নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে গান দুটি আমি জীবনে সর্বপ্রথম শুনেছিলাম, তা হলো চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না এবং আমি তার ছলনায় ভুলবো না, কাজ নেই আর আমায় ভালোবেসে। এর মধ্যে প্রথমোক্ত গানটি শুনি কোনো এক তরুণের মুখে। যদ্দূর মনে পড়ে, স্কুল ছুটির পর বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে অথবা এমনি বাড়ির সওদা করার জন্য বাজারে গিয়েছি। একটা দোকানে কেনাকাটা করছি। সেই দোকানে দোকানির পাশে এক লোক বসা ছিলেন। তিনি হঠাৎ এই গানটি গেয়ে ওঠেন। ঐ ছোট্ট বয়সেই গানের এ কথা ও সুর আমার খুব ভালো লেগে যায়। এর পর মাইকে এ গান শুনি প্রাইমারি স্কুলের কোনো এক অ্যানোয়াল স্পোর্টসের দিন। একই সাথে পর পর এ দুটি গানই বাজতো মাইকের রেকর্ডে এবং আমি তন্ময় হয়ে গানদুটি শুনতাম।
সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন ছবির গান, গেয়েছেন আধুনিক, এবং রবীন্দ্র ও নজরুল সঙ্গীতও গেয়েছেন তিনি। অদ্ভুত মিষ্টি কণ্ঠের গান বাংলা সঙ্গীত ভুবনকে করেছে বহুগুণে সমৃদ্ধ। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের সাথে পাল্লা দিয়ে গেয়েছেন তিনি এবং বাংলা গানে লতা বা সন্ধ্যা, কার অবদান বেশি, তা বিশ্লেষণ করে বের করতে গেলে বিশ্লেষকগণ গলদঘর্ম হয়ে শেষ পর্যন্ত বলতে বাধ্য হবেন, বাংলা গানে দুজনই ছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী, কেউ কারো চাইতে কম ছিলেন না। গানে গানে তারা দুজনেই সঙ্গীত পিয়াসুদের মনে ও মননে এক নতুন ভুবন গড়ে তুলেছিলেন।
তাঁর আরেকটি বড়ো পরিচয় হলো, তিনি একজন অসামান্য সুরকারও ছিলেন। উইকিপিডিয়া জানাচ্ছে, 'গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।'
এই পোস্টে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানগুলো শেয়ার করা হলো। এ মিউজিক ভিডিওগুলো আমার সম্পাদনা করা এবং আমার চ্যানেলেই আপলোড করা। এতে সংশ্লিষ্ট ছায়াছবি ছাড়াও অন্যান্য ছায়াছবির স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে, যা দ্বারা গানের থিম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কোনো কোনো মিউজিক ভিডিওতে বাংলাদেশ ও ভারতের সেলিব্রেটি ফিমেইল অ্যাক্ট্রেসদের ছবি ব্যবহার করা হয়েছে।
এ পোস্টে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনেকগুলো ছবি শেয়ার করা হলো। ছবিগুলো ইন্টারনেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার সঠিক লিংক টুকে রাখা সম্ভব হয় নি।
চলুন, গানে যাওয়া যাক।
১
হয়ত কিছুই নাহি পাব
২
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা - সন্ধ্যা মুখোপাধ্যায়
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ফটোমিক্স-১ - প্রিয়াংকা বিশ্বাস
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, ফটোমিক্স-২ - প্রিয়াংকা বিশ্বাস
৩
ওগো মোর গীতিময়
৪
তুমি না হয় রহিতে কাছে
৫
এ শুধু গানের দিন
৬
আমি তোমারে ভালো বেসেছি
৭
গানে মোর ইন্দ্রধনু
৮
কে তুমি আমারে ডাকো
৯
দিবস-রজনি আমি যেন কার আশায় আশায় থাকি
১০
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
১১
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে
