নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বহুদিন পর নতুন গান করলাম || এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর || একটা দেশাত্মবোধক গান

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৭

এর আগে, এ গানটার ট্রায়াল ভার্সনের উপর একটা পোস্ট দিয়েছিলাম, কীভাবে একটা সুর তৈরি হয়। এ সুরটার জন্য আপনি লিরিক লিখতে পারেন। শিরোনামে। ঐ পোস্টে শুধু সুরটাই শেয়ার করা হয়েছিল এবং কেউ লিরিক লিখতে চাইলে এ সুরের উপর লিখে পাঠাতে পারেন, বলেছিলাম। কেউ কোনো লিরিক পাঠান নি :( তবে, প্রিয় জটিল ভাই সেই সুরের উপর জনাব দমুহাম ললিখ-কে নিয়ে লিখিত একটা মজার গান গেয়ে শেয়ার করেছিলেন :)

বড়ো ছেলে বন্ধুদের নিয়ে একটা ব্যান্ড করার প্ল্যান করছে অনেকদিন হলো। কী একটা নামও দিয়েছে। অ্যালবাম বের করার চেষ্টা অব্যাহত। কয়েকদিন আগে বোধহয় একটা গান শেষ করেছে। সেই সূত্র ধরেই বড়ো ছেলে হঠাৎ করে জানতে চাইল, একটা গান তৈরি করতে আমার কত সময় লাগে! তো, সময় তো কোনোদিন রেকর্ড করে রাখি নি :( ছেলেকে বললাম। লিরিক থাকলে তার উপর সুর তৈরি করতে সময় লাগে না। আমি তো হা করলেই সুর তৈরি হয়, সেই কবে থেকে যে-কোনো গানই আমি নিজের সুরে গেয়ে থাকি, যে ইতিহাস এখানে সোনার অক্ষরে লিখিত রয়েছে। সিরিয়াসলি, সুর আকাশে বাতাসে ছোটাছুটি করছে, হা করলেই কণ্ঠে ঢুকে পড়ে। কিন্তু, যে জিনিসটার খুব বেশি দরকার, তা হলো লিরিক। লিরিক লেখা আমার কাছে বেশ কষ্টসাধ্য মনে হয়। ভালো লিরিকের জন্য সময়ের প্রয়োজন। অজস্র 'র' (ফার্স্ট/সেকেন্ড ভার্সন) সুর তৈরি হয়ে আছে, লিরিক পেলেই তার উপর সুর চড়ানো হবে। লিরিক আর সুর দুটো এক সাথে চালানো গেলে সুর যেমন রিফাইন্ড হবে, লিরিকের ত্রুটিগুলো বা ঘাটতিগুলোও ইম্প্রুভ করা যাবে।

এ সুরটি মূলত শিশু-কিশোরদের জন্য একটা উদ্দীপনামূলক গানের জন্য ভাবা হয়েছিল। কিংবা দেশাত্মবোধক বা ভ্রমণকারী একদল তরুণের কোরাসও হতে পারতো।

আমার দৃঢ় বিশ্বাস ছিল, মিস শায়মা মণি তার ছাত্রছাত্রীদের উদ্দেশে এ সুরের উপর একটা গান লিখবেন। কিন্তু তিনি পগার পারে না কোথায় গেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নাই :)


ইতিমধ্যে বেশকিছু সুর জমা হয়ে গেছে, ব্যক্তিগত ব্যস্ততার জন্য লিরিক লেখার সময় পাচ্ছি না। ব্লগ থেকে কোনো লিরিক না পেয়ে গতকাল নিজেই লিরিক লিখে ফেললুম।

সুরটা খুব রিদমিক, নিজের সুরের প্রশংসা নিজেই একটু করে নিলাম :) কেউ গাইলে খুশি হতাম :)

এই যে নদী এঁকে বেঁকে গেছে বহুদূর
কল কল ছন্দ তুলে মিষ্টি সুমধুর
এই যে নদী এঁকে বেঁকে গেছে বহুদূর
ঢেউয়ে ঢেউয়ে ছন্দ তুলে মিষ্টি সুমধুর
পাখা মেলে নৌকোগুলো যাচ্ছে সুদূরে
গাংচিল মন আমার সাথি হয় উড়ে উড়ে
উড়ে উড়ে উড়ে

