকাল শেষ হবার পর ওটার মিউজিক শুরু হয়। তাই বুঝিয়েছেন? হ্যাঁ, এটা অ্যারেঞ্জই করা হয়েছে এভাবে। এটা ঠিক ইকো বা ডিলে না। ভোকাল যেখানে শেষ, ওটার মিউজিক টিউনটা হয় ওখান থেকে, অথবা একটু আগে বা পরে শুরু হচ্ছে এবং পরের ভোকালের আগে, বা পরে বা একসাথে শেষ হচ্ছে। এগুলো ফ্রেম গুনে সূক্ষ্ম হিসাব করে করা হয়। আবার, কোনো ভোকালের আগেই ওটার টিউন সেট করা হয়েছে কয়েকটা ভোকালে।

লয়ের সাথে যদি বিটের কথা বলে থাকেন, তাহলে তার জবাব উপরের কমেন্টে আছে। সর্বশেষ ৩ নাম্বার ভার্সন দিয়েছি আপনি বলার পরে। এখানে বিট অনেক কমিয়ে দেয়া হয়েছে, যদিও শেষের দিকে বিটের ভলিয়্যুম একটু বাড়ানো।

আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট অনেক কমপ্লিকেটেড। শুধু বোঝার জন্য বলছি। প্রতিটা মিউজিকে অজস্র টিউন থাকে, যেমন, গিটার, পিয়ানো, বাঁশি - আবার এগুলোরও নানান রকম ভার্সন আছে। তো, খুব কান পেতে খেয়াল করলে প্রতিটা মিউজিক ইফেক্টা আলাদাভাবে শুনতে পাবেন। আবার, সুরের ভেতরে মাঝে মাঝে অন্য সুরও থাকে।

এই কমপ্লিকেটেডে মিউজিক অ্যারেঞ্জমেন্ট অবশ্য সবাই বুঝবেন না, তবে কেউ না কেউ এগুলো খেয়াল করবেন, এবং ইন্টারেস্ট পাবেন।

শুধু কি আমি একাই এগুলো করি? না। প্রতিটা মিউজিকই খেয়াল করলে দেখবেন, ওখানে একেকটা ইন্সট্রুমেন্ট একেকটা টিউন নিয়ে এগোচ্ছে। সব টিউন মিলে একটা সিনারজাইস্‌ড মিউজিক :)

২| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:১৭

রানার ব্লগ বলেছেন: আহা!! যন্ত্রনা ছাড়া প্রেম মূল্যহীন


বেশ হয়েছে!!

২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আহা!! যন্ত্রনা ছাড়া প্রেম মূল্যহীন

:)

কিন্তু আমি সেই যন্ত্রণা ছাড়া প্রেমই চাই :) হোক তা মূল্যহীন :)

৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা।

প্রচেষ্টায় ভালো লাগা।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা।
The life is not bed of roses. শুধু আলাদা এই লাইনটা একটা সংসারের জ্বালা যন্ত্রণাকে ইন্ডিকেট করে, তাতে প্রেম থাক বা না থাক। বাকিটা শুনুন এইখানে

ধন্যবাদ প্রিয় কবি সেলিমা আনোয়ার ভাই+

৪| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:২৮

মিরোরডডল বলেছেন:




প্রেম চায় কিন্তু যন্ত্রণা চায়না ।
এ কেমন প্রেম ?
কাঁটা ছাড়া গোলাপ হয় নাকি !
:)


২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কাঁটা ছাড়া গোলাপ হয় নাকি! :) গোলাপই কি একমাত্র ফুল? কাঁটা ছাড়াও মাঠে প্রান্তরে বনে, অনেক ফুলের হয় জন্ম। আমি চাই সুগন্ধ বকুল, রজনিগন্ধার সন্ধ্যালগ্ন।

