নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ অডিওতে যে সুরটি শুনবেন, সেটি এ সুরের থার্ড ট্রায়াল টিউন। প্রথম ট্রায়ালটি থেকে খুব বেশি পার্থক্য নেই। তবে, তিনটা ট্রায়ালে দ্বিতীয়টি প্রথমটার চাইতে বেটার, এবং তৃতীয়টি, দ্বিতীয়টির চেয়েও বেটার হয়েছে।
এরপর এ সুরের উপর লিরিক তৈরি হবে। সুরটা আরেকটু রিফাইন্ড হবে।
কেউ লিরিক লিখতে চাইলে এ সুরের উপর লিখে পাঠাতে পারেন।
এটি মূলত শিশু-কিশোরদের জন্য একটা উদ্দীপনামূলক গান হবে। কিংবা দেশাত্মবোধক বা ভ্রমণকারী একদল তরুণের কোরাস গান।
এ গানটার ছন্দ ও লাইনগুলো নীচের মতো লিখলে সুরে ছন্দ পতন হবে না।
এই যে নদী এঁকে বেঁকে গেছে বহুদূর
কল কল ছন্দ তুলে মিষ্টি সুমধুর
পাখা মেলে নৌকাগুলো যাচ্ছে সুদূরে
মন আমার গাংচিল যায় সেথা উড়ে
তবে, আপনাদের লিরিকে যেন এ কথাগুলো না থাকে।
আমার বিশ্বাস, শায়মা মণি তার ছাত্রছাত্রীদের উদ্দেশে এ সুরের উপর একটা গান লিখতে পারেন। পারেন অন্য যে-কেউ।
গানের ভিডিও'র জন্য এখানে ক্লিক করুন লাল লা লা লা
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জটিল ভাইকে রেডিমেড সুর দিয়েছিলাম। সম্প্রতি আরো একজনকে একটা রেডিমেড সুর দিয়েছি। আমার কাছে এখনো অনেকগুলো সুর পড়ে আছে 'শিস' আকারে, যেগুলোর লিরিক এখনো লেখা হয় না। ব্লগেও পোস্ট দিয়েছিলাম কেউ চাইলে সুর পাঠানোর জন্য। লিরিক লেখা একটু সময়সাপেক্ষ ব্যাপার, সেই দিক থেকে সুরগুলো খুব ইনস্ট্যান্ট এবং স্পনটেনিয়াস, অন্তত আমার পক্ষে।
অনেক সময় কাউকে সুর দিতে নিজেই দ্বিধান্বিত থাকি, যাতে লিরিক নিয়ে আমাকে আফসোস না করতে হয়।
এ সুরটার জন্য একটু ঢং ঢাং করলেও ভালো লিরিক হলে সেটা অবশ্যই এ সুরে গাওয়া হবে।
ঢঙ্গীর সাথে ব্লগিং করতে করতে নিজেও একটু ঢং শেখার চেষ্টা করছি আর কী
২| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ৮:২১
শেরজা তপন বলেছেন: মিরোরডডল -আপুর কথা শুনে না হেসে পারলাম না
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঢঙ্গীর কথা শুনে আমিও একটু হেসেছি বৈকি
৩| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আগ্রহ ছিল বরাবর। কিন্তু সঠিক পন্থা জানা নেই।
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সঠিক পন্থা আমারও জানা নাই। আমার পন্থা আমার নিজস্ব পন্থা। যে পন্থায় কাজ হয়, ওটাই কার্যকরী পন্থা।
আমার সুরগুলো গুন গুন করতে করতে, বা শিস কাটতে কাটতে, অনেক সময় নিজের অজান্তেই তৈরি হয়ে যায়। সাথে সাথেই প্রাথমিক সুরটা রেকর্ড করে ফেলি। পরে ওটাকে রিফাইন করতে থাকি।
৪| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪১
জুল ভার্ন বলেছেন: গান মানে হলো স্বরলিপির উঠানামা। যেমন ধরেন, ৪/৪ —– সা সা গা মা । মা গা সা পা । গা রে সা মা । মা পা সা ধা । —— ০ এখানে যেটা লিখলাম এটা একটা সুর। দুনিয়ার যেকোণ যন্ত্রে এটা বাজালে একই সুর বাজবে, হারমোনিয়ামে বাজালে, গিটারে বাজালে, কিংবা খালি গলা দিয়ে গেলেও হুবহু একই সুর বাজবে। এক্ষেত্রে কে ভালো গাইলো আর কে খারাপ গাইলো তা নির্ভর করবে কে কার গলা কত পারফেক্টলি হারমোনিয়াম/ গীটারের সাথে মেলাতে পারছে, বা ফলো করতে পারছে তার উপর- একেই বলে “গলাটা ঠিক মতো বসা”
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গান মানে হলো স্বরলিপির উঠানামা। একেবারে খাঁটি কথা।