কাশফুল দোল খায় অভিবাদনে
তটে তটে ডাকে পাখি বন-কাননে
পায়ে পায়ে পথগুলো সদা চঞ্চল
আমাকেও টেনে নেয় উদ্দাম/উচ্ছল মানুষের ঢল


মাঠে মাঠে চারুবীথি, ধানে ফসলে
গ্রামে গ্রামে জাগে প্রাণ সুখে কোলাহলে
যত দেখি তত যেন বাড়ে বাসনা
এ আমার বাংলাদেশ ভালোবাসার প্রিয়/জন্ম সাধনা

১৭ আগস্ট ২০২২

কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব (আমার ছোটো ছেলে)

গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন : এই যে নদী এঁকে বেঁকে গেছে বহুদূর

অথবা, নীচের ভিডিওতে ক্লিক করুন




এ গানের একটা প্রোমো করা হয়েছিল শুধু প্রথম ৪ লাইন নিয়ে


আগের পোস্ট - কীভাবে একটা সুর তৈরি করা হয়

ও, ইম্পর্টেন্ট কথাটা বলে নিই। আগের পোস্টে বিশিষ্ট ভবিষ্যত বক্তা, অতীব ট্যালেন্ট ব্লগার সবার প্রিয় ডলি আপা ভবিষ্যত বাণী করেছিলেন যে, যদিও আমি ব্লগারদের কাছে লিরিকের আবেদন করেছি, শেষ পর্যন্ত এই লিরিক আমিই লিখবো!! আমি তো অ্যাস্টোনিশ্‌ড, হাউ ওয়াজ শি সো শিউর!!! মিরাক্‌ল ঘটে গেল, আর লিরিক লিখে ফেললুম আমিই!!

গতকাল অন্য একজন একটা লিরিক দিয়েছেন সুর করার জন্য। আজ সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছি (এক্সারসাইজের হাঁটা), সেই লিরিকের সুর বানানোর ইচ্ছায় হা করলাম, অমনি একটা সুর হইয়া গেল, কিন্তু তার লিরিক তো আমি পড়ি নাই, কাজেই লিরিকও আমিই বানাইয়া ফালাইলাম আমাকে তুমি বেইমান বলেছ।। এটা গানের স্টার্টিং লিরিক। কিন্তু গানটা গাওয়ার পর মনে হলো, এই তিন বা সাড়ে তিন লাইনেও তো একটা গান হইতে পারে, যেমন এর আগে আমি এক লাইনের গানও বানাইছি এক লাইনের গান - আমাদের এই ভালোবাসা। পরে অবশ্য পূর্ণাঙ্গ গানের রূপান্তর করা হয়েছে - আমাদের এই ভালোবাসা

তিন লাইনের গানটা আর বাড়ানো নাও হতে পারে। একটা তিন লাইনের গানই না হয় হয়ে থাকলো এটা।







মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২৭

জটিল ভাই বলেছেন:
অনেকদিন পর!!! যদিও ভীষণ মিস করেছি আর আমার বিগত ৩/৪টা পোস্ট পড়ে কমেন্ট করবেন বলে আশায় ছিলাম.......
বাই দ্যা রাস্তা, গানের এই ভার্সনটা অনেক ভালো হয়েছে। জটিলবাদ :)
কিন্তু পোস্টে দেখলাম কোন অখ্যাত না কুখ্যাত জটিল ভাইয়ের কথা উল্ল্যেখ করেছেন, তাতে যেমন আনন্দিত হয়েছি পাশাপাশি লজ্জিতও হয়েছি :)
কিন্তু পাঠকতো এবার দ্বন্দে পরে যাবে যে কে এই অখ্যাত/কুখ্যাত জটিল ভাই? কি লিখা ছিলো তার পোস্টে? কিবা গেয়েছিলো সে? =p~
তাই চাইলে কিন্তু পাঠকের জন্যে সেই পোস্ট আর গানের লিংক পোস্টে যুক্ত করতে পারতেন। অথবা নামটি বাদ দিতে পারতেন :)

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি জটিল ভাই। এজন্য ব্লগেই আসা হচ্ছে খুব কম।

ইয়ে, একটু কষ্ট যদি করতেন, জটিল ভাইয়ের ঐ পোস্টের লিংক আলাদা একটা কমেন্টে জুড়ে দিন। অগ্রিম ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৫

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ ভাইয়া!!!