৫| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এবার কিছু জীবনমুখি টাইপ গান করার চেষ্টা করেন।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরু তো করেছিলাম জীবনমুখী গান দিয়েই। শুরুর দিকে এ ধরনের গানই ছিল বেশি। অবশ্য, জীবনমুখী গান টার্মটাতে আমার অনেক আপত্তি আছে। অতীতে এ নিয়ে অনেকের সাথে আলোচনা বা বন্ধুভাবাপন্ন তর্কও হয়েছে। সব গানই জীবনমুখী। কোনো গানই জীবনের বাইরের বিষয় নিয়ে নয়। প্রেম, রোমান্স, দুঃখ, বিপ্লব, প্রতিবাদ সবই জীবনের অংশ।

জীবনমুখী গান বলে কিছু থাকলে জীবনের দুঃখবোধ থেকে উৎসারিত গানই শ্রেষ্ঠ জীবনমুখী গান।

ধন্যবাদ জলদস্যু ভাই। চেষ্টা করবো প্রচলিত অর্থের জীবনমুখী গান আরো লিখতে।

৬| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে প্রেমে যন্ত্রণা নাই
সেটা কোন প্রেমই না,
গোলাপে কাটা না থাকলে
জবা ফুলের মতো অনাদরেই
থাকতো!

২৪ শে জুলাই, ২০২২ রাত ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


প্রেমে যদি যন্ত্রণাই না থাকবে,
প্রেম এত হতো না মহৎ
প্রেমে যদি নাইবা থাকতো সুখ
মানব-মানবীরা হতো কি অগ্নিভুক?

৭| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই প্রেমে যন্ত্রনা খুঁজছেন, যন্ত্রনাছাড় কি প্রেম হয়না?

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো সেই প্রেমটাই চাই, যেই প্রেমে কোনো যন্ত্রণা নাই :) কিন্তু সবাই প্রেমে শুধু যন্ত্রণাই খুঁজছেন :)

৮| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর লিরিকস! +

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

৯| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:১০

ফয়সাল রকি বলেছেন: অফিসে ইউটিউব চালানো যায় না, কাজ ফাঁকি দিয়ে ঢুকেছি। পরে শুনবো। শুভ কামনা।

২৪ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা ঠিক আছে :)

১০| ২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর গানের কথা গুলো।

২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিকের প্রশংসায় অনুপ্রাণিত। ধন্যবাদ আপু।

১১| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

মোগল সম্রাট বলেছেন: গানটা শুনলাম। খুব দরদি সুর। ভালো লাগছে সোনা ভাই।

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

খুব দরদি সুর।

আপ্লুত হলাম মহামান্য মোগল সম্রাট। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




আমার তোলা বনে জঙ্গলে কিছু বুনোফুল ধুলোর জন্য ।
খুব ভালোলাগার, অনেক প্রিয় ।
কোন পরিচর্যা ছাড়াই বেড়ে উঠে ।



প্রথমটার চেয়ে এগুলো একটু বেশী সময় থাকে ।
পাহাড়ে পাথরের মাঝেই জন্ম, আবার ওখানেই মরে যাওয়া ।
বুনোফুলগুলো খুব আকর্ষণীয় !



গোলাপে কাঁটার যন্ত্রণা থাকলেও সেই প্রেম দীর্ঘস্থায়ী থাকে ।
কষ্টার্জিত বলে ওটা মানুষ ধরে রাখতে চায় ।
কাঁটাহীন বুনোফুলের প্রেম যন্ত্রণা নেই কিন্তু খুব অল্প সময় স্থায়ী হয় ।
সহজলভ্য বলেই খুব সহজেই চলে যায় ।

ধুলোর জন্য কাঁটাহীন প্রেমের শুভকামনা :)

২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পৃথিবীর সবচাইতে সুন্দর ও সুগন্ধি ফুলের নাম কী?

২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুল ও ফুলের বর্ণনা পড়ছিলাম আর ভাবছিলাম, এ তথ্যগুলো জানানোর উদ্দেশ্য কী? ফুলগুলো সুন্দর, কারণ, ক্যামেরাটা ভালো ছিল।

যাই হোক, এগুলো দেয়ার উদ্দেশ্য শেষ ক'লাইনে পড়ে বুঝেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.