তবে, আগে স্বরলিপি লিখে সুর করার উদাহরণ খুবই কম। একটা গান প্রতিষ্ঠিত হয়ে গেলে বিভিন্ন শিল্পীর কণ্ঠে সুরের ভেরিয়েশন অ্যাভয়েড করার জন্য অনেক সুরকার তার স্বরলিপি লিখে রাখেন। নজরুল-রবীন্দ্রনাথের সব গানের স্বরলিপি আছে কিনা জানা নেই। একবার কোথাও আলোচনা পড়েছিলাম, নজরুলের সব গানের স্বরলিপি লেখার উদ্যোগ নেয়া হচ্ছে। বাকিটা জানা নাই। দেশের বাউলগণকে কখনো স্বরলিপি লিখতে হয় না। তাদের গানের স্বরলিপি কেউ লিখে না (হয়ত ব্যতিক্রম কিছু থাকতে পারে)। প্রতিদিন এত ভালো ভালো গান হচ্ছে, সব গানের স্বরলিপি নেই। তবে, অধুনার রেকর্ডিং সিস্টেম এরকম যে, ইন্সট্রুমেন্টে গান ঢোকানোর পর অটোমেটিক্যালি তার স্বরলিপি তৈরি হয়ে যায়, যেমন আমারও সব গানের স্বরলিপি আছে, যা করে দিয়েছে আমার মিউজিক্যাল সফট্ওয়্যার। কিন্তু এ স্বরলিপি আমার বোঝার প্রয়োজন পড়ে না, কারণ, সুরটা কীভাবে আরো মেলোডিয়াস করা যায়, তা আমার ভয়েসই আমাকে গাইড করে।
চমৎকার টেকনিক্যাল কমেন্টটির জন্য অনেক ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৫| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার পছন্দ জীবন মুখী গান।
সেই ছাত্রাবস্থা থেকেই শুনে আসছি- সুমন-অঞ্জন-নচি-শিলাজিত।
কিভাবে সুর-গান তৈরি হয় তা আমার বুঝের বাইরে।
২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুমন-অঞ্জন-নচিকেতার গান আমারও খুব প্রিয়। নচিকেতার অনেকগুলো গানই আমার চ্যানেলে আছে, সুমন ও অঞ্জনেরও। শিলাজিতের কোনো গান নেই আমার কাছে।
জীবনের শুরুর দিকে গণসঙ্গীত, বিশেষ করে নজরুলের বিপ্লবী গানগুলো আমার খুব প্রিয় ছিল। এখন সব ধরনের গানেই আমার আসক্তি, তবে রাগপ্রধান গান আমার সবচাইতে বেশি প্রিয়।
বিরহের গানের চাইতে কোনো গান নাই। আর বিরহের গানই হলো সেরা জীবনমুখী গান।
সব সময় আমার পোস্টে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই।
৬| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৭
জটিল ভাই বলেছেন:
প্রিয় সোনা ভাই,
অঘটনতো ঘাটাইয়া ফালাইছি। এবার কি হবে?
৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দারুণ ঘটনা ঘটাইয়া ফালাইছেন প্রিয় জটিল ভাই। এ গান গাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভেচ্ছা নিন।
৭| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:১৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: সূর সৃষ্টি দেখি কঠিন এক কাজ!
৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ পর্যন্ত আশা করি, বলপূর্বক হলেও ওটার লিরিক শায়মা মণিই লিখবেন, আজ হোক বা কাল হোক তার স্কুলের বাচ্চাদের জন্য তিনি লিরিক লিখবেন, গাইবেনও তিনিই
৮| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১২:২২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আচ্ছা যাই শায়মামনি আপা আমার বেহেনাকে বলে দেখি।
বলি তোরে লিখতেই হবে নইলে.....
০১ লা আগস্ট, ২০২২ রাত ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, তাকে জলদি বলুন নইলে নিউজ আছে, দ্য খবর
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩০
মিরোরডডল বলেছেন:
তিনটা ট্রায়ালে দ্বিতীয়টি প্রথমটার চাইতে বেটার, এবং তৃতীয়টি, দ্বিতীয়টির চেয়েও বেটার হয়েছে।
এটাইতো স্বাভাবিক । বেটার করার জন্যই এতোবার করা হয়েছে ।
হ্যাঁ শায়্মা মণি ভালো লিখবে ।
কিন্তু কেমন করে লিখবে, ধুলো নিজেই লিখছে
একথা গুলো যেন না থাকে বললেও ধুলোই বাকিটা লিখবে ।
সামান্য ঢং করলো আর কি