গাওয়াটাও তো অনেক ভালো হয়েছে। :)

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আচ্ছা, আপনি তাহলে দেশেই আছেন দেখছি। আমি ভেবেছিলাম যে আপনি দেশেই আছেন।

৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৭

শায়মা বলেছেন: হা হা লালডা না কালাডা হয়ে গেলো তো উত্তরটা.... :P

১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুন লালডা?

৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:০১

শায়মা বলেছেন: লালডা?

১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আচ্ছা আচ্ছা, আমি আসলে লালডার কথা জানতে চাইছিলাম।

৫| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার লেখা, সুরকরা ও গাওয়া সেরা গানের তালিকায় আমি এটিকে উপরের দিকে রাখবো। বেশ উপরের দিকে রাখবো।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ইন্সপায়ার্ড হলাম আপনার এমন সার্টিফিকেটে। অজস্র ধন্যবাদ জলদস্যু ভাই।

৬| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৩:২০

মামুinসামু বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার লেখা, সুরকরা ও গাওয়া সেরা গানের তালিকায় আমি এটিকে উপরের দিকে রাখবো। বেশ উপরের দিকে রাখবো
সহমত (যদিও আপনার সব গান শোনা হয়নি)। তবে একটা কথা....

আপনার কণ্ঠে আছে কি যেন
ঠিক যেন আল পাচিনো
ঠিকমত বলা হইল না
ধরতে চাইলেও ধরা যায় না
ঠিক যেন ক্যাসিনো

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও

ধন্যবাদ। তবে একটা কথা, আল পাচিনো কি গানও গাইতেন নাকি? :) ধরতে চাইলাম, কিন্তু ধরতে পারলাম না :)

শুভেচ্ছা সামুতে মামু :)

৭| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৪

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!
অপূর্ব!!
পরিতৃপ্ত!!!


আমার সোনা ভাই, আমার ধূলো ভাই, আমায় প্রিয় ছাই ভাই।।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টে অনেক অনেক আপ্লুত হলাম প্রিয় জুল ভার্ন ভাই। ধন্যবাদ নিন। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।

৮| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গান ভাল ও শ্রুতি মধুর হয়েছে
সোনাবীজ ভাই।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান ভাল ও শ্রুতি মধুর হয়েছে সোনাবীজ ভাই। প্রশংসায় গলে গেলাম নূরু ভাই :) অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৯| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

নিজের লেখা, নিজের সুরকরা ও নিজের গাওয়া সুন্দর সুন্দর গান!
আপনি একজন গ্রেট ম্যান। শ্রদ্ধা সোনাবীজ ভাই।

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রশংসায় অনেক অনুপ্রাণিত হলাম। সম্মানিত বোধ করছি, সেই সাথে বেশ লজ্জিত বোধও করছি কিন্তু :)

অনেক অনেক ধন্যবাদ কালবৈশাখী ভাই। শুভেচ্ছা।

১০| ১৯ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ৩০০০ তম মন্তব্যটি আপনার পোস্টে করে স্মৃতিময় করে রাখলাম। আপনি তাসনিয়া ফারিন এর পোস্টটি ফেবুতে ট্যাগ না দিলে ব্লগে আসা হতনা হয়তো এভাবে।


গান সুন্দর। ♥️

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ৩০০০তম মন্তব্য আমার পোস্টে, আমিও আপনার স্মৃতির অংশ হতে পেরে আনন্দিত।

তাসনিয়া ফারিনকে নিয়ে আপনি একটা পোস্ট লিখেছিলেন। সেখানেই তার নাম প্রথম জানতে পারি। পরে দেখি, তার অভিনীত নাটক আমি অলরেডি দেখেছি। ফেইক আইডি নামক তার একটা অসাধারণ নাটক (আফরান নিশোর বিপরীতে) দেখেছিলাম। তার অভিনয়নৈপুণ্যে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু তার নাম জানতাম না। তিনি সুশ্রী। ততদিনে তিনি টিভিতে বেশ অ্যাক্টিভ হয়েছেন। টিভি এবং ইউটিউবে তার অসংখ্য নাটক দেখেছি। তিনি ভালো অভিনেত্রী, প্রথম সারির অ্যাক্ট্রেসদের একজন।