১২
আমি তার ছলনায় ভুলবো না
১৩
আর ডেকো না সেই মধু নামে
১৪
কেন এ হৃদয় চঞ্চল হলো
১৫
হয়ত কিছুই নাহি পাব
১৬
খোলা আকাশ কি অত ভালো লাগতো
আবিদা সুলতানার এটাও শুনুন/দেখুন : সাদা কাগজটার মূল্য কি বলো
১৭
ঝরা পাতা ঝড়কে ডাকে
১৮
দিবস-রজনি আমি যেন কার
১৯
দিবস-রজনি আমি যেন কার
২০ বোনাস - একটি প্রোমো - এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর
এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর
১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ককচক।
২| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭
শাহ আজিজ বলেছেন: প্রিয় শিল্পীদের একজন । এইতো সেদিন বিদায় নিলেন , আমি তার মান্না দের সাথে ডুয়েট খুলে বসলাম , শুনলাম এবং যথারীতি অশ্রু বর্ষণ । ছোট বেলায় সন্ধ্যা দির গানের মধ্য দিয়েই প্রেম , বিরহ জেগে উঠেছিল যা এখনো সজীব । আজ মনে করিয়ে দিলে সোনা , আবার শুনব ।
ধন্যবাদ তোমায় আনন্দ , ব্যাথা খুচিয়ে দেবার জন্য ।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোট বেলায় সন্ধ্যা দির গানের মধ্য দিয়েই প্রেম , বিরহ জেগে উঠেছিল যা এখনো সজীব । সন্ধ্যা, মান্না দে, সতীনাথ, কার নাম রেখে কার কথা বলবো, হেমন্ত, জগন্ময় মিত্র, শ্যামল মিত্র - তাদের গান তো যে কোনো বয়সেই হৃদয় উথলে দেয়। হৃদয় আজও ঘা করে দেয় ঐ গান।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ শাহ আজিজ ভাই।
৩| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৩
জুল ভার্ন বলেছেন: আমার অন্যতম প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপধ্যায়।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৪| ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছু কিছু গান চিরকাল অম্লান হয়ে থাকে।
কিছু কাল আগেই তেমন গান তৈরি হয়েছে।
এখন তেমন গানের সৃষ্টি প্রায় শূণ্যের কোঠায়।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার বলেছেন। সহমত।
৫| ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: আমিও আমার ছোটবেলায় এই গায়িকার গানগুলি বাঁজতে শুনেছি মাইকে আমার দাদুবাড়িতে গেলে।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বড়ো বেলায় কি এইগান শোনেন নাই?
৬| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
গোল্ডেন সিরিজের গান। এক সময় আমাদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড (কলের গান) ছিলো। গ্রামোফোন রেকর্ডে বেশ ভালো কালেকশান ছিলো। সুচিত্রা সেন অত্যন্ত মিষ্টভাষী একজন মানুষ ছিলেন - তিনি আমার একজন প্রিয় মানুষ। +++
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক সময় আমাদের বাড়িতে গ্রামোফোন রেকর্ড (কলের গান) ছিলো। গ্রামোফোন রেকর্ড আমি আজও দেখি নাই। তবে, খুব শৌখিন ও জেনুইন সমঝদার না হইলে কারো কাছে গ্রামোফোন থাকতো না সেই কালে, সেটা জানি। আপনারা পুরো পরিবারই বোধহয় গান খুব ভালোবাসতেন।
সুচিত্রা সেন বাঙালির হৃদয় থেকে কোনোদিন মুছে যেতে পারবেন না। তার কথা ভাবলে আসলে কষ্ট লাগে, এই কিছুদিন আগেও তিনি জীবিত ছিলেন, আজ আছেন শুধু ছবিতে
কমেন্টের জন্য ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই।
৭| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৫
ককচক বলেছেন: 'আমি তার ছলনায় ভুলবো না' গানটা অনেকদিন পর শুনলাম। আপনার সংগ্রশালার গানগুলো সুন্দর।
১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংগ্রহশালার প্রশংসা করার জন্য ধন্যবাদ আপনাকে।
৮| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৩
ইএম সেলিম আহমেদ বলেছেন: আমার প্লেলিস্টে উল্লেখিত গানগুলো থেকে ১২ টার মত গান থাকেই। বাকি গান গুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আজই ডাউনলোড করে নেব।
২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এ পোস্টে আসার জন্য। শুভেচ্ছা।
৯| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৯
খায়রুল আহসান বলেছেন: একটি অত্যন্ত চমৎকার পরিবেশনা! + +
সঙ্গীত এবং সঙ্গীতশিল্পীদের প্রতি আপনার সুগভীর অনুরাগ আমাকে সবসময় মুগ্ধ করে। পরিবেশনায় যে শৈল্পিক ছোঁয়া থাকে, তা চোখ ও মন, দুটোর জন্যই প্রীতিকর। দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর।
আমি বোধকরি আমার শৈশবে সন্ধ্যা'র যে গান দু'টো প্রথম এবং বহুবার শুনেছি, তা হলো মধুমালতী আর পিয়া পিয়া। আমার বড় বোন এ গানদুটো সবসময় গুনগুন করে গাইতেন। যুবক বয়সে আপনার সর্বপ্রথম শোনা গান দুটো খুব শুনতাম এবং মুগ্ধ হ'তাম। আমার এক বন্ধুর বোন যখনই "আমি তার ছলনায় ভুলবো না" গানটি শুনতো, গান শেষ হলে তখনই বলে উঠতো, "উচিত শিক্ষা হয়েছে!
শাহ আজিজ এর আন্তরিক মন্তব্যটা খুব ভালো লেগেছে। +
পোস্টে প্লাস দিয়ে বিদায় নিচ্ছি। এখন বসে গেলাম আপনার নির্বাচিত গানগুলো শুনতে।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার এ মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। সঙ্গীতের প্রতি আপনারও অপরিসীম আবেগ ও আকর্ষণ আছে লক্ষ করছি, যে-জন্য এই চিরসবুজ গানের ভুবনে আপনার প্রবেশ। এ সব গানে ডুবে গেলে দিন-দুনিয়ার কথা আর মনে থাকে না।
আনফরচুনেটলি, আপনার প্রথম শোনা গান দুটো আমার চ্যানেলে এখনো আপলোড করা হয় নি। মায়াবতী মেঘে এলো তন্দ্রা - এটাও একটা সুন্দর গান। ভবিষ্যতে এসব গান আপলোড করবো, যদি বেস্ট কোয়ালিটির অডিও পাই।
আমার এক বন্ধুর বোন যখনই "আমি তার ছলনায় ভুলবো না" গানটি শুনতো, গান শেষ হলে তখনই বলে উঠতো, "উচিত শিক্ষা হয়েছে!" হাহাহাহা। খুব মজা পেয়েছি কথাটায়।
আমার বড় বোন এ গানদুটো সবসময় গুনগুন করে গাইতেন। বড়ো আপার প্রতি সশ্রদ্ধ সালাম রইল।
শৈল্পিক পরিবেশনার প্রশংসায় সত্যিই আনন্দিত হয়েছি স্যার।
আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি স্যার। ভালো থাকবেন।
১০| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৭
খায়রুল আহসান বলেছেন: সবগুলো গান শুনলাম। খুব ভালো লাগল। আর 'বোনাস প্রোমো'টাও চমৎকার।
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো গান শোনার জন্য অনেক ধন্যবাদ স্যার। এর মধ্যে প্রোমোটাও শুনেছেন দেখে খুব আনন্দিত ও সারপ্রাইজ্ড হয়েছি
প্রমোটো অবশ্য ফাইনাল ভার্সন হিসাবে ইতিমধ্যে তৈরি করে আপলোড করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:০৩
ককচক বলেছেন: পোস্ট প্রিয়তে রাখলাম। পরে পড়বো, গানও শুনবো।