ক্লিক করুন - তুমি চলে যেতে যেতে

ক্লিক করুন এখানেও - আবার এলেই কাছে

গান সুন্দর জেনে আরো আনন্দিত।

ধন্যবাদ গোফরান ভাই।

১১| ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৫

ককচক বলেছেন: এই যে নদী.... গানটা বেশ ভালো লাগলো। শিক্ষা সফরে বা বন্ধুবান্ধব মিলে কোথাও যাওয়ার পথে গাওয়ার বা বাজানোর মতো একটা গান

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিক্ষা সফরে বা বন্ধুবান্ধব মিলে কোথাও যাওয়ার পথে গাওয়ার বা বাজানোর মতো একটা গান। আপনি আইডিয়া ঠিক ধরেছেন। গাড়িতে কোথাও যাওয়ার সময় আমার অনেক সুর তৈরি হয়, ইন্সট্যান্টলি ওগুলো মোবাইলে ধরে ফেললেও পরে আর ম্যাচিউর করা হয়ে ওঠে না। এ গানটার সুরও ঠিক অমন কোনো সময়ে ধরে ফেলেছিলাম, কিংবা হাঁটার সময়ে এটা তৈরি হয়। তবে, লিরিক লেখার সময় আমি এরকমই ভেবেছি, হয় নৌকা বা লঞ্চে করে কোথাও যাচ্ছি, কিংবা নদীপারের কোনো পথ ধরে আমি হেঁটে চলেছি, চারদিকের বন-বনানি, ক্ষেত-খামারি দেখতে দেখতে।

গানটা বেশ ভালো লাগায় আনন্দিত। গানটা শোনা ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রকৃতির আহ্বানে হারিয়ে যাওয়ার গান।
খুব ভালো লেগেছে।

১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো কোনো পোস্টে আপনার কমেন্ট পড়ছিলাম কিছুদিন আগে। আপনি অনেকদিন পর ব্লগে এলেন। আশা করি ভালো আছেন।

গান খুব ভালো লাগায় আমি আপ্লুত। শোনার জন্য অনেক ধন্যবাদ তমাল ভাই। শুভেচ্ছা রইল।

১৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪০

ডার্ক ম্যান বলেছেন: চেষ্টা চালিয়ে যান , আপনার উন্নতি হচ্ছে

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সৈকত ভাই। অনেক বছর পর, আই মিন বেশ কিছুদিন পর ব্লগে এলেন :) শুভেচ্ছা।

১৪| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৪

পোড়া বেগুন বলেছেন:
আপনার কী গানের রেকর্ড প্রকাশ করার সম্ভাবনা বা
পরিকল্পনা আছে?

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু কী যেন হয়ে গেছে সেটা :)

জোরালো কোনো পরিকল্পনা নাই। অ্যালবামের কনসেপ্ট তো আজকাল উঠে যাচ্ছে ধীরে ধীরে। মাঝে মাঝেই প্ল্যান করি, দু-একটা গান গাওয়াবো কাউকে দিয়ে। কিন্তু বেশিদূর এগোতে পারি না নানা কারণে। তবে, সুবিধামতো মিউজিক ফার্ম ও শিল্পী পেলে প্রাথমিক ভাবে দু-একটা গানের অডিও করবো।

কমেন্টের জন্য ধন্যবাদ পোরা বেগুন। বানানটা তো হবে 'পোড়া', মানে Burnt Brinjal আর কী :)

১৫| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




আপনি হয়তো খেয়াল করেছেন, আপনার এমন গান নিয়ে লেখা পোস্টগুলিতে আমার মন্তব্য তেমন একটা নেই! কারনটা এই যে, গানকে ভালোবাসলেও সেই গানের কথায় ঢুঁ মারার উৎসাহ থাকেনা। দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই। :((

আপনার গানের গলার দরাজতার কথা আমি আগে্ও বলেছি এখনও বলছি। শুধু দরদ আনতে হবে আরও। তবে "এই যে নদী" গানটি অনেকখানি উৎরে গেছে এবারে।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমত, পোস্টে ঢুঁ মারা অত গুরুত্বপূর্ণ না, শুভেচ্ছায় রাখবেন। আমি নিজেও আপনার অনেক পোস্ট পড়ি, কিন্তু কমেন্ট করি না বিশেষ কিছু কারণে; অবশ্য এরকম অনেক পোস্টেই কমেন্ট করা হয় না :( আপনিও ব্যস্ত থাকেন অনেক, সেটা বুঝি।

যাই হোক, এই যে নদী অনেকখানি উৎরে যাওয়ায় সত্যিই আমি আনন্দিত।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.